নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
গ্রামীন জীবন মানেই বহু বর্ণ ও কর্মের সমাহার, নিত্য-ণৈমিত্কি কাজ। কাজের ফাঁকে ফাঁকে গাল-গল্প আর শরীর জুড়িয়া নেওয়া। বাউলা বাতাসে ভাললাগার অনুভূতি। গাছে গাছে ফলের সমাহার, পথে প্রান্তরে ঘাস, লতা, পাতা, ফুল, পাখিদের আনাগোনা আর কত কি বিচিত্র কর্মযজ্ঞ..............................।
............................................................।
হাতের নাগালেই বুঝলে আম।
বটবৃক্ষের মায়া। ঢাকা -চট্টগ্রাম হাইওয়ের পাশে।
জামতলায় জামকুড়ায় কে ?
নিঃসঙ্গ ঘুঘু মুক্তির অপেক্ষায়।
জাম্বুরা সবুজের সমারহে।
খাদ্যের সন্ধানে।
গ্যাসের আগুনে ধান সিদ্ধের আয়োজন।
ছবি-নিজের তোলা।
১৮ ই মে, ২০২২ দুপুর ২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:১৮
ইসিয়াক বলেছেন:
জাম কি পাকতে শুরু করেছে?
ঘুঘু পাখিটার জন্য মায়া লাগছে।
চিরন্তন গ্রামীন জনজীবনের ছবি। ভালো লাগলো।
১৮ ই মে, ২০২২ দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই জাম পাকতে শুরু করেছে তবে যেগুলো আগাম এসেছে সেগুলো।
পাখিটাকে হয়তো মুক্ত করা হবে বা অন্য এক জনকে দিয়ে দেওয়া হবে যাতে জোড়া বেধে থাকতে পারে।
ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:২৫
ইসিয়াক বলেছেন: আপনাদের ওখানে কি ধান কাটা শেষ?
আমাদের এদিকে ধান কাটা,সিদ্ধ শুকনো চলছে। বৃষ্টিতে এবার বেশ ঝামেলা করছে,কাঁদা পানিতে মাখামাখি । বৃষ্টিতে ধান বাড়িতে আনতে খরচ বেশি পড়ে যায়।পাওয়ার ট্রিলার,ট্রলি কাঁদায় নামানো যায় না। গরুর গাড়ি পাওয়া মুশকিল। কৃষকের জন্য খুব কষ্টের আর পরিশ্রমও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়।
১৮ ই মে, ২০২২ দুপুর ২:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরোপুরি শেষ নয়। তবে বৃস্টি ও পানি আসায় ধান কাটতে ও শুকাতে সমস্যা হচ্ছে।
কৃষকের কষ্টের কি শেষ আছে। ধন্যবাদ।
৪| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:৩৩
নজসু বলেছেন:
ঘুঘুটার একটা জোড়া দেন ভাই।
১৮ ই মে, ২০২২ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঘুঘুটা আমার শ্যালকের। তাকে বলেছি হয় ছেড়ে দিতে নয়তো জোড়া মিলাতে। খবর পাওয়া গেছে অন্য এক লোকের কাছে আরেকটি ঘুঘু আছে। হয় সেটাকে এটার কাছে নয়তো এটাকে সেটার কাছে পাঠানো হবে।
ধন্যবাদ।
৫| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:৪২
জুন বলেছেন: গ্রামীণ জীবন মনকে উদাস করে দেয় তার নানান উপাচারে। ছবিগুলো তেমনি মায়াকাড়া শুধু ঘুঘু পাখির ছবিটি ছাড়া। আমি শুনেছিলাম বন্দী ঘুঘু পোষা নাকি ভালো না, সেই বাড়ির মানুষদের জন্য অভিশাপ নিয়ে আসে। হয়তো কুসংস্কার তারপর ও খাচায় বন্দী পাখি আমার ভালো লাগে না।
১৮ ই মে, ২০২২ দুপুর ২:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ঘুঘুটার ব্যাপারে ৪ নং কমেন্টের উত্তরে বিস্তারিত বলা আছে।
৬| ১৮ ই মে, ২০২২ বিকাল ৩:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাড়ির কথা মনে হচ্ছে।
১৯ শে মে, ২০২২ সকাল ১০:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই তাই গ্রামের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ।
৭| ১৮ ই মে, ২০২২ বিকাল ৪:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রামীণ চিত্র
১৯ শে মে, ২০২২ সকাল ১০:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা গ্রামীণ চিত্র। ধন্যবাদ। আপনাকে আনার আশ্রম সম্পর্কে প্রশ্ন করার ছিল, দেখি গতকালই এ নিয়ে পোস্ট দিয়েছেন, আমার জানা হয়ে গেল। ধন্যবাদ।
৮| ১৮ ই মে, ২০২২ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
১৯ শে মে, ২০২২ সকাল ১০:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৯| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৫৮
ঢুকিচেপা বলেছেন: ধান সিদ্ধ কি সিলিন্ডার গ্যাস দিয়ে নাকি সাপ্লাই গ্যাস ?
১৯ শে মে, ২০২২ সকাল ১০:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সাপ্লাই গ্যাস । ধন্যবাদ ভাই।
১০| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫১
ফয়সাল রকি বলেছেন: গ্যাসের আগুনে ধান সিদ্ধ হতে দেখিনি, দেখেছি তুষের আগুনে!
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে এলাকায় গ্যাস আছে তারা কেন কষ্ট করতে যাবে। তাই গ্যাসের আগুনে ধান সিদ্ধ করে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২২ দুপুর ২:১১
জুল ভার্ন বলেছেন: পুরোই গ্রাম বাংলার আমেজ। ভালো লেগেছে।