নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-১৬

০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬





আজকের গল্প ঔষধ খাওয়া নিয়ে-


অনেক বাচ্চা আছে ঔষধ খেতে চায় না আর যেসব বাচ্চা ঔষধ খেতে চায় না তারা অসুস্থ হলে পরিবারকে পড়তে হয় ভোগান্তিতে।

আমার মেয়ে ইচ্ছে করলে ওষুধ খেতে পারে কিন্তু যখন না করে তখন তাকে কিছুতেই ওষুধ খাওয়ানো যায় না।

গত মাসে যখন তার জ্বর হলো নরমাল সিরাপ এক সপ্তাহ খাওয়ার পরেও জ্বর সারছিলনা। অনেক বলে কয়ে, ভয় দেখিয়ে, এমনকি ফার্মেসিতে বসিয়ে ইনজেকশন এর ভয় দেখিয়ে ওষুধ খাইয়েছি। কিন্তু জ্বর যখন কিছুতেই সারছেনা না তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর এন্টিবায়োটিক দিয়েছিল।

মেয়েতো এন্টিবায়োটিক খাবে না কিছুতেই। উপায় না পেয়ে আমি আর বাবুর মা হাত-পা চেপে ধরে তার মুখে ঔষধ দিয়েছি কিন্তু সে মুখ থেকে বারবার ফেলে দিচ্ছে। তারপর আরো জোরাজোরি করে খাওয়াতে গেলে সে বলল, এভাবে তাকে ওষুধ খাওয়ালে সে মরে যাবে । তার এই কথা শুনে আমরা তাকে ছেড়ে দিলাম আর সে মুখ থেকে সব ওষুধ ফেলে দিল। ‘আমি মরে যাব’ এই কথাটা কি যে মর্মান্তিক এক বেদনার সেল হয়ে বুকে বাজতে থাকলো সেটা বাবা-মা মাত্রই জানেন, বুঝেন।

মিষ্টি ওষুধ হলে মাঝে মাঝে খায়। এবার ওর কোষ্টকাঠিন্যর জন্য ওষুধ খাওয়ানো শুরু করলাম অনেক বলে কয়ে, বুঝিয়ে শুনিয়ে।

মিষ্টি ওষুধ খেয়ে এখন সে স্বেচ্ছায় প্রতিদিন ওষুধ খায় । এমনকি সেদিন রাত বারোটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে বিছানায় শুয়ে পড়েছে তখন বলে উঠলো ওষুধ খাওয়া হয়নি, ওষুধ দাও । আমরা বললাম, একদিন না খেলে কিছু হবে না। এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে যাও। কিন্তু সে গো ধরলো খাবেই । অবশেষে আবার মশারি খুলে তাকে ঔষধ খাইয়ে ঘুমাতে হলো।

আপনারা কে কিভাবে বাচ্ছাকে ঔষধ খাওয়ান ?

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এর থেখেও কঠিন অবস্থা দাদা
ভাল থাকবেন-------------

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তাই নাকি অবস্থা তাহলে ভয়াবহ। ধন্যবাদ।

২| ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৫

আরোগ্য বলেছেন: মাশা আল্লাহ, খুব কিউট লাগছে মামনিকে। ওর ওষুধ সেবনের ঘটনা শুনে আমার খালাতো বোনের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেও ওষুধ খাওয়ানোর সময় খুব জ্বালাতন করতো খালামনিকে । কিন্তু এবার সে মেডিকেল পাশ করেছে । আশা করি আপনার ছোট্ট মামনিও বড় হয়ে বড় কিছু হবে ইনশাআল্লাহ।

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইনশাল্লাহ বড় হয়ে ভালো কিছু হোক। ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ারে।

৩| ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০

জুল ভার্ন বলেছেন: কিউট বেবী। ❤️

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন।

৪| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

কামাল৮০ বলেছেন: এই বাবুর মাটা কে?মানুষ সবথেকে বেশি পছন্দ করে তার নাম।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানে ?

৫| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শেরজা তপন বলেছেন: এটা বেশ ঝামেলার ব্যাপার! বাচ্চার মায়েদের কষ্টটা অনেক বেশী

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন বেশ কষ্টকর । ধন্যবাদ।

৬| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

কামাল৮০ বলেছেন: ছোট বাচ্চাদের বেশি ঔষধ না খাওয়ানোই ভালো।ছোটখাট রোগ বালাই এমনিতেই সেরে যায়।আপনার মেয়ের মঙ্গল কামনা করি।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৮:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: তা ঠিক কিন্তু নিরুপায় হয়েই ওষুধ খাওয়াতে হয়। ধন্যবাদ।

৭| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:০২

কামাল৮০ বলেছেন: মানেটা হলো বাচ্চার একটা নাম আছে,বাচ্চার মারও একটা নাম আছে।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাচ্চার নামের আগেও কয়েকবার উল্লেখ করেছি তাই এই পোস্টে উল্লেখ করিনি বাবুর নাম জাফরিন মালিহা।

৮| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক বাচ্চাকে ওষুধ খাওয়াতে খুব সমস্যা হয়। আমার বাচ্চাদের অবশ্য এই সমস্যা ছিল না।

তবে আমার মনে হয় আপনার বাচ্চাকে বুঝালে সে খাবে বা খায়। বেশী জোরাজুরির দরকার নাই।

আমি যখন ছোট ছিলাম তখন মাল্টি ভিটামিন ট্যাবলেট লুকিয়ে খেয়ে ফেলতাম। ওগুলির খেতে মিষ্টি লাগতো। আর ক্যাপসুল পানির গ্লাসে ছেড়ে দিতাম। ধীরে ধীরে ক্যাপসুল নরম হত। এটা দেখতে ভালো লাগতো।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমস্যা হচ্ছে না বললে আর সেটাকে হা বলানো যায় না। আল্লাহর রহমতে এখন নিয়মিত ওষুধ খাচ্ছে। ধন্যবাদ ভাই।

৯| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক শুভ কামনা মেয়ের জন্যে।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাদের দোয়া ও শুভকামনা ই কাম্য । ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.