নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কুসুমিত কিংশুক

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

কুসুমিত কিংশুকে কোকিলের কলরব
সুমাধবে যুবকের মনে জাগে প্রেম অনুভব
মলয়া সমীরে কাপে সঘন সবুজ বন
রৌদ্র এাসে তনু মনে ছায়ার স্মরণ।

পুষ্পের পাপড়িতে ভ্রমরের পুনি ঝঙ্কারে
হরষিত চিত্তে তরুণী সাজে পাতার অলংকারে
চৌদিকে আজ বিচিত্র সুরঙ্গ সৌরভ
যামিনিতে সুখী দম্পত্তি সুখে নিরব।

নবীন খঞ্জনার নাচ দেখে মন চমকিত
আবিরের রঙে কে মানে প্রেমের পরাভূত
সন্তানের সফলতায় উজ্জ্বল জননীর মুখ
যেন জোছনা রজনীর কুসুমিত কিংশুক।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: খঞ্জনা অদ্ভুত এক বাজনা।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখানে খঞ্জনা বলতে খঞ্জনা নামক পাখি কে বুঝানো হয়েছে। ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: দুই দুইবার কিংশুক কিংশুক কেনো???

যাইহোক পুরাই পুরান দিনের সংস্কৃত স্টাইল কাব্য।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনাম কে গুরুত্ব দিতেই দুইবার ব্যবহার করা হয়েছে। এজন্যই তো বলি আপনি জ্ঞানী ও গুণী পড়েই বুঝে ফেলেছেন পুরনো আমলের কাব্য। অশেষ ধন্যবাদ শায়মা আপু।

৩| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। আপনার কবিতার কিংশুক শব্দ থেকে পুরনো একটা গান মনে পড়ে গেল;

চন্দ্রিমা রাত্রিতে কিংশুক সৌরভে
প্রিয়তমাকে খুঁজে পাই সুখ ছোয়াতে

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রশংসা ও গানের কথা মনে পড়াতে আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।

৪| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটি খুবই ভালো হয়েছে।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৮

জ্যাকেল বলেছেন: এইটুকু বলিতে পারি, পড়তে এক ধরনের ভাল লাগে।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাব্য পাঠ অতঃপর মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
কবির প্রতি সুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই আর প্রশংসার জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন শুভকামনা।

৭| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

প্রত্যাবর্তন@ বলেছেন: সুখপাঠ।

১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ১৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২২

নজসু বলেছেন:




দারুণ।

১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এখানে খঞ্জনা বলতে খঞ্জনা নামক পাখি কে বুঝানো হয়েছে। ধন্যবাদ।

খঞ্জনা নামে যে পাখি আছে এটাই আজ প্রথম জানলাম।

১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফিরতি মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

১১| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: শবে বরাত কেমন পালন করলেন?

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আপনি?

১২| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩২

কালো যাদুকর বলেছেন: দুবার পড়লাম ৷ একটি চমৎকার কাব্য পুরো জীবনের বর্ণনা ৷ এরকম কাব্য আজকাল কম লিখা হয়। অতএব ++

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুবার পড়েছেন জেনে পুলকিত হলাম।
অশেষ ধন্যবাদ ।শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.