নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

নারী ব্লগাররাও কি কথার আঘাত পেয়ে থাকেন

২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৫

ব্লগিং করার জন্য বিবাহিত পুরুষেরা সঙ্গিনীর কাছ থেকে সবচেয়ে বেশি যে কথাটা শুনেন সেটা হচ্ছে বউকে নয় ব্লগ কে বেশি ভালোবাসে, সময় দেয়।

আপনি সমস্ত কার্য সম্পাদন করার পর অবসরে যখন ব্লগিং করছেন এবং অনেকটা সময় ধরেই করছেন তখন আপনাকে শুনতে হবে কাজের কাজ কিছুই পারেনা পারে শুধু ব্লগে পড়ে থাকতে।

এত ব্লগ গুতাইয়া কি হবে টাকাপয়সা আসলে না হয় একটা কথা ছিল । শুধু শুধু কেন এত সময় নষ্ট করে বুঝি না।

দিন নাই রাত নাই এই বিদ্যা নিয়ে পড়ে থাকা, মানুষটা পারেও বটে।

এই ব্লগ, ছলক লেইখা না জানি কোন বিপদ ডেকে আনে।

সারাদিন অফিস কইরা রাত্রে আবার ব্লগ নিয়ে মাতামাতি। ব্লগ না লেইখা রেস্ট করলে শরীরের আরাম হয়।

…...…..... এরকম হাজারো কথার হুল ফুটাতে থাকে তা সহ্য করতে হয় বিবাহিত পুরুষদের বিশেষ করে যারা ব্লগিং করেন।।

অনেক পুরুষ ব্লগার অনেক রকমের কথাই শেয়ার করেছেন কিন্তু কোন নারী ব্লগার এ ব্যাপারে কিছুই শেয়ার করেন নি।

ব্লগের নারী ব্লগাররাও কি এরকম কথার আঘাত পেয়ে থাকেন আপনার পুরুষ সঙ্গীর কাছ থেকে ব্লগিং করার জন্য জানতে মন চায়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: মনে হয় না। সামু ব্লগে আমার যে কয়জন ফিমেল ব্লগার আছেন তাদেরকে জিজ্ঞেস করেছি.... একজন বিখ্যাত ব্লগার বলেছিলেন, "ধুর, আমি ওর বিরক্ত হওয়া পাত্তা দেই নাকি!"

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাহলে তো বেশ ভালোভাবে ওনারা ব্লগিং করতে পারেন কিন্তু ব্লগে ওনাদের অনুপস্থিতি চোখে পড়ার মতো। ধন্যবাদ ও শুভকামনা।

২| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: নারি ব্লগাররা হাসতে হাসতে বেশি আঘাত দেন। কটু কথাও বেশি বলেন।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি কই আমি তো এরকম কাউকে দেখলাম না ।ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: কটু কথা বলে, শেষে আবার জাজাকাল্লাহ খাইরান বলে দেন।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি একজন কে উদ্দেশ্য করে কথাটা বলেছেন বুঝতে পেরেছি। যাকে বলেছেন ওনার সাথে তো কারো কোন তেমন দ্বন্দ্ব নেই। অকারণে একজন আরেকজনের কিছু লাগা ভালো নয় । ধন্যবাদ।

৪| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

জগতারন বলেছেন:
পুরুষরা মহৎ,
তারা সহজে বিবাহ জীবনে অভিযোগ/ অনুযোগ করে থাকে না।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন অল্প কয়েকজন অভিযোগ করলেও বেশির ভাগ পুরুষ এমন অভিযোগ করে না কিন্তু নারীদের অভিযোগের শেষ নেই। ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৫| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কথার আঘাত হয়তো পেয়ে থাকেন , কিন্তু জুলভার্ন ভাইয়ের হিসেব অনুযায়ী তারা পাত্তা দেন না বলেই ধারণা করি ।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কথার আঘাত পেলেও তাড়াতাড়ি তা স্বীকার করবেন না বলে আমার ধারণা। ধন্যবাদ।

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

জটিল ভাই বলেছেন:
অনেক আশা নিয়া আইসা নিরাশ হইলাম নারী ব্লগারগণের কমেন্ট না পাইয়া। ঊনারা কি তবে খেলা বা ইউক্রেন নিয়া ব্যস্ত? =p~

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: না না ভাই ওনারা সংসার নিয়ে ব্যস্ত। আমিও হতাশ হলাম উনাদের অনুপস্থিতিতে। ধন্যবাদ।

৭| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে বর্তমানে সক্রিয় নারী ব্লগার নাই বললেই চলে। ইহা জাতির জন্য কল্যাণকর নয়।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অল্প দু-একজন যা ও ব্লগে আসেন তাও নিয়মিত নয়। ধন্যবাদ ভাই।

৮| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: ৭. ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:১২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে বর্তমানে সক্রিয় নারী ব্লগার নাই বললেই চলে। ইহা জাতির জন্য কল্যাণকর নয়।


আমিও ঠিক এটাই ভাবছিলাম। কয়জনই বা আছে?

চোখ বন করে চিন্তা করে শুধু মিররডডলের কথাই মনে পড়লো। মনিরা আপু সোহানী আপু রোকসানা আপু ইনারা মাঝে মাঝে তব দেখা পাই। ছবি আপুনি আছেন।

এখন ভেবে দেখো এই কজনা নারী ব্লগারের মাঝে একমাত্র অবলা ছবি আপুনি ছাড়া অন্যদেরকে মানে অন্যান্য সবলা আপুদেরকে আঘাত করলে কি হতে পারে???


হে হে পাত্তা দেন না বটে বাট দরকারে লুকানো খড়্গ বের করতে মনে হয় না কারো দক্কার লাগবে। :)


কাজেই আঘাত মাঘাতে টাইম দেওনের সময় নাইক্কা। :)

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বুঝলুম বুঝলুম এই করে বুঝিয়ে ব্লগে কি টিকিয়া আছো । টিকিয়া থাকো স্বমহিমায়। যাক আপনার আগমনে পোষ্টের মান রক্ষা হইলো।

৯| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪২

মিরোরডডল বলেছেন:




হা হা হা... শায়মাপু তোমার কমেন্ট পড়ে হাসলাম ।
First of all, I'm not accountable to anyone for explanation of my actions.
বাকিটা তুমিতো বলেই দিলে যেখানে আঘাত, সেখানেই প্রতিঘাত ।
যেখান থেকে আসবে বুমেরাং হয়ে সেখানেই যাবে :)



২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি দেখি আরও এক কাঠি এগিয়ে। একেবারে অ্যাকশন হিরোইন।

১০| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: মিররমনি,
২০১৯ এর আগ পর্যন্ত আমি আমার জব, শপিং, নাচা গানার অনুষ্ঠান বিয়ে বাড়ি বা জন্মদিন পার্টি ছাড়া বাকীটা সময় ব্লগেই থাকতাম।

এরপর আমার লাইফস্টাইলে একটু চেইঞ্জ আসলো।

তখন আমি আমার বাড়ি, গাড়ি, আশপাশ, রান্নাবান্না আত্মীয় স্বজন, দাওয়াৎ টাওয়াৎ নিয়ে বিজি হয়ে পড়লাম। তখন আমি নিজেই ব্লগে কম আসতাম। সেই থেকে আসলে আগের মত আমি আসতেও পারিনা বড় সড় ছুটি ছাটা ছাড়া।

তবে হ্যাঁ আমার বাসায় আমার আশেপাশে এমন কেউ বলার নেই সারাদিন ব্লগে বসে কি করো? ব্লগ কি খাওয়ায় না পরায়?

তবে সাধে কি বলে গাধা পোস্ট দিয়ে আমি অনেক খেপে গেছিলাম। পুরাই মেজাজ খারাপ। সাধারনত আমার মেজাজ আমি কন্ট্রোলে রাখতে জানি। আনন্দে রাখতে জানি। কিন্তু সেদিন ইমোশন কন্ট্রোল ঠিক না বিরক্তিটা কেনো যেন প্রচন্ড গিয়ে পড়লো উহা ভাইয়ার উপর।

সেই সময় আমার বাড়ির লোকজন বলেছিলো আমার মনে হয় ব্লগিং বন্ধ করা উচিৎ।

কোথাকার কে পা..... ছা.....গ.....ধা মানুষ কি বলে গেলো আর তাই নিয়ে আমি রাগে পাগল হয়ে তান্ডব নৃত্য করবো!!! এটা কেমন কথা!!! তারা কেউ কিন্তু উহা ভাইয়াকে চেনে বা জানেও না। জাস্ট আমার পাগলামী দেখেই বলেছিলো আর কি। কারন মাঝে মাঝে আমার মাথায় রাগের ভূত চাপে। তখন আমি অন্ধ হয়ে যাই। সামনে যারে পাই তারেই জয় মা কালী! X((

আর হ্যাঁ আমি কিন্তু ইগনোর করতে জানি। আমি সেটাই করেছিলাম কিন্তু উহাভাইয়া আমার ইগনোর টপকে বার বার আমার পাকা ধানে মই দিচ্ছিলো।

আমি ক্লাসে ৩/৪/৫ বছরের বাচ্চাদেরও হাজারো বিরক্তিতে বিরক্তিত হই না কিন্তু সেদিন ........

যাইহোক সোজা কথা আমার স্বাধীন জীবনযাত্রার কারণই হলো আই নো মাই লিমিটেশন এন্ড ডু নট ওয়ান্ট টু ক্রস ইট।

তাই এমন করে কখনও আমি ব্লগে বসে থাকবো না যা আমার স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায়।

আর আমার মনে হয় প্রতি মেয়ে বা নারী ব্লগারই সেটা জানেন কি করে সংসার, অফিস ও পারিপার্শ্বিকতা সামলে ব্লগে লিখতে হয়।

যা অনেক ভাইয়ারাই জানেন না। :)

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিশাল এক ফিরিস্তি দিলেন।

এমন কিছু মানুষ থাকে যারা অপরকে খোঁচাতে খোঁচাতে একেবারে শেষ পর্যন্ত তাকে গরম করেছেন এবং এর ফলে উক্ত ভুক্তভোগী মানুষটি নিজের সহ্য সীমা ছাড়িয়ে আক্রমণাত্মক কিছু করতে বাধ্য হন।

যাক শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পেরেছেন সেটাই বড় কথা।

স্বাধীনতার অপব্যবহার না করার জন্যই আপনি সব জায়গায় সমান ভাবে সময় কাজে লাগাতে পারছেন।

যেসব ভাইয়েরা সুন্দর করে ব্লগিং করতে পারছে না তারা আপনাকে ফলো করতে পারে এবং ব্লগীয় সাফল্য অর্জন করতে পারে। ধন্যবাদ।

১১| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই নাকি কই আমি তো এরকম কাউকে দেখলাম না ।ধন্যবাদ।

দেখবেন। দেখবেন। দেরী হোক যায়নি সময়।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ।

১২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমি সাধারণত ফ্রি থাকলে ব্লগিং করি, আর যেহেতু আমার সারাদিনের অফিস ওয়ার্ক নাই তাই করতে পারি।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.