নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

০১টি ভাপাপিঠাময় ছবিব্লগ

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাশতা হলেও বিংশ শতকের শেষভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকী রেস্তোরাঁতে আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত। এর ধরণের মধ্যে রয়েছে মিষ্টি ভাপা ও ঝাল ভাপা।

ভাপা পিঠা নিয়ে উপরের অংশটুকু উইকিপিডিয়ার তথ্য।


মিষ্টি ভাপা চিরাচারিত আমাদের গ্রামীন ও অধুনা শহরের শীতের প্রধান পিঠা



ঝাল ভাবাও ইদানিং বেশ জনপ্রিয় অনেকের কাছে।



ভাপায় আধুনিক সংযোজন হচ্ছে চিকেন ভাপা। সবকিছুতে চিকেন ! চিকেনের জয় হোক।




ঝাল ও মিষ্টি ভাপা পাশাপাশি। যার যেটা মন চায় সেটাই খাবে




ঝাল ভাপা ও চিকেন ভাপা পাশাপাশি

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চিকেন ভাপা সত্যই খুব মজার-----------

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাপা মানে ভাপা, সেই আদি গুড় আর নারকেলের ভাপা।
অন্যগুলি খাইনি, খাওয়অর ইচ্ছেও নেই।

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৮

সাজিদ উল হক আবির বলেছেন: পুরু করে গুড়ের প্রলেপ দেয়া ধোঁয়া ওঠা ভাপা পিঠার সঙ্গে তুলনা হয় খুব কম পিঠার। ঢাকা শহরে ধানমণ্ডি শংকর / লালমাটিয়ায় , ছায়ানটের পাশে যে বিক্রমপুর সুইটস আছে, ওদের ভাপা পিঠা বেশ ভালো। শুভকামনা মাইদুল ভাই!

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শীতের সকাল কিংবা বিকালে গরম গরম ভাপা পিঠার স্বাদই আলাদা।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্য মরুভূমির জলদস্যু করে দিয়েছেন।
ভাপা মানে ভাপা, সেই আদি গুড় আর নারকেলের ভাপা।
অন্যগুলি খাইনি, খাওয়অর ইচ্ছেও নেই।

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝাল ভাপা পিঠা ভাল্লাগে আমার

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটা ঝাল, একটা মিষ্টি এভাবে খাওয়া হয় প্রায়। ধন্যবাদ ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২০

জটিল ভাই বলেছেন:
এসব শুকনো কথায় কাজ হবিনানে! পিঠেপুলির দাওয়াত চাই =p~

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা..........।

ধন্যবাদ। দাওয়াত রহিল।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি এই জাতীয় পিঠার সাথে পরিচিত হই ঢাকায় এসে। এখানে এই প্রকারের পিঠাকে ঝাল, ঠক এবং বিভিন্ন রকমের আচার দিয়ে খাওয়ার ব্যাবস্থা ছিল। অফিস থেকে যাওয়ার কালে ভাবিকে নিজের প্রতি দুর্বল করার জন্য এসব নিয়ে যেতাম। দুর্ভাগ্য বসত ভাবী দুর্বল হওয়ার পরিবর্তে আমিই দুর্রবল হয়ে পরলুম, তাও ভাবীর প্রতি নয়, বরং এই পিঠাদের প্রতি। আমার লাইফে দুর্লভ এই ব্যাপারটি ঘটে যাওয়ায় পরবর্তীতে সিলেট আসার পর আমি খুব অবাক হয়েছি যখন দেখেছি সিলেট শহরের অলিগলিতে এসবের অনেক পুরাতন লিরিক ঐতিহ্য লেপ্টে আছে। বিশেষত সিলেটের গ্রামগঞ্জে তো অবশ্যই। গ্রামগঞ্জের মেলা, ওরস ও মাহফিলগুলোতে এসবের এখনো সমাহার রয়েছে খুব।

শুভকামনা থাকলো আপনার জন্য।

২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাজুল ভাই ধন্যবাদ আপনাকে।
শেষ পর্যন্ত ভাপাপিঠার প্রেমে পড়ে ভাবিকে দূরে সরিয়ে দিয়েছেন।

বাংলাদেশের সব এলাকাতেই মনে হয় ভাপাপিঠার প্রচলন আছে।

ভালো থাকবেন । শুভকামনা।

৯| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

ইসিয়াক বলেছেন: খেজুরের নলেনগুড়,মিহি করে নারকেল কোরা পুর দেয়া গরম গরম ভাঁপা পিঠা সত্যি মজার। আমি অবশ্য একটার বেশি খেতে পারি না।
আমার সবচেয়ে ভালো লাগে চিনি নারকেল পুর দেয়া ডুবো তেলে ভাজা চন্দ্রকুলি আর ছিটা রুটি, মুরগির মাংস।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চন্দ্রপুলি বা চন্দ্রকুলি পিঠা আমারও ভাল লাগে, চিথই পিঠা দিয়া মাংসও দারুন লাগে।

ধন্যবাদ কবি ।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ইশ দেখতেই কী মজা !!!
বেশি নারিকেল আর গুড়ে অমৃত।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম নারকেল আর গুড়েরটাই বেশি মজা।

ধন্যবাদ আপু।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০২

কালাচাঁদ আজিজ বলেছেন:


শীতে গ্রামে প্রতিটা পরিবারে পিঠা তৈরি হয়, নানান ধরনের পিঠা। আপনার পিঠার ছবি দেখে আজই গ্রামে রওনা দিতে ইচ্ছে করছে।

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার ব্লগে স্বাগতম।

গ্রাম হচ্ছে পিঠা তৈরীর আসল জায়গা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আরে! মাইদুল ভাই আপনি করেছেন কি? এইকটা পিঠা দিয়েছেন তো ইসিয়াক ভাই একাই সবকটা সাবার করে দিবে। যশোরের লোকদের ধামা ধামা পিঠা লাগে। আমি এতো পরে এসে যে কিছুই পেলাম না... :)

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইসিয়াক ভাইতো একটির বেশি ভাপা খায়না তাই বাকিগুলো আপনার জন্যই রইল।

ধন্যবাদ দাদা।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে শীত আসলে ভাপা পিঠা খাওয়া একটা কালচার

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন।

ধন্যবাদ।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশে ঐতিহ্যবাহী পিঠাগুলির মধ্যে
ভাপা পিঠা অন্যতম , শীতকাল ছাড়াও
এই পিঠা সারা বছরই খাওয়া যায় ।
ভাপা পিঠা দেশজুরে ব্যাসায়িক
সাফল্যও পেয়েছে ।
অমার মনে পড়ে ঢাকায় আমার বাসার কাছে
রাস্তার কিনারে বসে একজন মহিলা মাটির
চুলায় কাঠের আগুনের তাপে ভাপা পিঠা
তৈরী করে বিক্রি করতেন । আমি মাঝে
মধ্যে গুটা কয়েক কিনে নিয়ে এসে
পরিবারের আন্যদেরকে নিয়ে
মঝা করে খেতাম ।
মঝাদার এই পিঠা নিয়ে পোষ্ট
দেয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শীত মানেই এখন শহরের আনাচে কানাচে এই পিঠা দারুন চলে। গ্রামেতো কথাই নেই হরদম বানানো হায়।

ধন্যবাদ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: যদিও আমি পিঠা ভক্ত নই, তবুও পিঠার ছবি দেখে লোভ লাগছে!

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে পিঠা খাওয়া ভালো।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.