নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বৈকালিক নাস্তা-ছবি ব্লগ

১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৯



বিকেল বা সন্ধ্যায় নাস্তা খাওয়া এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। বাহিরের নাস্তা থেকে ঘরে বানানো নাস্তাই স্বাস্থ্যের জন্য বেশ ভালো। খাবারটাও উপভোগ করা যায় নিজের মত করে। বেশি তেল ঝাল খেয়ে যাদের গ্যাস্টিক সমস্যা প্রকট তারা নিয়মিত কাচা আদা খেতে পারেন।


ভাতের সাথে দুপুর বা রাতে প্রতিদিন ১/২ টুকরো আদা খাওয়ার অভ্যাস করলে আপনি গ্যাস্টিক মুক্ত থাকবেন। আমি আদা খেয়ে এর সুফল পাচ্ছি গ্যাস্টিকের ঐষধ খেতে হয়না।

যাক কিছু খাবারের ছবি শেয়ার করি-


























সবগুলো খাবার বাসায় বানানো, ছবি ক্রেডিট নিজের।

মন্তব্য ৩৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৯

রানার ব্লগ বলেছেন: বাহ!!! নাস্তা গুলা বেশ লোভনীয় !!!!

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই টেস্টি ও লোভনীয়। ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: এই খাবারগুলো আর খেতে পারি না গ্যাস পেটের সমস্যা হু কবি দা

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওই যে বললাম- আদা খাবেন কাচা আদা তাহলে আর গ্যাস হবেনা।

ধন্যবাদ।

৩| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৫

ছদকার ছাগল বলেছেন: ভাই এত এত খাবার !! খেয়ে শেষ না করতে পারলে আমাকে দাওয়াত দিয়েন।

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওকে । ধন্যবাদ।

৪| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৪

ইসিয়াক বলেছেন:


ওয়াও!
ভাইয়া এগুলো কি আপনার নিজের তৈরি?
দাওয়াত দিয়েন একদিন। টেস্ট কেমন দেখতাম ;)
ছবিগুলো ঝাক্কাস!!

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখানে মাত্র ২ আইটেম আমার করা।

ধন্যবাদ।

৫| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: বাসার লোকজনকে এত কষ্ট কেন দেন?
দোকান থেকে কিনে আনলেই তো হয়। খরচও কম হয়।

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কষ্ট কোথায় ?

সব নাস্তাতো আর কিনে খাওয়া যায়না।

ধন্যবাদ।

৬| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের পাশে রয়েল হাট নামক একটা কাবাব এর দোখান আছে। চট্টগ্রাম বেড়াতে আসলে ওখানে বিকালে অবশ্যই শিক কাবাব খাবেন।কাবাব তো নয় যেন অমৃত।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রয়েল হাটে খেয়েছি। বিকেলে প্রচুর ভির হয়। খালি টেবিলের জন্য রীতিমত অনেকক্ষণ ওয়েট করতে হয়।

ওদের খাবার দাবার বেশ মজা। ধন্যবাদ।

৭| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি জিরাগুলো খেয়ে কিছুটা ভালো থাকি

আদাও খেয়ে দেখবো।

নাস্তার আয়োজন ভালো লাগলো

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই আদা খাবেন। ইনশাআল্লাহ উপকার পাবেন।

ধন্যবাদ।

৮| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

নজসু বলেছেন: Click This Link


মাইদুল ভাই, পাটিসাপটা পিঠাটা বিকাশ করে পাঠিয়ে দেন। :D

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিকাশ করতে পারলে ভালই হতো।

১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিংকে ক্লিক করেছি দেখেন গিয়েছে কিনা। হা হা হা.....

৯| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা ভাই, শুধু ছবি দিলে হবে এত সবার মঝার খাবার-দাবারের।

মাঝে মাঝে খাওয়াইতেও হবে।

না হলে বিচার দিমু কইলাম ---------------

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দাওয়াত রহিল। চলিয়া আইসেন।

ধন্যবাদ।

১০| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫

কালো যাদুকর বলেছেন: বিকেলের নাস্তা ব্লগে এসে - এখন নাস্তা খেতে ইচ্ছে করছে ৷ ছবিগুলো সুন্দর হয়েছে। তরমুজের শরবত দেখতে বেশ আকর্ষনিয় ৷

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তরমুজের শরবত/জুসটা খেতেও দারুন মজা।

তা যেকোন ১/২/৩ টা খেয়ে নিন । ধন্যবাদ।

১১| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: বাহ বাহ এত সুন্দর সব খানাপিনা!!!

শিল্পী মনের মানুষেরা সবখানেই শিল্প খোঁজে.....

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ শায়মাপু।


শিল্পী মনের মানুষেরা সবখানেই শিল্প খোঁজে.....সেটার প্রমাণতো তুমি। তুমি যখন খানাপিনার রাজকীয় পোস্ট দাও, তখন মনে হয় তোমার শিল্পী মনটাই এত সুন্দর করে সব সাজায়।

১২| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

১৩| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: খাবার দেখে আগামী কয়েকদিনের নাশতার রেসিপিতে কিছু নতুনত্য আনা যাবে বৈকি !
আজ আমার ভাগ্যে জুটেছিল -

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ ভাল। শুকিরয়া আদায় করা উচিৎ আমাদের তবেই নেয়ামত বাড়িয়ে দেওয়া হেব।

ধন্যবাদ ভাই।

১৪| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কষ্ট কোথায় ?

সব নাস্তাতো আর কিনে খাওয়া যায়না।

ধন্যবাদ।


আমি বাসায় সব সময় বলি, তোমাদে কষ্ট করার কোনো দরকার নেই। দোকান থেকে কিনে নাও। এমনকি আজকাল দোকানে যেতেও হয় না। অর্ডার করলে বাসায় এসে দিয়ে যায়। আমার কথা কেউ শুনে না। আজকাল জন্মদিনের কেকটা পর্যন্ত ঘরে বানাচ্ছে।

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাসায় বানানোটাই স্বাস্থ্যসম্মত।

ধন্যবাদ।

১৫| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১:৪১

কলাবাগান১ বলেছেন: সেদিন একটা চমৎকার লিখা পড়েছিলাম: বাংগালী মুসলিম রা কেন খাওয়া-দাওয়া নিয়ে এত হাভাতি (হাভাতে থেকে লোন করা শব্দ) ব্যস্ত কিন্তু জ্ঞান/বিজ্ঞান এসব এর আলোচনাতে বিন্দুমাত্র আগ্রহ নাই

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেটা নিয়ে একটা পোস্ট যারা জানেনা তারা জানুক ব্যাপারটা । ধন্যবাদ।

১৬| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

খুশিতে বলেছেন: উহা আপনি নিজে প্রসতুত করেছেন?

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
২টি আমার নিজের করা। তরমুজের জুস ও গাজরের লাড্ডু।

১৭| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫০

খুশিতে বলেছেন: কলাবাগান১-

সম্ভবত একই কারনে যে কারনে বাঙ্গালিরা আমেরিকানদের মতও হাতে দশ আঙগুল থাকা সত্বেও আঞগুলিবাজিতে আমারেকানদের চাইতে অনেক এগিয়ে।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আঞগুলিবাজিতে বলতে কি বুঝিয়েছেন বুঝা যাচ্ছেনা।

১৮| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! মজার খাবার :)

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২১

খুশিতে বলেছেন: দেশের ছেলেরা রান্না-বান_না খাবার তৈরির কাজ কিছুটা জানে ডেখলে ভালো লাগে। ভালোবাসা জানবেন।

আমার পরালেখা কম। বানান ভুল অনেক। আঙগুলবাজি বলতে ফিংগারিং বুজিয়েছি। আঙগুল দেয়াও বলে। উহা কলাবাগান১ স্যরকে লিখেছি, আপনি উদ্যেশ্য ছিলেন না।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাঙালী ছেলেরা অনেকেই ভাল রান্না করতে জানে আরও অনেক কিছুই পারে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.