নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

জগতে এমন শাশুড়িও আছে !!!

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৩


ছেলের বউ যদি পড়ালেখা করে তবে অনেক শাশুড়ির তা মেনে নিতে পারেননা। তাই অনেক মেয়ের লেকা পড়া বন্দ হয়ে যায়। বিভিন্ন অজুহাতে শ্বশুরবাড়িতে মেয়েদের আর পড়াশোনা হয়না। কিন্তু কমলার মত এমন শাশুড়ি উদাহরন হতে পারেন হাজার হাজার পরিবারের জন্য। এমন এক ঘটনা তুলে ধরা হল-

তিনি আইনত মা, তবে স্নেহে, কর্তব্য, দায়িত্বপালনে গর্ভধারিনী মাকেও টেক্কা দিতে পারেন।
২০১৬ সালের মে মাসে রাজস্থানের শিকরের কমলাদেবীর কনিষ্ঠ পুত্র শুভমের সঙ্গে বিয়ে হয় সুনীতার। বিয়ের পরই স্বামী এমবিবিএস পড়তে চলে যান কিরঘিজস্তানে। ওই বছরই নভেম্বর মাসে ব্রেনস্ট্রোকে মৃত্যু হয় শুভমের।

সুনীতা তখন রাজস্থানে, শ্বশুরবাড়িতে। তাঁর সঙ্গী এবং অভিভাবক বলতে শাশুড়ি কমলা দেবীই। সদ্য বিধবা তরুণীকে ভাল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কমলা।

সরকারি স্কুলের শিক্ষিকা কমলা। পুত্রশোক সামলে পুত্রবধূর ভাল মন্দে মন দেন। সুনীতাকে তাঁর পড়াশোনা সম্পূর্ণ করতে বলেন।
শাশুড়ির উৎসাহেই সুনীতা তাঁর স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। পরে পুত্রবধূকে বিএড পড়ার জন্যও উৎসাহিত করেন কমলা। স্বামীকে হারানোর চার বছরের মধ্যে শিক্ষিকার চাকরিও পেয়ে যান সুনীতা। রাজস্থানেরই একটি স্কুলে তিনি ইতিহাসের শিক্ষিকা।

পড়শিরা বলেন, সুনীতাকে প্রথম দিন থেকেই ঘরের লক্ষ্মী বলে ডাকতেন তাঁর শাশুড়ি। ছেলের থেকেও বেশি ভালবাসতেন বউমাকে। তবে মুখে বলা এবং কাজে করে দেখানোর মধ্যে এক কথা নয়। সহজও নয়। কমলা সেই কঠিন কাজ করে দেখিয়েছেন।

কমলা পাঁচ বছর তাঁর ‘গৃহলক্ষ্মী’র খেয়াল রেখেছেন। আত্মজার মতো তাঁর যত্ন আত্তি করেছেন। তার পর তাঁকে বাড়ি থেকে ‘বিদাই’ ও করেছেন রীতি মেনে। মেয়েকে লালন-পালন করার পর বাবা-মা যেমন করে থাকেন।

কমলা সম্প্রতিই পুত্রবধূর বিয়ে দিয়েছেন। ভোপালের পাত্র। পেশায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের হিসাবরক্ষক। নাম মুকেশ।
স্বাবলম্বী সুনীতার জন্য পাত্র চয়ন করেছেন কমলা নিজেই। সাজিয়ে গুছিয়ে আত্মীয়-স্বজনকে ডেকে বিয়েও দিয়েছেন। শ্বশুরবাড়িতেই বসেছে সুনীতার বিয়ের আসর। কন্যাদান করেছেন শাশুড়ি কমলা।

কাণ্ড দেখে অবাক কমলার পরিচিতরা। শ্রদ্ধায় মাথা নত হয়েছে অনেকেরই। তাঁদের বক্তব্য বউমাকে লক্ষ্মী বলে ঘরে সব শাশুড়িই আনেন। কিন্তু সেই বলার দায় নেন ক’জন! কমলা তাঁর লক্ষ্মীকে শুধু ঘরে বসাননি, তাঁকে স্বাবলম্বী করে প্রাণে ধরে বিদায়ও জানিয়েছেন।

ভারতীয় সিনেমা, মেগা ধারাবাহিকে পারিবারিক নাটকে খলনায়িকা হয়ে ওঠেন শাশুড়িরাই। সেই ধারার উল্টোপথে হেঁটে কমলা-সুনীতার কাহিনি হয়তো পর্দায় ঠাঁই পাবে না।

তবে এই অন্যরকম মা-মেয়ের গল্প যাঁরা চোখের সামনে দেখলেন বা জানলেন, তাঁরা ভুলবেনও না।

সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩২

জটিল ভাই বলেছেন:
খবরটা পড়ে আমিও বাকরুদ্ধ ছিলাম।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিও। ধন্যবাদ।

২| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫১

খাঁজা বাবা বলেছেন: দৃষ্টান্ত স্থাপিত হল

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এ রকম দৃষ্ঠান্ আরও স্থাপিত হোক।ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে সিনেমা নাটকে অনেক কিছু হয় কিন্তু বাস্তবে ওতো ঘটে না দাদা
সব মানুষ কি এক না বিভিন্ন মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা থাকে
সবার ভাবনা এক নয়;

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাইতো আর কমলা নয় তাইতো কমলার মত মানুষ এখন প্রয়োজন। ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
এমনটা খুব কমই হয়।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বলতে গেলে এরকম দেখাই যায়না। ধন্যবাদ।

৫| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: এমন একটি কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। শাশুড়ি মা নন,এ যেন নিজের মা। সুন্দর একটা বিষয় শেয়ার করেছেন মাইদুল ভাই। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাজটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কমলার মত শাশুড়ী ঘরে ঘরে প্রয়োজন।

ধন্যবাদ ভাই।

৬| ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন যুগ পাল্টাচ্ছে।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যুগ পাল্টাচ্ছে ঠিকাছে কিন্তু যে মা শাশুড়ী হয় সে তখন বউয়ের সাথে মায়ের মত অতটা আপন হয়না।

৭| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

ফুয়াদের বাপ বলেছেন: সামাজিক প্রেক্ষাপটে ব্যাতিক্রম চিত্র তবে উত্তম কার্যসম্পাদন করেছেন শাশুড়ী। শাশুড়ীর ভেতরে শিক্ষার প্রকৃত আলো ছিল বলেই সমাজ আলোকিত করার উদাহরন সৃষ্টি করেছেন।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন হতে পারে কয়জন

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লক্ষ্ কোটিতে একজন।ধন্যবাদ।

৯| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৩

শাওন আহমাদ বলেছেন: কিছু কিছু মানুষ ভালো মানুষ হবার অদ্ভুত এক ক্ষমতা নিয়ে জন্মায়।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন মানুষ আজকাল দেখা পাওয়া ভার। ধন্যবাদ।

১০| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ ব্যপার তো!

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যি দারুন একটা ব্যাপার।

১১| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও কমলাদেবীর প্রতি শ্রদ্ধায় অবনত হলাম। আর পুত্রবধূ সুনীতাও নিশ্চয়ই সেরকম মেয়েই ছিল। তাদের বাকি জীবনটা মা-মেয়ের মতো কাটুক, এই প্রার্থনা রইল।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কমলার প্রতি শ্রদ্ধা। আপনার প্রার্থনা কবুল হোক। ধন্যবাদ।

১২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৪

কামাল৮০ বলেছেন: কারন শাশুড়ি পড়া লেখা জানে না।পড়া লেখা জানা শাশুড়ি লেখা পড়া না জানা বৌ ঘরে আনতে চাইবে না।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমস্যা হচ্ছে শাশুড়ীরা বউকে মেয়ের চোখে দেখেনা, দেখে প্রতিদ্বন্দ্বী হিসেবে। ধন্যবাদ।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:২৪

শেরজা তপন বলেছেন: এমন শ্বাশুরীদের প্রতি শ্রদ্ধা আর অফুরন্ত ভালবাসা!

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন শাশুড়ি পেলে মেয়েদের জীবন ধন্য হয়ে যেত।

১৪| ২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৩০

ইমরোজ৭৫ বলেছেন: ভারত বলে কথা।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভারত নয় মানবিকতা বলে কথা। ধন্যবাদ।

১৫| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩২

অক্পটে বলেছেন: আহা শ্রদ্ধায় এমনিতেই মাথা অবনত হয়ে আসে।
উনি মানুষ নামের মানুষ নন। উনি হলেন সত্যিকারের মানুষ।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি মানুষ নামের মানুষ নন। উনি হলেন সত্যিকারের মানুষ- এর চেয়ে ভাল কথা আর কি হতে পারে। ধন্যবাদ ভাই।

১৬| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: মানুষই খুবই নিষ্ঠুর প্রানী।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার মায়াময় প্রানীও । ধন্যবাদ।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩২

খায়রুল আহসান বলেছেন: খুবই বিরল একটা ঘটনা, কিন্তু গল্পটা পড়ে মন প্রাণ জুড়িয়ে গেল!
শ্রীমতি কমলাদেবীর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। শাশুড়ি-বউ তথা মা মেয়ে উভয়ের জন্য শুভকামনা!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলে এরকম ঘটনা খুব কমই দেখা যায় । সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.