নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

কষ্ট নামের প্রজাপতি

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৫






কষ্ট নামের কারাগারে তুমি আমি দুজনই বন্দি
সন্ধ্যামনি প্রদীপ জ্বলে ধীরে নেমে আসে রজনী
বৃষ্টি কিংবা জোছনায় মন চায় আবার হোক সন্ধি।

তবু দুজনার পথ আজ সমান্তরাল না হয়ে হল ভিন্ন
গোলাপের ঘ্রাণের মত পুরোনো স্মৃতি হানে আঘাত
মোহনাতে এসে নদীর পথ চিরকাল থাকে অভিন্ন।

কি ক্ষতি বলনা সখী চোখের জলে পদ্মপুকুর হলে
চল বুক থেকে বের করি কষ্ট, কষ্ট নামের প্রজাপতি
প্রেম মানে পাগলামী বিরহের যমুনা বহে বুকের তলে।

কষ্টের সুতো কাঁটা ঘুড়ি উড়িয়ে দিয়ে আসি কাছাকাছি
হাতে হাত রেখে নতুন প্রহরে মুখোমুখি বসি দুজন
চোখ মনের এ কথা বলে- তুমি ছাড়া কি করে হায় বাঁচি।


চল বুক থেকে বের করি কষ্ট, কষ্ট নামের প্রজাপতি
স্রোতের মত বহতা হোক আমাদের জীবনের গতি।



ছবি-https://unsplash.com/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক অনুভব মুগ্ধতা কবি দা
ভাল থাকবেন--------

২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

নীল-দর্পণ বলেছেন: কষ্টের সুতো কাঁটা ঘুড়ি উড়িয়ে দিয়ে আসি কাছাকাছি
হাতে হাত রেখে নতুন প্রহরে মুখোমুখি বসি দুজন

দু'জনের জন্যেই ভালো হলে সেটাই ভালো। তবে সব সময় কী এটা সম্ভব হয়?

চল বুক থেকে বের করি কষ্ট, কষ্ট নামের প্রজাপতি
স্রোতের মত বহতা হোক আমাদের জীবনের গতি।
সেই ভালো।

২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কোডিং করে মন্তব্য করার জন্য।

৩| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা মানব জীবন !!!!!!!!!!!!!!
কত যে চাওয়া ছোট এ জীবনে, হয়না পূরণ অনেক চাওয়ারই ।
তার পরও জীবন থেমে থাকেনা।
জীবন চলে জীবনের নিয়মে , হয় পূরণ কিছু কিছু চাওয়ার।

২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই জীবন এমনি। কেউ পায় কেউ পায় না। ধন্যবাদ।

৪| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকদিন পর কবিতা লিখলেন?

২২ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর কবিতা পোস্ট করলাম, ডায়রীতে লেখা হয় নিয়মিত। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.