নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালে শবে বরাতের রাতে পাক হানাদার বাহিনীর বর্বরতা।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:১৪

আজ শবে বরাত, একাত্তর সালে শবে বরাত পালিত হয়েছিল ৫ অক্টোবর মঙ্গলবার।

একান্ন বছর পূর্বে সেদিন, 'শহীদ লুৎফুন নাহার হেলেনা' ধৃত হয়েছিলেন বাঙালি 'অমানুষ' রাজাকারদের হাতে। শহীদ লুৎফুন নাহার হেলেনাকে তাঁর ২ বছর ৫ মাস শিশু পুত্র দিলীরসহ মাগুরার মহম্মদপুর থানার কোন এক গ্রাম থেকে (যেখানে তিনি আত্মগোপনে ছিলেন) ধরে এনে সেদিনই তাঁকে মাগুরা শহরে এনে পাকিস্তান হার্মাদ বাহিনীর হাতে তুলে দিয়েছিল অমানুষরা।

পবিত্র শবে বরাতের রাতে, তারা হেলেনের শিশু পুত্র দিলীরের কান্না উপেক্ষা করে মায়ের কোল থেকে ছিনিয়ে পাঠিয়ে দেয় নানা বাড়িতে। এরপর সে রাতেই, পাকিস্তানী সেনাবাহিনীর হার্মাদরা অমানবিক ও নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছিল তাঁকে।

পাকিস্তানী হার্মাদ সেনারা, হত্যার পর তাঁর প্রাণহীন দেহ জিপের পেছনে বেঁধে টেনে নিয়ে যায় শহরের অদূরে নবগঙ্গা নদীর ডাইভারশন ক্যানেলে। সেই ক্যানেলে তাঁর ক্ষতবিক্ষত দেহ ফেলে দেয়া হয়। শহীদ লুৎফুন নাহার হেলেনার দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তিনি মিশে গেলেন তাঁর বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে।

তিনি একাধারে যোদ্ধা ,গুপ্তচর ও সংগঠক ছিলেন । এমন লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

আমাদের শবে বরাতের প্রার্থনায়, একাত্তরের এই শহীদ থাকবেন তো ? কিংবা মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জানা অজানা সকল শহীদদের নাম?

সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তথ্যসূত্র -মেঘনা আদর্শ সামাজিক সংগঠন।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮

গরল বলেছেন: ইসরায়েলি বাহিনীও কখনও ফিলিস্তিনীদের উপর এমন পাশবিক নির্যাতন করে নাই, এখন পর্যন্ত একজন নারীও ইসরায়েলী দ্বারা ধর্ষিত হয় নাই। তার পরেও অধিকাংশ বাঙালী ইসরায়েলীদের ঘৃণা করে কিন্তু আবার পাকিদের সমর্থন করে।

১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইসরাইলি সেনা কর্তিক ফিলিস্তিনি নারী ধর্ষিত হওয়ার ঘটনা হয়তো রেয়ার কিন্তু ওদের নির্যাতন মানুষ খুন দমন-নিপীড়ন প্রতিনিয়ত চলছে। শুধু ধর্মের কারণে বাঙালি ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করে। সকল পাকিপ্রেমীদের প্রতি ঘৃণা রইল। ধন্যবাদ জনাব।

২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: বড় নির্মম।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাকিদের অত্যাচার ছিল বড়ই নির্মম।

৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @গড়লঃ ঠিক এই কারনে আমি সকল ধরনের ছাগু ( প্রকৃত ছাগু, ছুপা ছাগু, বিএনপির নাম ভাঙ্গানো ছাগু) প্রচন্ড ঘৃণা করি। আমি তাদেরকে বেজন্মা ও জারজ বলে আখ্যায়িত করি। আমি নিরপেক্ষ নয়, ছাগুদের বিপক্ষে। ছাগুদের ক্ষেত্রে কোন সুশীলতা নেই।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা পাকিস্তানপন্থী ও পাকিপ্রেমী তাদের সকলের জন্য রইল ঘৃণা। ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৩:০৪

জিকোব্লগ বলেছেন:



গড়লের তথ্য ' ইসরায়েলি বাহিনীও কখনও ফিলিস্তিনীদের উপর এমন পাশবিক নির্যাতন
করে নাই, এখন পর্যন্ত একজন নারীও ইসরায়েলী দ্বারা ধর্ষিত হয় নাই' সঠিক। পাকি
প্রীতি এসেছে ধর্মের নাম পাকিদের গায়ে থাকার জন্য । ধর্ষক ধর্মের নামে ধর্ষণ করলেও
সে ধর্ষক। আর মিলিটারি সিভিলিয়ান সব পাকিদের গা থেকে সর্বদায় ধর্ষকের দুর্গন্ধ
বের হয়। কাজেই পাকি ও পাকি প্রেমী দুইটাই জানোয়ার। এটা সব বাঙালিকে বুঝতে
হবে। দেশের সকল পাকি প্রেমীদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল সহ দেশ ত্যাগে বাধ্য
করার আইন প্রণয়ন করা উচিত।

মডুর কাছে আমার প্রশ্ন, সামহোয়্যার ইন ব্লগে সুস্পষ্ট পাকি প্রেমী ব্লগার ধরা পড়লে ঐ
জানোয়ার ব্লগারের বিরুদ্ধে ব্লগ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিবেন?

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাকি প্রেমী ব্লগার থাকা কোন বিচিত্র কিছু নয়। যদি এরকম কোন ব্লগার ধরা পড়েন তবে সামু কি ব্যবস্থা নেবে সেটা দেখার বিষয়।

৫| ১৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৯

শেরজা তপন বলেছেন: @গড়ল ও কাল্পনিক_ভালোবাসাঃ ইসরাইল পাশবিক নির্যাতন করেনি এটা মনে হয় ভুল ধারনা। তবে তারা করেছে গোপনে দেয়ালের আড়ালে। তবে ধর্ষনের ব্যাপারটা সত্য হতে পারে।
নেটফ্লিক্সের সিরিয়াল 'ফাউদা' ( ফিলিস্তিন ইসরাইলের সংঘাত নিয়ে সত্য ঘটনা অবলম্বনে) ইসরাইল মেইড হলেও সেখানে দু পক্ষের নির্যাতনের অনেক দৃশ্য আছে! এর আড়ালে কিন্তু আরো বেশী কিছু থাকার সম্ভবনা প্রবল ...

ধন্যবাদ মাইদুল ভাই- নতুন কিছু জানলাম।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাকিস্তানিদের যেমন সমর্থন করা যায় না কোনোভাবেই তেমনি ইজরাইলিদের ও আমরা সমর্থন করতে পারি না। ধন্যবাদ ভালো থাকবেন।

৬| ১৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৪

গেঁয়ো ভূত বলেছেন: এর পরও যাদের দিলে এখনো ওদের জন্য ভালোবাসার নহর অবিরাম বহমান তাদের সাথে ওদের কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক নয়তো?

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাকিস্তানিদের কোনোভাবেই সমর্থন করতে পারি না ।ধন্যবাদ।

৭| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২০

ইমরোজ৭৫ বলেছেন: আহারে কত কষ্ট!

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এরকম কষ্ট সয়ে আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ।ধন্যবাদ।

৮| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৫

জুল ভার্ন বলেছেন: পাক বর্বরতার অনেক কিছু নিজ চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে.....

@গড়ল ও কাল্পনিক_ভালোবাসাঃ ইসরাইল পাশবিক নির্যাতন করেনি এটা ভুল ধারনা। ঠিক একই ভাবে আপনাদের মতো অনেকেই দেখেন না সার্বিয়া, উইঘুর, কাস্মীর, আরাকানে মুসলিম নারীদের গণধর্ষণের ঘটনা!

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সেই দুর্ভাগ্যের স্মৃতি হয়তো কোনদিন ভুলে যাবেন না। বর্বর পাকিস্তানিরা এরকম হাজার হাজার স্মৃতি রেখে গেছে।

হয়তো ফিলিস্তিনি নারীরা গোপনে ধর্ষিত হয়ে থাকেন যা মিডিয়ায় আসে না কিংবা এরকম ঘটনা খুব রেয়ার। সারাবিশ্বেই মুসলিম জনপদগুলো যখন নির্যাতিত হয় তখন নারী-পুরুষ-শিশু কেউ রক্ষা পায় না।

ধন্যবাদ ।ভালো থাকবেন।

৯| ১৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৪

জিকোব্লগ বলেছেন:



যে জাপানিজদের সভ্য ও ভদ্র ভাবা হয়, সেই জাপানিজরাই ১৯৩৭ সালের ১৩ ডিসেম্বরে
শুরু হওয়া ৬ সপ্তাহব্যাপী নানচিং গণহত্যায় প্রায় চার লক্ষ চীনাকে হত্যা করে আর সেই
সাথে নানচিং-এর হাজার হাজার নারীকে ধর্ষণ করে। ইতিহাসে এই গণহত্যা নানচিং ধর্ষণ
নামেও পরিচিত। বাংলাদেশিরা যেমন পাকিদের ঘৃণা করে , চীনারাও ঠিক একই রকম
জাপানিজদের ঘৃণা করে। সব ধরণের গণহত্যা ও ধর্ষণকারীদের উপর তীব্র ঘৃণা রইলো।

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন ইতিহাস পৃথিবীতে প্রচুর আছে। সহমত আপনার সাথে-সব ধরণের গণহত্যা ও ধর্ষণকারীদের উপর তীব্র ঘৃণা রইলো।

ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাকিদের অত্যাচার ছিল বড়ই নির্মম।
এত বছর হয়ে গেলো। অথচ আজও হারামজাদা গুলো ক্ষমা চাইলো না। উলটা শেখ হাসিনা তাদের আম পাঠায়।

২০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওদের ক্ষমা চাওয়া উচিৎ। সব ধরণের গণহত্যা ও ধর্ষণকারীদের উপর তীব্র ঘৃণা রইলো। ধন্যবাদ।

১১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জিকোব্লগঃ এমন পাবলিককে আগে বের করেন, তারপর দেখেন ব্লগ কি ব্যবস্থা গ্রহন করে।

২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.