নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

খাদ্য রাজনীতি চরম অমানবিক রাজনীতি

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

১৮ মার্চ বৃহস্পতিবার, ১৯৭১ সাল......।

৪৩,০০০ টন গম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 'SS Elizabeth' নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে উল্লেখিত গম খালাস করার কথা। কিন্তু, অনেকের প্রিয় 'পাকিস্তানী মুসলমান ভাইরা' সিদ্ধান্ত নিয়েছিল এই খাদ্য শস্য বাঙালিদের না দেবার। সেদিন জাহাজটির পন্য খালাস না করেই, গতিপথ বদল করে চট্টগ্রাম থেকে করাচী নিয়ে যাওয়া হয়। স্মর্তব্য, একাত্তরের মার্চ মাসের প্রথম সপ্তাহে আরও দুটি খাদ্যবাহী জাহাজ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় করাচীতে।

পৃথিবীতে অনেক কিছুই রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, জ্বালানি তেল তার অন্যতম। সবচেয়ে জঘন্য হচ্ছে খাদ্য নিয়ে রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একাত্তরে খাদ্য রাজনীতিই করেছিল।

উপমহাদেশ লুঠে নেয়া ব্রিটিশরাও, একই ভূমিকা রেখেছিল ১৯৪৩ সালের দুর্ভিক্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৩ সালে যখন বাংলার মানুষ বেঘোরে মরছিল, 'চার্চিল' সাহায্যের হাত বাড়ায়নি। শুধু তাই নয়, অন্যেরা যেন দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে না আসে সে বিষয়েও চার্চিল ব্যবস্থা নিয়েছিল।

দুর্ভিক্ষপীড়িত মানুষের মৃত্যুতে চার্চিল সামান্য দয়া অনুভব করেনি বরং মন্তব্য করেছিল, 'ভারতবাসী, খরগোসের মত বাচ্চা দেয়।'

ব্রিটিশ বর্বর চার্চিলের মতোই, ১৯৭৪ সালের খাদ্য সংকটে হেনরি কিসিঞ্জার খাদ্যকে ব্যবহার করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। কারণ, একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির পরাজয়। সেই পরাজয়ের প্রতিশোধ এরা নিয়েছিল ১৯৭৪ সালের খাদ্য সংকটে এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

১৯৪৫ সালে 'ঠুঁটো জগন্নাথ' হিসেবে শ্বেতাঙ্গদের হাতে 'পয়দা' হওয়া জাতিসংঘ, ২০২২ সাল অবধি কোন যুদ্ধটি থামাতে সক্ষম হয়েছে আমাদের জানা নেই। আমাদের স্মরণে আসছে না, এই প্রতিষ্ঠান বিশ্বজুড়ে সবার নাকের ডগায় আরোপিত যুদ্ধের ফলে, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা কোটি কোটি আদম সন্তানকে বাঁচাতে কোন কার্যকর ভূমিকা রেখেছে ?

পৃথিবীর সুস্পষ্টভাবেই ২ ভাগে বিভক্ত। চলমান ইউক্রেন যুদ্ধ বর্ণবাদী, বর্বর, নির্মম শ্বেতাঙ্গ আধিপত্যকে সবার চোখের সামনে 'নাঙা' করে দিয়েছে। 'সাদা শরণার্থী' আর 'কালো শরণার্থী' কিন্তু এক নয়।

'সাদা আর কালো'তে বিভক্ত পৃথিবী, ধনী আর নির্ধনে লড়াই চলছে।

অন্যদিকে, আমাদের তৃপ্তির ঢেঁকুর তোলার কোন সুযোগ নেই। নিশ্চিতভাবেই, পরাজিত পাকিস্তানী ভাবধারার অমানুষরা থেমে নেই। এমনকি দু'হাজার সালের পর জন্মানো শিশুটিও সেই ভাবধারা লালন করতে পারে। একাত্তরে, শত্রু ছিল চিহ্নিত, আজ সে বহুরূপী।

তথ্যসূত্র -আদর্শ মেঘনা সামাজিক সংগঠন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: ক্ষনিকের ক্ষমতার জন্য মানুষ কতটা নিচু হতে পারে!

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তারই প্রমাণ ইতিহাসের পাতায় ভুরি ভুরি ।ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খাদ্য নিয়েই মূল রাজনীতিটি সেই আদি থেকেই চলছে মনে হয়। তবে এখন যেটা হচ্ছে সেটা ভিন্ন জিনিস।

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এইসব অমানবিকতা শেষ হোক ।ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ৭১ এর উদাহরন বা যে কোনো শত্রু দেশের উদাহরণ হয়তো স্বাভাবিক।
৭১এর পর থেকে যেকোনো সরকার তো আমরা আমরাই ,এখানে মানুষ পশু দুভাগ হয় কি করে ?

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শ্বেতাঙ্গ শরণার্থী ও কৃষ্ণাঙ্গ শরণার্থী দুই দলকে বুঝানো হয়েছে।


ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪

জগতারন বলেছেন:
১৯৪৫ সালে 'ঠুঁটো জগন্নাথ' হিসেবে শ্বেতাঙ্গদের হাতে 'পয়দা' হওয়া জাতিসংঘ, ২০২২ সাল অবধি কোন যুদ্ধটি থামাতে সক্ষম হয়েছে আমাদের জানা নেই। আমাদের স্মরণে আসছে না, এই প্রতিষ্ঠান বিশ্বজুড়ে সবার নাকের ডগায় আরোপিত যুদ্ধের ফলে, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা কোটি কোটি আদম সন্তানকে বাঁচাতে কোন কার্যকর ভূমিকা রেখেছে ?


সহমত !!!

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শ্রদ্ধেয় ভাই, আসলেই তাই নামের জাতিসংঘ দিয়ে কি লাভ কাজের জাতিসংঘ প্রয়োজন প্রথিবীতে শান্তির জন্য।

ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: পৃথিবী দুই ভাগে বিভক্ত।
এক শ্রেনী অত্যাচার করছে। আরেক শ্রেনী অত্যাচার সহ্য করছে। সেই ইংরেজ আমল থেকেই এই অবস্থা।

২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটাও ঠিক বলেছেন অত্যাচার ও অত্যাচারীত দুই দলে বিভক্ত পৃথিবী।

ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.