নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমি একা বৃষ্টিতে ভিজি এখন
যেমন করে একদিন ভিজেছিল তোমার প্রেমে মন
স্মৃতিত ফিরি, ফিরি অতীতে-
তুমি ছিলে পাশে সোনালী রোদের মতন
জীবন জুড়ে তখন ঝিকমিক আলো
প্রেমে পড়া পাখির গান লাগতো বড় ভালো।
থাকেনা আজীবন নদীর স্নিগ্ধ রূপ
চিরকাল নিজেরে পুড়িয়ে সুখ পায় যে ধূপ
ভালোবাসার মানুষ অন্যোর হয়ে গেলে
বৃষ্টির রাতে বিরহের হাহাকার নেমে আসে প্রেমিক বুকে
অশ্রুর ফোয়ারা দুচোখে
শান্তনা নেই কেবল যন্ত্রনা জীবনের চৌদিকে।
আমি একা বিরহের অনলে পুড়ি এখন
স্মরণের আবরনে ক্ষনে ক্ষনে তোমায় মনে পড়ে যখন
স্মৃতিকাতর মন, স্মৃতি আমরন-
তুমি নেই পাশে নরম রোদের মতন
বিষ্মিত জোনাকিরা ভুলতে পারেনা মোদের সেই প্রেমকথন
এখন পাতা ঝড়ে বেলা অবেলায়
জোছনা আনে যেন মনের অরণ্যে বেদনা ভরা বিরহ
তুমি দাও অন্যরে সঙ্গ
ব্যর্থতার দায়ে অভিযুক্ত আমি তাইতো স্বপ্ন ভঙ্গ
বৃষ্টিতে ভিজা বিলাশিতা নয় এখন
বৃষ্টির বিন্দুতে স্মৃতির ঝাপটায় ভাঙ্গেনাতো অতীতের আয়না
মনের ভিতর প্রশ্ন জাগে
হায়রে! জীবন কেন ফুলের মত সাজানো হয়না।
ছবি-নিজের আঁকা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: মাইদুল ভাই, কবিতাটা খুব ভালো লাগলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
দেয়ালিকা বিপাশা বলেছেন: মোঃ মাইদুল সরকার,
কথাটি খুব ভালো লাগলো। পোস্টে লাইক এবং প্রথমবার আপনার কোন পোস্ট পড়ে মন্তব্য করা হচ্ছে। আশা রাখি আগামীতেও আপনার আরো লেখা পড়ার সুযোগ হবে। অনেক শুভকামনা রইল।
- দেয়ালিকা বিপাশা
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আশা করি আপনাকে পাশে পাবো নতুন পোস্টেও। ভালো থাকবেন।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বৃষ্টি আমার খুব পছন্দ।
আমার ছোট কন্যা বয়স প্রায় পাঁচ, সে নাকি বৃষ্টির ঘ্রাণ পায়!
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও তাই নাকি।
বৃষ্টির ঘ্রাণ পাওয়া মানে তো অন্য রকম অনুভূতি। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
প্রত্যাবর্তন@ বলেছেন: স্নিগ্ধ সরল প্রকাশ
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
কবিতা মোটামুটি পড়া হয় না, আপনার কবিতা পড়ে দেখলাম; বাংলার অনেক তরুণের কান্না মিশে আছে লাইনে লাইনে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন । অনেক তরুণ হৃদয়ের কান্না মিশে আছে কাব্যে।
মাঝে মাঝে আপনি কবিতা পড়েন সেটা জানি হঠাৎ হঠাৎ কবতিা পাঠ আপনার জন্য ভাবনার খোরাক হতে পারে তাই পড়া উচিৎ।
ধন্যবাদ।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২
হাবিব বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। তাইতো মাঝে মাঝে লিখে যাই।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯
ঢুকিচেপা বলেছেন: কবিতা ভাল লেগেছে।
এর মধ্যে কয়েকটি লাইনের বুনন হৃদয় ছোঁয়া।
নিজের পোস্টে নিজের আঁকা ছবি দেখে ভাল লাগলো, আকাশটা মেঘলা হলে বৃষ্টি আরো ঝরতো।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম প্রিয় ঢুকি ভায়া ঠিক বলেছেন।
আরও মেঘ আর বৃষ্টি হলে জমতো বেশ।
অনুপ্রানিত হলুম।
ধন্যবাদ।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনিও চেষ্টা করে যান।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: আঁকা ছবির বৃষ্টির ফোঁটার রঙ কবির মনের রঙের পরশ পেয়েছে!
কবিতা উমদা হয়েছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: তপনদা- কবিতা উমদা হয়েছে বলে খুশি হলুম এবং লেখার দায় বাড়লো। ছবি মাঝে মাঝে আকি, কিছু ছবি বাসার দেয়ালে শোভা পাচ্ছে। ধন্যবাদ।
১২| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে একটা সুন্দর কবিতা। নিজ হাতে আঁকা ছবিটাও ভালো হয়েছে।
১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে আমি বেশ কিছু দিন অসুস্থ্য ছিলাম। সুস্থ ওয়ার পর বাবা অসুস্থ্য হওয়ায় ওনাকে সিএমএস নিয়ে চিকিৎসা করাতে হয়েছে তাই ব্লগে ঢুকা হয়নি। মন্তব্যের উত্তর সেকারে দিরেতে দিতে হলো। ধন্যবাদ। অনুপ্রানিত হলাম।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভূতির প্রকাশ কবি দা