নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশ আর তার ইজরায়েলি প্রেমিকা রিটা।

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৫





ফিলিস্তিনের কবি মাহমুদ দারবিশ আর তার ইজরায়েলি প্রেমিকা রিটা। যার ব্যাপারে কবি লিখছিলেন—
'আমি আমার জাতির সাথে বেইমানি করে, আমার শহর এবং তার পরাধীনতার শিকলগুলির বেদনা ভুলে গিয়ে হলেও তোমারে ভালোবাসি। কিন্তু আমার ভয়, আমি সবাইরে বিক্রি কইরা তোমার কাছে যাবো আর গিয়া দেখবো তুমি আমারেই বিক্রি করে দিছো আর তখন আমার অন্তরের ভাঙা টুকরাগুলি নিয়া ফিরা আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার।'
যখন কবি আবিষ্কার করলেন, তার প্রিয়তমা প্রেমিকা ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন, তিনি বললেন—
'আমি অনুভব করলাম যেনো আমার মাতৃভূমিটা আবারও কেউ দখল কইরা ফেললো। '
পরে আরও লিখলেন—
'রিটা আর আমার চোখের মাঝামাঝি শুধু একটা রাইফেল। '
এবং—
'তোমার কাছে কিছুই ছিলো না যেই প্রেমটা, আমার কাছে আমার অস্তিত্ব ছিলো।'
আজ এই ঘটনা ভূরাজনৈতিক পলিসিকে প্রশ্নবিদ্ধ করে। যদিও রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব কেবল বাহ্যিক। কিন্তু আমরা অন্তর বিক্রি করে দিয়েছি। গত হয়ে যাওয়া ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার।

ছবি ও তথ্য-ইতিহাস ও অজানা পেজ থেকে সংগৃহীত।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৭

জুল ভার্ন বলেছেন: জেনে ভালো লাগলো।

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ও শুভকামনা।

২| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২

খাঁজা বাবা বলেছেন: বাস্তবতা

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কঠিন প্রেম। ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রেম বড় অবুঝ। প্রতারণা প্রেমকে ক্ষত-বিক্ষত করে।

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

প্রেম মানে না বাধা।
প্রেম অবুঝ এক গাধা।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রেম অবুঝ এক গাধা -এমন গাধামীকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া ঠিক না। সুতরাং প্রেম বিরোধী ভিলেনরাই আছেন সঠিক পথে।

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু কবি তবুও প্রেম কি থেমে থাকে ? থাকেনা বলেই তো কত কিছু ঘটছে।

ধন্যবাদ । ভাল থাকুন।

৫| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০২

বিটপি বলেছেন: আরব শেখদের বিছানায় বিছানায় এখন ইসরাইলী স্পাইয়েরা মাতামাতি করে। আর এ তো সামান্য কবি।

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা ! ফিলিস্তিনের দুঃখের শেষ নাই।

ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! প্রেমেও বেনোজল?

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবির দুঃখ কেবল বাড়ে।ধন্যবাদ ভাইজান।

৭| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রেমের ক্ষেত্রে অতিত ইতিহাসের শিক্ষা কাজে আসে না। এসব ক্ষেত্রে মানুষ জেনেশুনেই বিষ পান করে। মানুষ স্বভাবতই প্রেমিক প্রাণি। ;)

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর। আশা করি ভাল আছেন। ঠিক জেনে শুনে বিষ পান। ধন্যবাদ।

৮| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

কামাল৮০ বলেছেন: ধর্ম এবং জাতিয়তা থেকে বের হয়ে আসতে হবে আমাদের।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে প্রেম সফল হবে !!!

৯| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ্ভালো লাগলো

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাইদুল ভাই,
প্রেম জাত-পাত, শত্রু-মিত্র চিনেনা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়,
প্রেমের ফাঁদ পাতা ভূবনে,
কখন কে ধরা পড়ে কে জানে।'
প্রেম মানে না জাত কুল। কেননা;
"পিরিতে মজিলে মন
কিবা হাড়ি কিবা ডোম"।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যাঁ ভাই কে কখন প্রেমের জালে ধরা পড়ে বলা মুসকিল। ধন্যবাদ।

১১| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




সেকারনেই মাহমুদ দারবিশ বোধহয় লিখেছিলেন - "পৃথিবী যখন সীমিত হয়ে যায় তখন শেষ সীমানায় পা পড়ার পরে আমরা আর যাবো কোথায় ? শেষ আকাশে ডানা মেলার পরে পাখিরা আর উড়বে কোথায় ? বাতাসে শেষবারের মতো শ্বাস টানার পরে এ অরণ্যকুল যাবে কোথায় ?"

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুবই সঠিক ও সত্য কথা বলেছেন কবি।

ধন্যবাদ।

১২| ১৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইয়াসির আরাফাতের স্ত্রীও মনে হয় ইসরাইলি ইহুদি ছিল।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জানিনা। ধন্যবাদ।

১৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ লাগলো পড়তে।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:২৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেদনাদায়ক গল্প।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রেম মানেইতো বেদনা। ধন্যবাদ।

১৫| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৭

খায়রুল আহসান বলেছেন: সঠিক! (শেষ লাইনটার কথাই বললাম।)
পদাতিক চৌধুরি এবং মোঃমোস্তাফিজুর রহমান তমাল এর মন্তব্যদুটো চমৎকার! ভালো লেগেছে। +

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অবশ্যই শিক্ষা নেওয়া উচিৎ।

১৬| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

রানার ব্লগ বলেছেন: প্রেম আর প্রতারণা খুব কাছাকাছি মনে হয়

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইদানিং এ দুটো কাছাকাছি চলে এসেছে।

১৭| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: প্রেম সবকিছুর উর্দ্ধে।

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার উপরে প্রেম। যত প্রেম তত জ্বালা।

ধন্যবাদ।

১৮| ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১২

জটিল ভাই বলেছেন:
সবার উপরে প্রেম। এনিওয়ে, নতুন তথ্যের জন্যে ধন্যবাদ প্রিয় ভাই :)

২১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.