![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আকাশে তখন শুক্লা দ্বাদশীর চাঁদ
কোথা থেকে উদয় হলো মনে মরনের সাধ
পাওয়া গেলনা তারে
রাতভর খুঁজেছে যারে
সবকিছু পরে আছে, ছিল যা যেমন ঘরে।
প্রেমের কবিতার পাশে চায়ের পেয়ালাও ছিল
ভালোবাসার পত্র ছিল-তবুও সে নিরুদ্দেশ হলো
হয়তো স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল তার
না ফেরার দেশ থেকে কেউ কি ফেরে আর ?
অবহেলার মূল্য বুঝিয়ে দিয়েছে সে এবার
কোন দিন আসবেনা আর
সে যে চলে গেছে পৃথিবীর পথ ছাড়ি, অধমুখে মাথা গুঁজি
এটাই নিয়তি ছিল বুঝি।
কোন দিন জাগবেনা আর
লাঘব হলোনা বেদনার ভার
আজও কি মনে রাখ তারে
অবসাদে পেয়েছে যারে
দেখে সে পৃথিবী ছেয়ে গেছে অদ্ভুত আঁধারে।
২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক চিন্তার পর ভাবনার পর অনুভবের পর এমন কবিতার জন্ম হয়।
অবহেলা সহনীয় নয়।
২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর মূল্যায়ন করেছেন।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫২
মুক্তা নীল বলেছেন:
এতো মন খারাপের কবিতা পড়লে তো মন আরো খারাপ হয়ে যায় ভাই । শীতের এই মেঘলা মেঘলা দিন কি ভাইয়ের মন খারাপ করে দিলো ?
২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আপু। কবিতাটা লিখেছি আরও আগে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: মনে হলো লেখাটা হৃদয় থেকে লেখা। বেশ ভালো লেগেছে।
শুভেচ্ছা আপনাকে।