নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ।

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩







ঘুরতে গিয়ে

বেড়াতে গিয়ে

কিছু ছবি তোলা

হয়েছে।

ছবি গুলো শেয়ার করা হলো।

আর ছবি ব্লগ পবিত্র হোসাইন উৎসর্গ করা হলো।

কারণ তিনি আমার তোলা কিছু ছবি দেখতে চেয়েছিলেন।

বেশিরভাগ ছবি গজারিয়া, মুন্সীগঞ্জে তোলা।






বোনের বাসার বারান্দায় ফুটেছে নীল অপরাজিতা।



বহু বছর পর ফেরিতে পারাপর।



কামরাঙ্গার ফুল।



আমার মেয়ের জীবনে প্রথম ফেরি দেখা ও চড়া।



নাম না জানা ফুল।



আমার লাগানো গাছের সুপারি।



নীল আকাশ।




কদবেল ও কদবেলের ভর্তা



ছায়া কায়ার খেলা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

হাবিব বলেছেন: সুন্দর ছবিব্লগ

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

অপ্‌সরা বলেছেন: ফেরীতে চড়ে কন্যা খুশি নহে। বিরক্ত হয়ে বসে আছে মনে হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুশি ছিল কিন্তু রোগ লাগাতে বিরক্ত হয়েছে। ধন্যবাদ।

৩| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি প্রথম ছবির পর বেশ কয়েটা স্পেস বার চাপুন তাহলে এতোগুলো ছবি ফ্লন্ট পেইজের অন্য পোষ্ট নষ্ট করবে না । একাই সব জায়গা দখল করে আছেন ?
:)
ফুল চারটির ছবি খুব সুন্দর হয়েছে ।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাতা ১ম পাতা খারাপ না দেখায় তাই কিছু লেখা লেখে পোস্ট দিলাম কিন্তু কাজ হলনা। ধন্যবাদ।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২৬

বিটপি বলেছেন: ফেরিটা কোথাকার? আমার কখনো ফেরি চড়তে ইচ্ছেনহল আরিচা চলে যাই। সেখান থেকে পাবনা গিয়ে ঈশ্বরদী হয়ে ট্রেনে ঢাকা চলে আসি।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেরি চড়তে এত দূর যেতে হবেনা ভাই।

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে দাউদকান্দি ব্রিজের আগে ভবেরচর নাম বাস স্ট্যান্ডে(মেঘনা ব্রিজের পরে দাউদকান্দি ব্রিজের আগে ভবেরচর নামতে হবে) নেমে সিএনজি দিয়ে রসূলপুর গুদারাঘাট নেমে ফেরিতে চরতে পারবেন। এটা মুন্সীগঞ্জ, গজারিয়া। ধন্যবাদ। যদি কখনো যাওয়া হয় জানাবেন।

৫| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৭

শেরজা তপন বলেছেন: মেয়ের মনটা এত খারাপ কেন- মুখটা গোমড়া?

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে খুশী ছিল। রোদ আসেনা এবং ফেরীর কিনারে পানি দেখতে যেতে না দেওয়ায় মন খারাপ। ধন্যবাদ।

৬| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭

জুন বলেছেন: খুব সুন্দর এক একটা ছবি বিশেষ করে প্রথম ফেরীতে চড়া গাল ফোলানো কন্যা :) কদবেলের ভর্তা দেখে জিভে পানি আসলো মাইদুল সরকার।
ভালো লাগা রইলো।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপু দাওয়াত রইলো।

৭| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

আবু ছােলহ বলেছেন:



মুন্সিগঞ্জের অনেক স্মৃতি রয়েছে। ছবি ব্লগ ভালো লাগলো।

মা মনিকে অনেক অনেক স্নেহ।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। মুন্সিগঞ্জ নিয়ে আপনার স্মৃতিচারণ মূলক পোস্ট চাই। ভালো থাকবেন।

৮| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.