নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

জুলিয়েট রোজ -পৃথিবীর ২য় সর্বোচ্চ দামী ফুল

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৩








পৃথিবীতে সৃষ্টিকর্তার অপরূপ সব সৃষ্টির মধ্যে ফুল একটি। যার সৌন্দর্য সবাইকে মোহিত করে। ফুলের স্নিগ্ধতা অনায়াসেই সবার মনে প্রশান্তি এনে দেয়। শুধু তাই নয়, মনের মানুষকে ভালোবাসার কথা বলতেও সাহায্য করে ফুল।


পৃথিবীতে অনেক রকম ফুল রয়েছে। যার অনেকগুলোর নাম জানা আছে, আবার অনেকগুলো রয়েছে নাম না জানা। কিছু কিছু ফুলের মূল্য সাধারণ মানুষের সাধ্যের ভেতরে, আবার এমন কিছু ফুল রয়েছে যা সাধারণ মানুষ চাইলেও কিনতে পারেন না।

পৃথিবীতে সবচেয়ে অমূল্য ফুলের নাম কাদুপুল। যার মূল্য নির্ধারণযোগ্য নয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলাপ। না, এটি কোনো সাধারণ গোলাপ নয়। এর নাম হচ্ছে জুলিয়েট রোজ। যার প্রতিটি ফুলের সর্বোচ্চমূল্য প্রায় ১৫.৮ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৬ কোটি।


এটি একটি অন্য ধরনের গোলাপ। আকারে বেশ বড় আর ছড়ানো। ব্রিটিশ গোলাপ চাষি ডেভিড অস্টিনের এই ফুল ২০০৬ সালে ব্রিটেনের 'চেলসি ফ্লাওয়ার শো'-তে প্রথম অবমুক্ত হয়। এটি 'সৃষ্টি' করতে তার নাকি ১৫ বছর সময় লেগেছিল। ২০০৬ সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ।

এই ফুলের চাষ করা খুব কঠিন। সাধারণভাবে এটি চাষ করা সম্ভব নয়। দুষ্প্রাপ্য বলেই এই ফুলের মূল্য এতো বেশি।


ছবি ও তথ্যসূত্র -ডেইলি বাংলাদেশ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: দুনিয়ায় সাড়ে তিনশো প্রজাতির গোলাপ আছে। আমার জানামতে সব চাইতে দামী গোলাপ কালো গোলাপ এবং নীল গোলাপ।

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু সম্প্রতি এই জুলিয়েট রোজই সবচেয়ে দামী গোলাপ।

ধন্যবাদ।

২| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১০

স্বাধী০০০৭ বলেছেন: আপনি যদি তামিল অ্যাকশন দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটি এই মিস করবে না
যদি ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/watch?v=teFncORcTsY&t=53s

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এভাবে ব্লগে লিংক দিয়ে বেড়াবেননা।

ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, ফুল নিজে সুন্দর সাথে সৌন্দর্যের প্রতিকও বটে এবং যে কয়টা স্রষ্টার সৃষ্টির মাঝে মানুষ মানষিক প্রশান্তি খুজে পায় তার মাঝে ফুল একটা।

আর এই ফুল প্রজাতির মাঝে সবচেয়ে বনেদি :P হলো গোলাপ যাকে ফুলের রাণীও বলা হয়ে থাকে। তবে ভাই একটা কথা জানবার মুনচায় গোলাপ যদি রাণী হয় তবে রাজা ফুল কোনটি?

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন।

ধন্যবাদ ভাই।

গোলাপ ফুলের রাণী আর গন্ধরাজ ফুলের রাজা।

৪| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৯

সোনাগাজী বলেছেন:



নারীকে হাড্ডি মাড্ডি থেকে না'বানায়ে ফুল থেকে বানালে ভালো হতো; আফ্রিকার মেয়েদের কালো গোলাপ থেকে, ইউরোপের মেয়েদের সাদা গোলাপ থেকে। আজকে নারী দিবস, হাড্ডি মাড্ডির ব্যাপারটা কেমন মানায় না।

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারী দিবস বলেই কি একথা বলছেন?

এরকম শত শত নারী দিবস একত্রে করেও নারীরা কি থেকে তা থেকে বিশ্বাসীদের দূরে সরাতে পারবেননা।

শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তারা পুরুষের হার থেকে সৃষ্টি।

ধন্যবাদ।

৫| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ফুল নিয়ে বিলাসিতা করার সময় এখন নয়। বিশেষ করে আমাদের মতো দরিদ্র দেশে।

০৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিলাশিতা নয় জাস্ট তথ্য শেয়ার। ধন্যবাদ।

৬| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: এত দাম একটি গোলাপের!!!!!

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা দাদা। সত্যি বিষ্ময়কার। ধন্যবাদ।

৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এত দামী ফুলের ছবি পোষ্ট করতেও টাকা টাকা নেয়া উচিত , আপনার তো ভাই ফাইন হয়ে গেছে ! B-)

০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওহ ভুল হয়ে গেছে টাকার কথাটা মনে ছিলনা। হা হা হা......................।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.