নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আজ কাল ভিডিও মানুষকে বেশি আকর্ষণ করছে।

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৭



ইউটিউব এখন পুরোনো হয়ে গেছে। নিত্য নতুন ভিডিও দেখতে ফেবু আর টিকটক, লাইকিতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কি ছোট, কি বড় মোবাইল রাতে থাকলেই হুট হাট ঢুকে যাচ্ছে ভিডিও সাইটে। বাচ্চরা দেখছে কার্টুন আর ডিয়ানা-রোমা, নাস্তিয়ার মজার কান্ডকারখানা। আর বড়রাতো ব্যস্ত মুভি, নাটক, সিরিয়াল, কমিডি সো, গান, নাচ এর শো তারপর আরও আরও কত কি!!!

অফিসে অনেকেই দেখি কাজের ফাকে হয়-রান্নার রেসিপি, নয়তো খাওয়ার সব অদ্ভুত আইটেম ও স্টাইল দেখছে। কেউ আবার মৃত্যুতে থেকে ফিরা, দুর্ঘটনা থেকে বেচে ফেরা মানুষের ভিডিও দেখছে, কৌতক, বিনোদন, ভাড়ামিতো আছেই।

ফেবুতে পোস্ট দেওয়ার পর এখন আর লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়না, ঘুরে ভিরে অল্প কয়েকটা পোস্ট সারাদিন ভেসে বেড়ায়। তো এত এত ফ্রেন্ড অনলাইনে করছে কি ? আর ব্লগেতো আরও কম মানুষ লগইন করছে। সরাদিনে ২০০/৩০০ বার পঠিত আর হাতে গোনা ১০/১৫টি মন্তব্য।


সবাই ভিডিও গিলতে ব্যস্ত। টিকটক নিজে না করতে পারলেও দেখে মজা নিচ্ছে। আর লাইকি নামের ভাড়ামিতো আছেই। লাইকিতে প্রতিনয়ত আইডি খুলছে মানুষ। সস্তায় স্টার হওয়া ও টাকা কামানোই মূল উদ্দেশ্য। নিদেন পক্ষে নিজেকে দেখানোর প্রবণতা তো আছেই। বিনোদনের নামে এসব ভিডিও সাইটে চলছে যাচ্ছে তাই কান্ডকারকাখা। অবশ্য দু’একটা যে ভাল, সুস্থ্য, সুন্দর বিনোদন নেই তা নয়।

আমি টিকটক কিংবা লাইকিতে তেমন কোন আগ্রহ পাইনা। কালে ভদ্রে এই এ্যাপগুলোতে ঢুকি, দেখি পরিবর্তন কি এলো। চোখের সামনে জীবন্ত সবকিছু উপস্থিতি তাইতো এখন ভিডিও মানুষকে বেশি আকর্ষণ করছে।


ছবি-https://www.shutterstock.com থেকে নেওয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৯

জুল ভার্ন বলেছেন: আমি কখনোই টিকটক দেখিনা।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না দেখাই ভাল। ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আমি প্রতিদিন পনের মিনিট টিকটক দেখি। এই প্রজন্ম কে বুঝার জন্য টিকটক দেখা জরুরী।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিদিন দেখাটা জরুরী নয়। মাঝে মাঝে দেখলেই বুঝতে পারবেন , কি করছে, কি হচ্ছে।


ধন্যবাদ।

৩| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৯

রিফাত হোসেন বলেছেন: মন্তব্য করা না হলেও পোস্ট পড়ি। পড়ে যাব। আর ব্লগের মোবাইল app কজের নয়। ব্লগ নিজেকে বিকশিত করতে পারছে না। ভিডিও apps,fb তে নতুন নতুন features add হচ্ছে। না হলে তারা গ্রাহক আটকে থাকত না। আমি নিজেও ফেবু তেমন চালাই না। আগে সামুর ফোরাম ছিল। কিন্তু এটি বন্ধ করে ফেলেছে। ফোরাম থাকলে ফেবুর দিকে ভুলেও যেতাম না। ঐটাকে সামু upgrade করে ফেবুর কাছাকাছি কিছু গ্রুপ জাতীয় করা যেত, যেখানে দলবদ্ধ আলোচনার সুযোগ থাকে নির্দিষ্ট বিষয়ে। সেটা না থাকায় আমাকে বিশেষ প্রয়োজনে ফেবু বা অন্য app বা Forum এর দ্বারস্থ হতে হচ্ছে।
শুভ ব্লগিং

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ প্রথমেই সুন্দর মন্তব্যের জন্য।

আসলে সময়ের দাবী পূরণ না করলে টিকে থাকা মশকিল।

সামুর একটি কার্যকরী এ্যাপ থাকা দরকার।

ব্লগের প্রতি আপনার ভালবাসার জন্য শুভকামনা।

৪| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেসবুকের ভিডিও আমার সময় নষ্ট করে ফেলে বেশী :(

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেসবুকটাইতো সময় নষ্টের হাতিয়ার।

ধন্যবাদ।

৫| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তেমন দেখিনা ভিডিও।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ।

৬| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৭

সোবুজ বলেছেন: আমার হাতে প্রচুর সময়।কিন্তু নষ্ট করার মতো কিছুই পাই না।মলে আর কতক্ষন ঘোরা যায়।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মলে আর কতক্ষণ ঘুরা যায় তার চেয়ে অন্যকিছু করুন।

ধন্যবাদ।

৭| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১১:২৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মোবাইলে ভিডিও দেখতে দেখতে মানুষের চোখ ছোট ছোট হয়ে যাবে , একসময় দুরের জিনিস দেখতেই পারবেনা । শুনেছি টিক্তক লাইকি নিচুমানের চরিত্রের বস্তিবাসীদের সরাইখানা তাই ঐদিকে যাইনা ,আপনিও যাইয়েন না ।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যে পরিমাণ মানুষ মোবাইলের দিকে তাকিয়ে থাকে চোখের সমস্যাতো হবেই।

টিকটক, লাইকি শুধু বস্তিবাসী না, বড়লোক, ছোটলোক কে নেই ? মাঝে মাঝে ঢু মেরে খবর নিতে হবে জেনারেশন কি করছে।

ধন্যবাদ।

৮| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:০৭

গরল বলেছেন: ব্যাপারটা হল কার আগ্রহ কোন দিকে, ইন্টারনেটের কারণে সব কিছু এখন হাতের মুঠোয়। আমি তো ইউটিউব ভিডিও দেখে ক্লাউড কম্পিউটিং শিখে আমার প্রফেশনই পরিবর্তন করে ফেলেছি গত দুই বছরের মধ্যে, আর ইউটিউব নাকি অনেকের কাছে পুরাতন হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা পোষ্ট দেখলাম ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এসবের কুফল নিয়ে। কিন্তু এসব যে মানুষকে আরও অনেক অনেক সুযোগ করে দিচ্ছে সেটা নিয়ে কেউ মাথা খাটাচ্ছে না। টিকটক বা লাইকি খনও দেখি নাই তাই মন্তব্য করতে পারছি না তবে নিশ্চয় সেখানেও ভালো কিছু আছে, আপনার আগ্রহ থাকলে খুঁজে পাবেন।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য।

ইউটিউব ভিডিও দেখে-রান্না শেখা, আর্ট শেখা, কোর্স করাসহ অনেক রকমের উপকার পাওয়া যায়। কিন্তু শুধু মাত্র যারা বিনোদন খুজে বেড়ায় আর সরাক্ষন ভিডিও দেখে তাদের জন্য ক্ষতি বৈই উপকার নেই।

ভাললাগলো আপনি ইউটিউব ভিডিও দেখে ক্লাউড কম্পিউটিং শিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.