নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অনাকাঙ্ক্ষিত চুম্বন ও ভালো থাকার দিন

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮




প্রায় ২২ বছর পর বাল্য বন্ধুর সাথে দেখা শুধু দেখা নয় স্বপরিবারে বেড়াতে এসেছে টুটুল মৃদুলের বাসায়।

উত্তরবঙ্গে দুজনের বাবাই সরকারি চাকরিজীবী ছিলেন সেই সূত্রে পাশাপাশি থাকা হয়েছিল তারপর বদলি ও অবসরজনিত কারণে আলাদা হয়ে যাওয়া। তারপর যোগাযোগ ছিলনা একযুগ। একযুগ পরে মোবাইল ফোনে যোগাযোগ হয়। সেই বাল্য বন্ধুকে পেয়ে কি যে উচ্ছাস, কি যে ভাললাগা দু’বন্ধুর। যেমন আড্ডা, তেমনি খাওয়া-দাওয়ার আর হরদম ঘোরাঘুরি তো চলছেই।

টুটুলরা সিলেট থেকে কক্সবাজার যাবে। রাতের বেলায় রওনা দিবে তাই টিকিট কাটার জন্য মৃদুল ও টটুল বাসা থেকে বের হলো।

কথায় কথায় কখন যে সময় চলে গেল বুঝতেই পারলা ওরা , মনে হলো চোখের পলকে বাস স্ট্যান্টে চলে এসেছে তারা। দোকানের সামনে এটা-সেটা খাওয়ানোর জন্য প্রস্তাব করতে লাগলো একজন আরেকজনকে। টিকিট কেটে ফিরে আসার সময় টুটুল একটা ঘড়ির দোকান থেকে ঘড়ি কিনে বন্ধুকে পরিয়ে দিল।

মৃদুল যদিও বলতে ছিল না আমিতো ঘড়ি এখন আর পরিনা মোবাইলেই সময় দেখি। টুটুল বলল- আমি সবসময়ই ঘড়ি ব্যবহার করি তাই তোমাকেও ঘড়ি উপহার দিলাম। দোকান থেকে ফিরতে গিয়ে টুটুলের জুতা ছিড়ে গেল। জুতা সারাই এর জন্য মুচির কাছে জুতা দিয়ে দুজন চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ টুটুল মৃদুলকে জড়িয়ে ধরলো । বললো তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো, আমার কথা বলা সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার সবকিছু সুন্দর। তারপর হাতে চুমু খেলো। মৃদুল লজ্জায় লাল হচ্ছেে এর মধ্যেই টুটুল মৃদুলের গালে চুমু দিল।

এদিক-সেদিক তাকিয়ে ইতস্তত বোধ করছে মৃদুল। তারপর টুটুল কি বলছে তা আর মৃদুলের কানে যাচ্ছে না। সে লোক লজ্জার ভয়ে বন্ধুকে ছাড়িয়ে একটু দম নিতে চাচ্ছে। ব্যাপারটা টুটুল হয়তো বুঝেছে তাই বন্ধুকে ছেড়ে দিয়ে হাতে হাত ধরে দুজন দাড়িয়ে মনের ভিতর জমে থাকা কথা বলে যাচ্ছে। তুমি খুব ভাল আছে বন্ধু ! টুটুলের এমন কথায় চুমুর সাথে ভাল থাকার কি কোন মিল আছে ভেবে পায়না মৃদুল।

টুটুলের এক ছেলে এক মেয়ে আর মৃদুলের এক ছেলে। দুজনের ছেলের নাম মিরাজ । নামের এই কাকতালীয় মিল থাকায় দুজনই অবাক । টুটুলের বাবা মারা গেছে বেশ কয়েক বছর হল, মা শয্যাশায়ী। মৃদুলের বাবা-মা গ্রামে থাকে মোটামুটি সুস্থ।

টুটুল ময়মনসিংহে আর মৃদুল থাকে সিলেট।

তুমিতো সরকারি চাকরি করছ ছেলেমেয়ে নিয়ে শহরে থাকছো সুখেই আছ। কথাটা মৃদুল কে টুটুল বলল।

মৃদুল বললো তুমিও তো ছেলেমেয়ে নিয়ে বেশ ভালোই আছো দেখছি। গ্রামে নিরিবিলি থাকছো।

নারে ভাই ভালো আর কোথায় থাকি- একটা চাকরি বাকরি নাই গ্রামে পড়ে আছি। শহরে আর থাকতে ভাললাগনো তাই চাকরি ছেড়ে নিজের খেত, জমি-জমা নিয়ে আছি। তবুও বই আর বাচ্চাদের আবদারে প্রতিবছর একবার করে ঘুরতে বের হই।

মৃদুল বললো - শহরে থাকা যদি সুখ মনে করো তবে ওই নামের সুখেই সুখে আছি। বাবা মাকে বাড়িতে টাকা পাঠাতে হয়, ছোট ভাই এর পড়ার খরচ চালাতে হয়, নিজেদের থাকা খাওয়ার পরে মাস শেষে হাতে তেমন কিছু থাকেনা। প্রতিবছর ইচ্ছা থাকলেও ঘুরতে বের হওয়া হয় না। এই শহরের আশে পাশেই ঘুরি আরকি।

কাজ , দায়িত্ব-কর্তব্য, সমাজ -সংসার পিছে পরে কখন যে জীবনের দিন গুলো পার হয়ে যাচ্ছে বুজতেই পারছি না। ছোট কালটাই ভালো ছিল মনে হয়, সুখে ছিলাম বলা যায়।

মনে আছে বন্ধু সেই যে তুমি আমি পড়ালেখা করবো না বলে এক শীতের সকালে অজানার উদ্দেশ্যে হারিয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু সন্ধ্যা অবধি না খেয়ে পথে পথে হেটে অজানা এক রেল স্টেশনে এসে পথ খুজে না পেয়ে পৃথিবীর বাস্তবতা বুঝতে পেরে দিন শেষে আবার আমাদের ফিরতে হয়েছিল নিজেদের ঘরে। সেদিন হারিয়ে যেতে পারিনি তুমি- আমি। হারিয়ে গেলে হয়তো ভালো থাকার দিন কিংবা সুখে থাকার দিনের দেখা পেতাম।

হয়তো ভাল থাকার দিনের দেখা না পেয়ে মরেই যেতাম সকলের অগোচরে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২০

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই খুব ভাল লাগল দুই বন্ধুর সম্পর্ক ভাল থাকবেন কবি দা

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আপনিও ভাল থাকবেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বন্ধুত্বের বন্ধন আরও গাঢ় হোক
শুভকামনা

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বন্ধুত্বের জয় হোক।

ধন্যবাদ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: এমনই হয় বহুবছর পর দেখা হলে হয়ত।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক তাই ব্যাপারটা এমনই ঘটেছে। আবেগের বহিঃপ্রকাশ।

ধন্যবাদ।

৫| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: মাস দুই আগে আমিও আমার ছোটবেলার বন্ধুদের খুঁজে পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। ওদের মধ্যে একজনের সাথে দেখা করেছিলাম কুষ্টিয়ায়। আমি গিয়েছিলাম যশোর থেকে আর ও এসেছিল ঢাকা থেকে। সারাদিন অনেক ঘোরাঘুরি আর মজা করেছিলাম। সন্ধ্যায় আমি বাসায় ফিরেছিলাম আর ও ফিরে গিয়েছিল হোটেল দিশা টাওয়ারে। কারণ ওর ঢাকা ফিরে যাবার বাস টাইম ছিল রাত এগারোটায়।
আমি ওকে দিয়েছিলাম আমার লেখা কবিতার বই আর ও আমার জন্য এনেছিল চমৎকার একটা ডায়েরি আর কলম।
শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা শেয়ার করায়।

আসলে বাল্য বন্ধুদের ফিরে পাওয়ার অনুভূতি পুরোপুরি ভাষায় প্রকাশ করার মত নয়।

আপনাদের বন্ধুত্ব হোক অমলিন।

৬| ১০ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: বন্ধুত্বের গল্প ভালই লাগল তবে অনাকাঙ্ক্ষিত চুম্বনের ফলে কিছুটা ছন্দ পতন হয়েছিল এবং মনে মোচড় দিয়েছিল যে সে ;) তাই কিনা - যা আমি ভেবেছি।

তবে - চুম্মাটা বাদ দিলে বাকী সব ঠিক আছে।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না সে ওরকম নয়।

আবেগের বেশি বহিঃপ্রকাশ এই আরকি।

ধন্যবাদ ভাই পাঠ ও মন্তব্যে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমার কোনো বন্ধু নাই।

১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন, একজন, দুজন তো কমপক্ষে সবারই থাকে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.