নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কোয়েল পালনের বিড়ম্বনা

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১২



বছর দুয়েক আগের ঘটনা। শখের বশে ০৩টি কোয়েল পাখি কিনে পোষা শুরু করলাম। আমার মেয়ে মহা খুশি। সে পানি দেয়, খাবার দেয়। কোয়েলে মধ্যে ০১টি পুরুষ, ০২টি মহিলা। বিক্রেতার ভাষ্যমতে ০১ মাস গেলেই ডিম পাড়বে। এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায় শুধু খাবারই সাবাড় করে কিন্তু ডিমের কোন খবর নেই।


আমি খুবই বিরক্ত হয়ে গেলাম এদের পরিষ্কার করানো, গোসল করানো, খাচা চেঞ্জ............

আমার মেয়েও বলতে শুরু করল- শুধু খায়, হাগু করে, ডিম দেয়না। আমি বললাম দেখি আর কটা দিন..............

শেষ পর্যন্ত যবহ্ করে জানতে পারলাম এরা ০৩ টি পুরুষ কোয়েল তাই হইজীবনে ডিম দেওয়ার ক্ষমতা এদের নেই। মাংস ভক্ষন করে এদের ডিম না দেয়ার শাস্তি দিলাম।

মেয়ে অবশ্য যবহ করাতে মন খারাপ। সে আর কোয়েকে দেখতে পারবেনা, খাবার দিতে পারবেনা, পানি দিতে পারবেনা। সময়ের সাথে সবই শেষ হয়ে যায়। আমার বিড়ম্বনারও শেষ হলো।

কেবল ভাবি পত্রিকায় দেওয়া শিরোনামগুলো-

অমুকের কোয়েল পালনে স্বপ্নপূরণ, তমুকের কোয়েল খমার করে স্বাবলম্বী হওয়ার খবর................।



ছবি-pt-br.facebook.com

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: পালা প্রানীর মাংস আমি খেতে পারি না !!!

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের হয়তো খারাপ লাগে, তবে আমার সে সমস্যা নেই। ধন্যবাদ।

২| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৮

জুল ভার্ন বলেছেন: আমাদের নাতনীকে কবুতর, কোয়েল, মুরগী কিনে দিয়েছিলাম। সবগুলোতেই ডিম দিয়েছে। কবুতর একাধিক বাচ্চা দিয়েছে।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ ভাল করেছেন। বাচ্ছারা এগুলো পেলে খুশী হয় এবং আনন্দে থাকে।

ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব পশু পাখি বিলাই পালা আসলেই ঝামেলা
কষ্ট করতে হয় নিয়মমাফিক

বিয়ে আর চাকুরীর আগে গ্রাম জীবনে কী না পেলেছি
কখনো বক, কখনো শালিক, একবার দোয়েল পালছিলাম, হাঁস মুরগি তো আছে। একবার খরগোশও পালছি। দুষ্ট খরগোশ ছেড়ে দিলেই মানুষের সবজির ক্ষেতের বারোটা বাজায়। ঘরে থাকলে সবার স্যান্ডেল খেয়ে ফেলে। এদেরকে কোনো সন্ধায় শিয়াল খেয়ে ফেলছিল। আর পাখি টেকেনি কখনো, মরে যেত শুধু।

আরেকবার কুকুর পেলেছিলাম নাম দিয়েছিলাম ভুলু। ইশ তার সাথে বল খেলতে কী যে মজা লাগতো। দূরে ফেললে এনে দিত। আরও আরও কাহিনী আছে আরেকদিন কমুনে

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। গ্রামে থাকাকালে হাঁস মুরগি পালা হলেও কুকুর ও বিড়াল ছানা কখনো পালা হয়নি। মাঝে মাঝে খরগোশ পালতে ইচ্ছা হয় কিন্তু পালা হয় না।

আর শহরের বাসাবাড়িতে এসব পালা তো মহা মুস্কিল।

৪| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন: বেশ কয়েকদিন আগে কোয়েল পাখি পুষেছিলাম। ডিম পাড়ে নি একটাও তার উপর মহা ঝামেলা তাদের লালন পালনে। খাবার দাও।পানি দাও।ময়লা পরিষ্কার করে। বিরক্ত হয়ে জবাই করে খেয়ে ফেলেছিলাম। এখন বাসায় একটা কচ্ছপ আর একটা খরগোশ আছে।কচ্ছপটা বেশিভাগ সময় পানিতেই থাকে আর খরগোশ সারা ফ্ল্যাটে ঘুরে বেড়ায়।যদিও আমার পছন্দ না ব্যপারটা তবু বাচ্চারা আনন্দ পায় বলে তেমন কিছু বলি না। তবে ইদানিং খরগোশটা বেশ মজার মজার কান্ড ঘটাচ্ছে যা বেশ ভালো ই লাগে। এরপর আরও আছে মাছ.... না থাক আরেকদিন বলবো মাছের গল্প।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই কোয়েল পালনে ঝামেলা বেশি খাবার আর পানি নষ্ট করে গন্ধ করে রাখে। আপনার খরগোশ আর কচ্ছপের অভিজ্ঞতা শেয়ার করবেন আশা রাখছি। আপনার খরগোশ বিভিন্ন মজার কান্ড কারখানা করছে সেটা জানতে খুব ইচ্ছে করছে। ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা অবসরে আছেন তাদের জন্য এই কর্ম।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন অবসর জীবনের পশুপাখি পালা সময় কাটানোর বেশ ভালো টেকনিক। ধন্যবাদ।

৬| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:৩১

এইচ তালুকদার বলেছেন: আমিও কোয়েল কিনে এভাবে প্রতারিত হয়েছি। অনেক সময় নার্সারী থেকে কিনে আনা গাছের ক্ষেত্রেও এমন হয়

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমবেদনা জানবেন । আসলে আমরা কোনটা পুরুষ কোনটা নারি কোয়েল চিনতে পারিনা দেখেই প্রতারিত হতে হয়। ধন্যবাদ।

৭| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আবার কিনুন দেখে শোনে।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর ইচ্ছে নেই ভাই। ধন্যবাদ।

৮| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ' একবার না পারিলে দেখো শতবার ' পরে আর চেষ্টা করেছিলেন নাকি সেবারেও কেটে কুটে খেয়ে ফেলেছিলেন ?
৮/১০ বছর আগে এই পাখি এক মহা বিপ্লব ঘটিয়েছিল।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার ছোট ভাই ও এভাবে প্রতারিত হয়েছে তাই আর কোয়েল পালনের কোন ইচ্ছা নেই। ধন্যবাদ

যারা কোয়েলের খামার করেছে তারা লাভবান।

৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: বাসা বাড়িতে এসব পশু পাখি পালা বিরাট ঝামেলা।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত ।ধন্যবাদ।

১০| ১৭ ই মার্চ, ২০২২ রাত ২:১২

নেওয়াজ আলি বলেছেন: আমার বাড়ির পাশে বারইয়ার হাট । সেখানে একজন কোয়েলের খামার করেছে বললো ভালোই চলছে

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোয়েলের খামার করলে লাভবান হওয়া যায় । ধন্যবাদ।

১১| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৯

এপোলো বলেছেন: সরকার ভাই, সমবেদনা রইল। পরাজয়ে ডরে না বীর। আরেকবার ট্রায়াল দেন, ডিম হোক না হোক, সময়টা তো ভাল (ব্যস্ত) কাটে।
ব্লগার ইসিয়াক, আপনি কচ্চপ পালেন শুনে ভাল লাগল। তিনবছর আগে আমি একটা কচ্চপ পোষা শুরু করছিলাম। বছর দুয়েক রেখেছিলাম। কি একটা অভিজ্ঞতা!
তেমন বেশি কাউকে কচ্চপ পালতে দেখিনা। আপনার কচ্চপকে নিয়ে একদিন বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করুন।

১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শখ করে কাউকে কচ্ছপ পালন করতে দেখিনি। অবশ্য শহরের বাসাবাড়ির একুরিয়ামে মাছের সাথে দু-একটা কচ্ছপ দেখা যায়। আমার ছোট ভাই ও কোয়েল কিনে প্রতারিত হয়েছে তাই কোয়েল পালনের আর কোনো ইচ্ছে নেই। আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। ধন্যবাদ।

১২| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩

পুলক ঢালী বলেছেন: আহারে কোয়েল বিড়ম্বনা !!!??? :) :D
আপনার উচিৎ ছিল ১ মাস পর অন্য কোয়েল বিক্রেতার কাছ থেকে পুরুষ এবং নারী কোয়েল চিনে নেওয়া ;)
আহারে মামনিটা কিইইইই মনোকষ্ট পেল!!

আবার শুরু করুন!! :D :)

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কোয়েল পালন আর নয়। হয়তো অন্য পাখি পালতে পারি। আমার মেয়ে পশুপাখির ছবির বইয়ের কোয়েলের ছবি দেখলে এখনো বলে শুধু হাগু করে ডিম দেয় না। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

১৩| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান ,
এট সহজে হতাশ হলে চলবে ? আর বিক্রেতারই কি দোষ ?
এখন মানুষকেই বুঝা যায়না - কোন জন পুরুষ আর কোন জন :P মহিলা , আর সেখানে বাচচা কোয়েল দেখে সঠিক কিভাবে বলবে বলেন?

তবে , যদি আপনি আরো বেশী - কমসে কম ১০ টা কিনতেন তাহলে হয়ত ২/৪ টা ডিম ঠিকই দিত।

আর তাই , আরেকবার ট্রাই করেন -
কপাল যদি না হয় ফাঁকা
কোয়েল পালনে খুলতে পারে আপনারও ভাগ্যের ;) চাঁকা।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই কোয়েল পালন করে ভাগ্যের চাকা ঘুরাতে চাইনা। ঠিক বলেছেন মানুষ চেনা যায় না আর এত সামান্য কোয়েল পাখি। ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.