নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

যত্নে থাকুক আমার পাসওয়ার্ডগুলো

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭



শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি হল পাসওয়ার্ড যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে। পাসওয়ার্ড এর মাধ্যমে একজন ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায় এবং প্রবেশ করতে পারে।


একটা সময় ছিল জীবন পাসওয়ার্ড মুক্ত আর এখন জীবনটা পাসওয়ার্ড যুক্ত। পাসওয়ার্ড হল গোপনীয় তথ্য তাই অন্য কারো কাছ থেকে গোপন রাখা হয়, প্রয়োজন অনুসারে অন্যকে সাময়কি জানানো। অন্য কোন ব্যক্তি বা পক্ষকে তাদের প্রবেশ ঠেকাতেই মূলত পাসওয়ার্ড ব্যবহৃত হয়। পাসওয়ার্ডের ব্যবহার প্রাচীনকালও হতো তবে তা আজকের মত এরকম ছিলনা।


সাইবার অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা সারাদিন আপনার অ্যাকাউন্ট তাক করে বসে থাকে। কোনভাবেই একটু সুযোগ পেলেই নিমেষে উধাও হয়ে যায় সব। প্রতিদিন লক্ষ লক্ষ ক্রেতা, ব্যবহারকারী এবং গ্রাহক এই সাইবার প্রতারণার শিকার হন সারা পৃথিবী জুড়ে। কিন্তু আপনি যদি গোটা বিষয়টা নিয়ে সতর্ক হন, তবে আপনার তথ্য এবং অর্থ সুনিশ্চিত করতেই পারেন।

সেক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কয়েকটি বিষয় পাশাপাশি বেশ কিছু পাসওয়ার্ড আছে, যেগুলো কোনভাবেই ব্যবহার করা যাবে না, সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি একটি পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না তার মধ্যে কতটা ঝুঁকি রয়েছে। তাই ২০২০ সালে বহুল ব্যবহৃত বেশ কিছু পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে, যেগুলো এখন সাইবার প্রতারকদের মূল টার্গেট। সেই সব পাসওয়ার্ড ব্যবহার করলে নিমেষে শেষ হয়ে যাবে আপনার সব। তাই পাসওয়ার্ড ব্যবহারে সবাইকে সাবধান থাকা উচিৎ।

জেনে নিন ২০ টি পাসওয়ার্ড সম্পর্কে। যেগুলো ভুলেও ব্যবহার করবেন না।

123456

password

12345678

12341234

1asdasdasdasd

Qwerty123

Password1

123456789

Qwerty1

:12345678secret

Abc123

111111

stratfor

lemonfish

sunshine

123123123

1234567890

Password123

123123

1234567

এবার আমার ব্যবহৃত প্রিয় পাসওয়ার্ডের তালিকা- প্রায় সময় বিগত দিনে ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর প্রতি চোখ বুলাই, ভালোলাগে। ভাল থাকুক, যত্নে থাকুক আমার প্রিয় পাসওয়ার্ডগুলো।

@ cute doll 22@

Dream queen 45

@@I am sorry@@

something 11

Dream moon 2122

Pallavi School 2020

Bela biscuit 19

@B4U love@@

Wonderful the last story

I AM UNIQUE1985


ছবি-unsplash.com থেকে নেওয়া।
তথ্য কৃতজ্ঞতা-dhakaprotidin.com

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

জুল ভার্ন বলেছেন: আমার সোস্যাল মিডিয়ায় ব্যবহার করা সকল পাসওয়ার্ড আমি নিজেই ভুলে গিয়েছি বহু বছর! আর হ্যাক করে কি নিবে-গত তিন চার বছর যাবত আমার ফেসবুক, ব্লগ, ইমেইল যারা ওয়াচ করে তাদের হাতেই আমার সোস্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ। =p~

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমি লিখে রেখেছি বলেই মনে আছে এবং মাঝে মাঝে ডাইরীতে দেখি।

তবুও ভাল একটি পাসওয়ার্ড এর বিকল্প নেই।

ধন্যবাদ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

কুশন বলেছেন:


হযরত আদম ও বাংলাদেশের আজকের জেনারেশনকে মাটি থেকেই তৈরি করা হয়েছে, সন্দেহ নেই!

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনেকের সন্দেহ আছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি পাসওয়ার্ড ভুলে যাই, বারবার ভুলে যাই।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিখে রাখবেন, নো টেনশন।

ধন্যবাদ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভালই প্রকাশ করেছেন কবি দা

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

ভুয়া মফিজ বলেছেন: আপনার আগের পাসওয়ার্ডগুলো দূর্বল। আশা করছি, এখনকারগুলো অনেক স্ট্রং করে বানিয়েছেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই ভাই। ধন্যবাদ।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৯

মোল্লা সাদরা বলেছেন: পূর্বতন পাসোয়ার্ডে বেলা বিস্কিটের নাম তো স্মৃতিকাতর করিয়া দিলো! :-/

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। স্মৃতি স্মরিয়া মন্তব্য করিয়া পাশে থাকিবার জন্য।

৭| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাসওয়ার্ডের বড় যন্ত্রণা। অফিসে কয়েকটা সফটওয়্যারের পাসওয়ার্ড প্রতি মাসে পাল্টাতে হয়

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েক দিন পর পর পাল্টানো যন্ত্রণাই বটে! আবার মনে রাখার ঝামেলাও।

ধন্যবাদ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বোঝা হলো এই পাস ওয়ার্ড। ভুলে গেলে তো প্রচন্ড ঝামেলা। কোন এক সময় পাস ওয়ার্ড মুক্ত জীবন ছিল ।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখন আর পাস ওয়ার্ড মু্ক্ত জীবন পাওয়া কঠিন ।

ধন্যবাদ কবি।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: আমার পাসওয়ার্ড এমনই পাসওয়ার্ড যে একটার সাথে আরেকটার কোনো মিল নেই।

একটা উত্তর হলে আরেকটা দক্ষিন। :)

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম। তুমি রাইট আপু। যাতে কেউ আন্দাজও করতে না পারে।

ধন্যবাদ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার এক বন্ধু আছে, সে পাসওয়ার্ড মনে রাখতে পারে না, লিখে দিলেও হারায় ফেলে। মোবাইল চেঞ্জ হলে বা কোন এপ্স এ প্রয়োজন হলে প্রতিবার নতুন করে জিমেইল খুলে তারপর তা দিয়ে প্রয়োজন সারে... B:-) B:-/ :-B

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত দেখছি মহা ঝামেলা। বার বার নতুন করে জিমেইল খুলতে হয়। কোথায়ও সেফ রাখাটাই বেটার।

ধন্যবাদ ঘটনা শেয়ারে।

১১| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩০

ইসিয়াক বলেছেন: পাসওয়ার্ড আমি লিখে রাখি। খাতায় এবং কম্পিউটারে। কিছুতেই মনে রাখতে পারি না। ভীষণ ভুলো মন আমার।
অঃটঃ সেদিন কম্পিউটারে একটা ফোল্ডারে দেখি দুটো গল্প। পড়ার শেষে দেখি আমারই লেখা গল্প। কবে লিখেছিলাম মনে নেই। তাহলে ভাবুন কেমন ভুলো মন আমার।
শুভ কামনা রইলো।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:


লিখে রাখাটাই ভাল।

ভুলো মন হলেও সুন্দর গল্প, কবিতা আমাদের উপহার দিয়ে চলেছেন কবি।

শুভকামনা ও ধন্যবাদ।

১২| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৬

জটিল ভাই বলেছেন:
এরমাঝে সামুর পাসওয়ার্ড কোনটা? =p~

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নাইরে ভাই নাই এর মধ্যে সামুর কোন পাসওয়ার্ড নাই।

ধন্যবাদ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৭

তানজীল ইসলাম বলেছেন: যারা পাসওয়ার্ড ভুলে যান, তারা 1password অথবা bitwarden ট্রাই করতে পারেন। আমার প্রায় ৪০০+ পাসওয়ার্ড সেভ করা আছে।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর উপায় বলেছেন ভাই।

ধন্যবাদ।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি তো পাসওয়ার্ড মনেই রাখতে পারিনা।আমার বেশির ভাগ পাসওয়ার্ড সব একই।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে রাখতে পারেননা বলেই একই রকম পাসওয়ার্ড ব্যবহার করেন আপনি।

ভালো থাকুন সোহেল ভাই।

ধন্যবাদ।

১৫| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ভালো পোষ্ট ।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

১৬| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: যারা হ্যাক করতে জানে না। অতি কঠিন পাসওয়াড দিয়েও তাদের আটকানো যায় না।

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যাকারদের কথা আলাদা। ওদের কাজই হ্যাক করা । কিন্তু আমাদের উচিৎ স্টং পাসওয়ার্ড ব্যবহার করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.