নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়- ১৮

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১২




প্রতিদিন একটি করে গল্প তৈরি হয় । না আসলে প্রতিদিন কয়েকটি করেই গল্প তৈরি হয় কিন্তু সেই গল্পগুলো আর লেখা হয়ে ওঠেনা। এই যেমন ঘন্টাখানেক আগে আমার মেয়ে নিজেই প্রথম বাজার করলো। বলা যায় নিজে নিজে জীবনের প্রথম বাজার করা।

ঘটনাটা হচ্ছে সন্ধ্যার সময় সেমাই তৈরি করেছিল আমার ওয়াইফ। কিন্তু সেমাইটা একটু শক্ত টাইপের করে খেতে চেয়েছিলাম । কিন্তু শক্ত টাইপের সেমাইটা মজাদার না হওয়ায় দুধ দিয়ে আরেকটু পাতলা করে আরেকটু মিষ্টি বাড়িয়ে তৈরি করা হবে । দেখা গেল গুড়া দুধ শেষ হয়ে গেছে । আমি শুয়ে আছি । আমার আর বাজারে যেতে বা দোকানে যেতে ইচ্ছা করছে না। সকালে হাসপাতাল ও বিকেলে একবার বাজার থেকে ঘুরে এসেছি।

কন্যার মা বলল জাফরিন তুমি কি দোকান থেকে এক প্যাকেট গুড়া দুধ এনে দিতে পারবে ?

কন্যা বলল হ্যাঁ পারবো তো।

ওকে বুঝিয়ে টাকা দিয়ে পাঠানো হলো আমি বললাম তুমি যাও আমি পিছে পিছে আসতেছি।

মেয়ে আমাকে বলে না তোমার আসার দরকার নেই আমি একলাই পারব। মেয়ে দ্রুত বেরিয়ে গেল হেজাব হাতে নিয়ে। চুপি চুপি আমিও ওর পিছে দোকানে গিয়ে হাজির।

দুধের প্যাকেট ও ফেরত পাওয়া টাকা নিয়ে সে যেই ঘুরে দাঁড়ালো আমাকে দেখতে পেল। বলল আব্বু আমি পারছি না ?

আমি বললাম হা পেরেছো । এবার নিজে নিজে বাসায় যাও।

সে টাকা ও দুধ নিয়ে বাসায় ফিরল। দোকানদার তাকে কি কি জিজ্ঞেস করেছে সব বলল তার মায়ের কাছে।

এইসব স্মৃতি অমলিন হয়ে থাকবে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মেয়ের জন্য রইলো শুভকামনা।

১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫১

শেরজা তপন বলেছেন: বাঃ আপনার কষ্ট লাঘব হচ্ছে শিঘ্রি :)

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা.......তা যা বলেছেন ভায়া। ধন্যবাদ।

৩| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২২

শাওন আহমাদ বলেছেন: নেক হায়াতে বেঁচে থাকুক দীর্ঘ থেকে দীর্ঘ বছর।

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। দোয়া কবুল হোক।

৪| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিদিন অনেক গুলো গল্প তৈরি হয় কিন্তু

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু সব গল্প লেকা হয়ে উঠেনা। ধন্যবাদ।

৫| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৯

জুল ভার্ন বলেছেন: এভাবেই প্রতিদিন একটা করে সুন্দর গল্প তৈরী হোক। কন্যার জন্য অনেক দোয়া।

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভকামনা ও ধন্যবাদ।

৬| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রিয় শহরের সুন্দর একটা দৃশ্য দেখলাম। কন্যার জন্য শুভ কামনা।

১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । ভাল থাকুন।

৭| ১৬ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৮

নতুন বলেছেন: মেয়েরা একটু বড় হলেই বাবাদের মায়ের ভুমিকায় নিয়ে নেয়। :)

গতকাল ডানার একটা দাত তোলার জন্য প্রায় ১ ঘন্টা কান্নাকাটি করার পরেও ওকে বোঝাতে পারিনাই।

আজ আবার চেস্টা করবো।

১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন। ডানাকে ভিডিও দেখাতে পারেন যে কত সহজে বাচ্চারা দাত তোলতে পারে। তাহলে সে হয়তো বুঝতে পারবে। ডানার জন্য শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.