নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
মেয়ে আমাকে বলল বাবা পতাকা নিয়ে এসো। আমি বললাম কোন দেশের পতাকা আনব ব্রাজিল নাকি আর্জেন্টিনা ? সে বলল ব্রাজিল।
মেয়ে হয়তো শুনে থাকবে আমি ব্রাজিল দলকে পছন্দ করি তাই সে ব্রাজিলের পতাকা আনতে বলেছে। এবং সে নিজেও একজন ব্রাজিলের খুদে সাপোর্টার।
অফিস শেষে বের হয়ে আগ্রাবাদ মোর ঘুরে চৌমহনী হয়ে বাসায় ফিরলাম কিন্তু কোথাও পতাকা ওয়ালাকে দেখতে পেলাম না।
বাসায় ফিরে গেলাম ব্যর্থ সৈনিকের মত আর মনে মনে ভাবছিলাম মেয়ে পতাকার কথা ভুলে গেলে বেঁচে যাব।
কিন্তু বাসায় ফিরে দেখি সে ঘুম থেকে জেগে উঠেছে এবং তখন সন্ধ্যা হচ্ছে।
তাই সে রাগ করে বলে উঠলো, আমাকে বিকাল এনে দাও। আমি ঘুমাতে চাই না ঘুমালেই সন্ধ্যা হয়ে যায় আমি আর খেলতে পারি না ।তাই সে বিকাল ফিরে পেতে চায়। সে বিকালে খেলতে চায়।
তার সাথে এটা সেটা বলছিলাম আর ভাবছিলাম হয়তো পতাকার কথা আর তুলবে না কিন্তু আমাকে চমকে দিয়ে সে বলল পতাকা কোথায়?
আমি বললাম, মা তোমার জন্য পতাকা অনেক খুজেছি কিন্তু পাইনি ।আরেকদিন পেলে নিয়ে আসব। সে তখন রাগ করে বলল আমি তাহলে কিছু খাব না। আমি বললাম, তুমি নাস্তা করে নাও আমিও নাস্তা করি তার পর চলো আবার আমরা বের হই দেখি পতাকা পাই কিনা।
নাস্তা করে বাসার সামনে রাস্তায় খুঁজলাম কিন্তু পেলাম না পতাকাওয়ালাকে।
পরের দিন পতাকা ওয়ালা কে পেয়ে মেয়ের জন্য পতাকা নিয়ে গেলাম, ব্রাজিলের পতাকা। পতাকা পেয়ে বলল, পতাকা এমন কেন ?মাঝখানে লাল গোল নেই কেন ? আমি বললাম, ও ওটাতো বাংলাদেশের পতাকা তুমি তো ব্রাজিলের পতাকা চেয়েছ তাই এরকম পার্থক্য। মেয়ে বলল ঠিক আছে তাহলে বাংলাদেশেরও একটা পতাকাও এনে দিও।
গতকাল রাতে তার মা সেজেগুজে ট্রায়াল দিচ্ছে আজকে দাওয়াত আছে সেই দাওয়াতে যাওয়ার পূর্ব প্রস্তুতি। মার দেখা দেখি মেয়ে ও নিজে নিজে সাজগোজ করলো। মা তার মেয়ে কে বলছে, দেখতো আমার সাজটা ঠিক আছে কিনা? এভাবে কি অনুষ্ঠানে যাব। মেয়ে বলল হা ঠিক আছে।
এবার জাফরিন তার মাকে বলছে, তাহলে তোমার মত আমাকেও সাজিয়ে দাও। তার মা বলল, না তুমি ছোট মানুষ এত সাজতে হবে না। ব্যস অমনি সে বলল, তুমি এত বেশি সাজ দিস কেন তোমাকে ভূতের মত দেখা যাচ্ছে। মেয়েকে না সাজিয়ে দেওয়ার জন্যই সে তার মাকে এই উত্তর দিয়েছে।
গতকাল রাতে মেয়ে আমার সাথে ব্রাজিলের পুরু খেলাটা দেখেছে। লাইফে এটাই তার প্রথম ফুটবল খেলা পুরোপুরি দেখা।
আমি যখন বারবার বলছি, গোল দে, গোল দে। মেয়ে আমাকে প্রশ্ন করে বাবা তুমি কেন এরকম বলতেছ, তুমি কি ওখানে খেলতেছো?
আমি বললাম না খেলছি না। কিন্তু আমার দল তো গোল পাচ্ছে না তাই বলছি।
বাবা হলুদগুলো কোন দল ? আমি বললাম ব্রাজিল । বাবা লাল গুলো কোন দল ? আমি বললাম সুইজারল্যান্ড ।মেয়ে তখন বলল ওই কালো লোকটা কেন দৌড়াচ্ছে ও কে, ও কোন দল।
আমি বললাম ও কোন দলের নয় ও রেফারি। ওর কাজ খেলা পরিচালনা করা, কে ভুল করে তা দেখা।
খেলা শেষে ব্রাজিল যখন এক গোলে জয়ী হলো তখন আমি উল্লাস করছি মেয়েও আমার সাথে হাসছে।
চারিদিকে বোম ফোটানোর আওয়াজ শুনে মেয়ে বলছে, বাবা ঘুমাতে দেবে না।
আমি বললাম দেবে ।একটু পরে এসব আওয়াজ বন্ধ হয়ে যাবে। সবাই ঘুমিয়ে যাবে। বাবা আম্মু তো ঘুমিয়ে গেছে তুমি আমার সাথে এই পাশে এসে ঘুমাও না। মেয়ের কথা শুনে আমি তার সাথে শুয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম।
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওয়াও নিহালও ব্রাজিল ! যাক শখ করেছে একটি গেঞ্জি কিনে দেন । আসলেই প্রতিটি বাবু প্রতিদিন গল্প তৈরী করে। ধন্যবাদ।
২| ৩০ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৪৮
সোহানী বলেছেন: সব দেখি ব্রাজিল। ঠিক ঠিক এখন থেকেই ব্রাজিল এর সাপোর্টার তৈরী হোক............
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্রাজিলের মত নান্দনিক পৃথিবীর অন্য কোন দেশ খেলতে পারেনা তাই আমি ব্রাজিলকে সার্পোট করি। অবশ্য মেসির খেলাও ভাললাগে। ধন্যবাদ।
৩| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
ওয়াও নিহালও ব্রাজিল ! যাক শখ করেছে একটি গেঞ্জি কিনে দেন । আসলেই প্রতিটি বাবু প্রতিদিন গল্প তৈরী করে। ধন্যবাদ।
ছেলেটার ফুটবলের উপর আগ্রহ আছে দেখলাম। জীবনের প্রথম ফুটবল ম্যাচ দেখলো আমার সাথে। দেখে খুব খুশি।
মাকে গিয়ে বলে , আমি ফুটবল খেলা দেখছি বাবান সাতে !
যেন একটা বিস্ময়।
দেখি আজ হলুদ জার্সি পাই কিনা।
পৃথিবীর সব শিশুদের হোক আর্জেন্টিনার পতাকার মত আকাশি , সেখানে সাদা সাদা মেঘ খেলা করুক। ব্রাজিলিয়ান সবুজ আমাজন পৃথিবীতে আরো সবুজ বয়ে আনুক !
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক প্রথমের সঙ্গী হোক আপনার ছেলে, আমার মেয়ে।
যা কিছু ভালো, কল্যানকর তাই ওদের ঘিরে রাখুক সর্বক্ষণ। ভাল থাকুন।
ধন্যবাদ ।
৪| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আআমার কন্যার বয়স প্রায় দুই বছর। দুই বছরের কন্যার জন্য ভালো আর্জেন্টিনার জার্সি খুঁজে পেলাম না। শেষে গতকালা একটা জার্সি পেয়েছি। কিন্তু দুই সাইজ বড়।
আপনার কন্যার জন্য শুভ কামনা।
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক বড় হলেও বাচ্চারা জার্সি পেয়ে খুশি হয়েছে নিশ্চয়। ভাল থাকুক কন্যারা ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাল আমার ছেলে ব্রাজিলের 'ফুটবন' খেলা দেখেছে। ওর নাকি একটা 'নিহাল কালান" (নিহাল কালার মানে হলুদ) এর 'গিঞ্জি' লাগবে।
বাচ্চা খুব সুন্দর সুন্দর গল্প তৈরী করে।