নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু শূন্যতা

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৮





আমার শূন্যতা তুমি বুঝবে না-
তোমার চোখে এক অদ্ভুত পবিত্রতা আছে
যখনই সরে গেল কায়া হারিয়ে গেল ছায়া
আমি ভুলতে পারিনা মায়াবতী কন্যার মায়া।

আমার শূন্যতা তুমি বুঝবে না-
ভালোবাসা নামক অনুভূতি প্রকাশের আগে
তুমি হয়ে গেছো অন্যের হৃদয়ের প্রজাপতি
ভাবতেই চোখে জল তুমি অন্যের লজ্জাবতী।

আমার শূন্যতা তুমি বুঝবে না-
তুমি ভালোবাসনি করেছো সময় নিয়ে খেলা
মন হারিয়েছে তোমার প্রান্তরে সেই কবে
এখন নিজেকে কি বলে প্রবোধ দেব তবে ?

আমার শূন্যতা তুমি বুঝবে না-
জীবনের খেলাঘরে ছেয়ে আছে অমানিশার অন্ধকার
হারিয়ে গেলে অন্য জগতে জানি তুমি খুঁজবে না
দুঃখ কেবল আমাকে আমার মত কেউ বুঝবে না।


ছবি-নিজের তোলা।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৯

জুল ভার্ন বলেছেন: বাহ! মনোবেদনার বিশয় হলেও খুব সুন্দর কবিতা!

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় প্রকাশ কবি দা

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

ফুয়াদের বাপ বলেছেন: মন-বেদনা লেপ্টে আছে প্রতি পুংক্তিতে। জীবন তবু সামনে এগিয়ে যায়। শুকনো বকুল তবু তার খুশবু থেকে যায় বহুদিন। আর ভালোবাসা তো অমৃত। কষ্ট থাক বুকে, প্রিয়তমার জন্য দোয়া থাক ঠোটে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যাঁ ভাই ফুয়াদের বাপ-ঠিক বলেছেন। ধন্যবাদ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৪

অঙ্গনা বলেছেন: একটা গান মনে আসলো অরিজিতেরবুঝে না সে বুঝে না। গানটা শুনসেন??

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যাঁ শুনেছি। ধন্যবাদ মতামত প্রদানে।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

সামরিন হক বলেছেন: ভালো লেগেছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


বিষাদের কালো মেঘ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেকোনো সময় বৃষ্টি হয়ে গলে পড়বে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২

শেরজা তপন বলেছেন: জুলভার্ন ভাই ও আমার কথা সেম সেম :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১১

মুক্তা নীল বলেছেন:
মাইদুল ভাই ,
আহা বিরহের কবিতা তারপরও ভালোলাগা ।
যে শূন্যতা বুঝে না তাকে বুঝানোর দরকার নাই সে গোল্লায় যাক ( হা হা )

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে গোল্লায় গেলেও শূন্যতা থেকে যায়।

ধন্যবাদ আপু।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিরহের কবিতা ভালো লাগলো। এই ধরণের অনুভূতি মনে কেন আসল?

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাস্ট কবিতা লিখার জন্য। ধন্যবাদ।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার মাঝেই কিছু শূন্যতা থাকে;
যা না থাকলে জীবন হয় এক
ঘেয়েমীতে ভরপুর।

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮

অপ্‌সরা বলেছেন: দুঃখ না পেলে কাব্য হয়না ভাইয়ু!

সো উই নিড দুস্ক ফর কাব্য!

১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা ঠিক। কাব্যটা লিখার জন্যই এমন বিরহী হলুম। ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.