নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ছবি-ব্লগ -গ্রামীণ জীবন

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৮

শীত এসে গেছে তাই শীতের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলাম।
সপ্তাহ খানেক ছিলাম। এমনি ফাঁকে ফাঁকে কিছু ছবি উঠিয়েছি ।
পিঠা-পায়েস যেমন উপভোগ করেছি তেমনি গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য খুঁজে বেড়িয়েছি।

শীত মানেই কুয়াশা
শীত মানেই শিশিরের শব্দের খেলা
শীত মানেই উষ্ণতার খোঁজ
শীত মানেই পিঠাপুলির ধুম

১।
আমি নই যাযাবর
আছে আমার টিনের ঘর



২।
বেলা শেষ হয়ে গেল
কুড়ালে কাটার বয়স হয়ে এল



৩।
দুষ্ট দুটি ফুল
লুকাতে করে ভুল



৪।
রাতের আঁধারে আমি একা
কোথায় তুমি হবে কি দেখা


৫।
আমি ফুটিয়াছি অনাদরে
নাওনা তোমার বাহুডোরে


৬।
ঝড়ে গেলাম অবেলায়
তোমাদের অবহেলায়


৭।
লোকে বলে ধুত্তুরি
আমি বলি বেগুন সুন্দরী


৮।
বেগুন সুন্দরীকে দিতে ধোকা
এসে গেছে পোকা



৯।
তুমি দেখ আমারে
আমি দেখি তোমারে



মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: শিশির ভেজা কোমল হাওয়া, নরম ঘাসের আলতো ছোয়া,
মিষ্টি রোদের নরম আলো, আঁখি মেলে দেখবে চলো!

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন কবিতা উপহার প্রিয় ভাই। ধন্যবাদ । শুভকামনা।

২| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: দুই লানের কাব্যাংশগুলি চমৎকার হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসায় কৃতজ্ঞতা।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে তো শীত উষ্ণতা লেগে গেলো কবি দা ভাল থাকবেন--------

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা কবি শীতে উষ্ণতা চায় সবায়। ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৭

সোবুজ বলেছেন: এতো সুন্দর টিনের ঘর বিক্রমপুর না হয় ফরিদপুর।বরিশালেও ভাল টিনের ঘর আছে।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম সোবুজ ভাই। ছবিটার ঘরটি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় তোলা।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

জ্যাকেল বলেছেন: সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২২ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ক্যাপশনের সঙ্গে ছবিগুলোও বেশ ভালো হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার ভাল লাগা প্রকাশে কৃতজ্ঞতা।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম। ভালো লাগলো।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালোলাগায় ভালোবাসা।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
শৈশবের শীতের ছুটি মনে আসলো, আপনার ছবিতে। ফিরিয়ে নিলো আমার নানা/ দাদ”র বাড়ির উচ্ছ্বাস।
আপনার গ্রাম ও মুন্সিগন্জে !!
কী মজা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি।

আমার নানির বাড়ি ও শ্বশুরবাড়ি মুন্সিগন্জে আর নিজের বাড়ি কুমিল্লায়।

ছবিগুলো তাই মুন্সিগন্জে ও কুমিল্লায় তোলা।

স্মৃতির মনে পড়ায় পোস্ট স্বার্থক।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৮

সেডরিক বলেছেন: টিনের ঘর দেখে মনে হচ্ছে শখ থেকে করা। সুন্দর।
ছবির সাথে কবিতাগুলো মজার

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫০

ইসিয়াক বলেছেন:




আপনার বাসার ছবিটা সবচেয়ে সুন্দর।
শুভকামনা রইলো।
শুভসকাল।

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৭

জটিল ভাই বলেছেন:
১০. মাইদুল ভাইয়ের পোস্ট,
খাইতে চাই পাখির রোস্ট! :)

জটিলবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্য। একদিন চলে আসেন রোস্ট খাওয়া হবে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.