নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আসলে আমিও প্রথমে যখন বইয়ে ওনার নাম পড়েছি তখন তাকে ছেলে বলেই মনে করেছি। ভুলটা পরে ভেঙ্গেছে। তার মৃত্যুতে অনেকেরই হয়তো সেই ভুল ভাঙ্গবে বা ভেঙ্গেছে।
বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন কবি কাজী নজরুল ইসলাম—এ রকম একটি ভাস্কর্য আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বাংলাদেশের শত শত ছবিতে এটি দেখা গেছে। একেবারে সাধারণ গ্রামীণ দর্শক, যিনি হয়তো ঢাকায়ও আসেননি, কিন্তু সিনেমার মধ্যে ভাস্কর্যের নজরুলকে দেখেছেন—যুবক নজরুল দাঁড়িয়ে আছেন প্রেমিক-ভঙ্গিতে, হাতে বাঁশি। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, এফডিসির নজরুল শিল্পকর্মটির ভাস্কর শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’, জগন্নাথ হলের মাঠে দাঁড়ানো ‘বিবেকানন্দ’—এগুলো শামীম শিকদারের কাজ। নিউ ইস্কাটনে তাঁর একটি ভাস্কর্যবাগান আছে। জগন্নাথ হলের পেছনে উদয়ন স্কুল ও সলিমুল্লাহ হলের মুখে সড়কে তাঁর শিল্পকর্মের সবচেয়ে বড় উন্মুক্ত গ্যালারি এখন ঢাকায়। এখানে প্রায় শ খানেক ভাস্কর্য তিনি করে রেখে গেছেন। এ ছাড়া দেশে-বিদেশে তাঁর আরও অনেক কাজ সংগ্রহে রেখেছেন বিভিন্ন কলারসিক ও প্রতিষ্ঠান। চারুকলার ভাস্কর্য বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর শামীম শিকদার চলে যান লন্ডনে।
১৯৫২ সালে জন্মেছিলেন তিনি, মারা গেলেন ২১ মার্চ ২০২৩। বলতে পারি, ভাস্কর হিসেবে শামীম শিকদারের জীবনে প্রভাব রেখে থাকতে পারেন পঞ্চাশের দশকেই নিজের কাজে স্বাক্ষর রাখা ভাস্কর নভেরা আহমেদ। বাংলাদেশের নারী বলতে যা বোঝায়, চলনেবলনে ও সৃজনে নভেরা আহমেদ এবং পরে শামীম শিকদার যেনবা তার বাইরেই ছিলেন। দুজনের পোশাক–পরিচ্ছদও তাই প্রথাগতভাবে শাড়ি-ব্লাউজ ছিল না। শামীম শিকদার জিনস-শার্ট আর পায়ে কেডস পরতেন। পকেটে সত্যিকারের পিস্তল ঝুলিয়ে রাখতেন। কেন রাখতেন? বড় ভাই সিরাজ শিকদারের মতো তিনিও কি নিজেকে বিপ্লবী মনে করতেন?
তথ্য ও লেখা- প্রথম আলোর টোকন ঠাকুরের প্রতিবেদন।
শামীম শিকদার নিজেই গাড়ি চালিয়ে আসতেন চারুকলায়, আমরা ছাত্ররা তাকিয়ে দেখতাম। শামীম ম্যাডাম এককথায় ‘ডেসপারেট অ্যাপ্রোচে মুভ’ করতেন। ঢাকা শহর যেনবা তাকিয়ে দেখেছে ভাস্কর শামীম শিকদারকে, যার বড় ভাইয়ের নাম সিরাজ শিকদার, সদ্য স্বাধীন বাংলাদেশে শ্রেণিবদলের রক্তাক্ত আলোচিত-সমালোচিত সেই বিপ্লবী সিরাজ শিকদার।
সিমেন্ট, কাঠ, ব্রোঞ্জ, প্লাস্টার অব প্যারিস, কাদা, কাগজ, লোহা ও গ্লাস ফাইবারকেও মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন শামীম শিকদার। একুশে পদক পেয়েছেন তিনি। পেয়েছেন দেশ-বিদেশের আরও অগণন পদক ও সম্মাননা। বাংলাদেশ তাঁকে চেনে-জানে, তিনি কে?
যে দেশের নারীরা ঢেঁকিতে ধান ভেনে চাল বের করে স্বামীর জন্য রান্না করে পাখা দিয়ে হাওয়া দেয় গরম ভাতে, সেই দেশেরই নারী শামীম শিকদার। শামীম নাম তো এ দেশে সচরাচর পুরুষবাচকই শোনা যায়, কিন্তু শামীম নামটি একজন নারীরও, তিনি শামীম শিকদার। অথচ বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে চিত্রকলায় যে সামগ্রিকভাবে ঘরে ঘরে খুব বেশি আদৃত, তা–ও নয়, তাহলে ভাস্কর্যের গ্রহণযোগ্যতা সামাজিকভাবে কীভাবে বাড়বে? সেখানেই ভাস্কর হিসেবে শামীম শিকদার কাজ করে গেলেন, নাম করলেন। নিজের স্বাক্ষর রেখে গেলেন। এটি বাংলাদেশের বর্তমান ও আগামী দিনের অনাগত নারী-পুরুষের জন্য প্রেরণা হয়ে থেকে যাচ্ছে, যেভাবে আমরা নেতাকে মনে রেখে যাচ্ছি।
অসংখ্য ভাস্কর্য নির্মাণের পাশাপাশি শামীম শিকদার গ্রন্থ রচনা করেছেন বেশ কিছু। যেমন ‘ইনার ট্রুথ অব স্কাল্পচার: আ বুক অন্য স্কাল্পচার’, ‘স্কাল্পচার কামিং ফরম হ্যাভেন, কনটেম্পোরারি আর্ট সিরিজ অব বাংলাদেশ’। কবি জাকারিয়া চৌধুরী তাঁর স্বামী ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান আছে।
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নামটাই যে ছেলেদের সেজন্যইতো সবাই ভাবে উনি পুরুষ। ধন্যবাদ।
২| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা শামীম সিকদার। সুন্দর তথ্যবহুল পোস্ট।
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শামীম শিকদারের প্রতি শ্রদ্ধা। তিনি বেঁচে থাকবেন তাঁর কীর্তির মধ্যে।
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা উনি বেঁচে থাকবেন বাংলায় তাঁর কীর্তির মধ্যে। ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০১
শায়মা বলেছেন: আমি অবশ্য তাকে মেয়ে বলেই জানতাম।
শ্রদ্ধা শিল্পীর জন্য।
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।
৫| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১০
শাহ আজিজ বলেছেন: আমার শিক্ষিকা ছিলেন শামিম আপা । আমরা চমৎকার সময় কাটিয়েছি সেই ৭৮ সাল থেকে ৮১ সাল পর্যন্ত ।
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে অনেক স্মৃতি রয়ে গেছে আপনাদের। উনি বেঁচে তাকবেন ওনার কর্মের মধ্যে। ধন্যবাদ।
৬| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১৭
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা
২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওপারে ভাল থাকুন শামীম শিকদার। ধন্যবাদ।
৭| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা দূরদানা !!!
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা জীবন।
৮| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিনের জন্য উনি রাজপথে নেমেছিলেন।
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি সাহসী ছিলেন । ধন্যবাদ।
৯| ২২ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
ঢাবিয়ান বলেছেন: একজন ভাস্কর শামীম শিকদার মৃত্যুতেই কেবল অনেকে জানলেন তিনি নারী !!!!!
এটা কি বললেন? কারা জানতো না যে তিনি একজন নারী ?
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকেই জানে না। আজকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি তারা বলতে পারিনি। ধন্যবাদ।
১০| ২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:২২
জুল ভার্ন বলেছেন: ভাষ্কর্য শামীম সিকদারকে পুরুষ ভাবার মতো শিক্ষিত লোক বাংলাদেশে আছে- এটা আমার কাছে অবিশ্বাস্য! ১৯৮০ সনের কথা, শামীম সিকদার মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট পেরিয়ে ইন্দিরা রোড যাচ্ছিলেন....অন্য এক মোটরসাইকেল আরোহী দুই তরুণ তাঁকে উদ্দেশ্য করে নোংরা ইংগিত করায় শামীম সিকদার সেই দুই তরুণেরা আচ্ছামত প্যাদানী দিয়েছিলেন।
শামীম আযাদ নামে একজন বিখ্যাত কবি আছেন, যিনি একদা সাপ্তাহিক বিচিত্রার বিভাগীয় সম্পাদক ছিলেন। বর্তমানে লন্ডন প্রবাসী।
আলোচ্যে দুই শামীমকে বেশ কাছে থেকেই দেখার সুযোগ হয়েছিল। বাহ্যিক ভাবে দুজনেই অনেকটাই পুরুষালী....
পোস্টে প্লাস।
২২ শে মার্চ, ২০২৩ রাত ৯:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতিচারণ করায় ধন্যবাদ। সময়ের তুলনায় উনি বেশ সাহসী ছিলেন । নামের সাথে ওনার পুরুষালী স্বভাব মিলে গেছে। ধন্যবাদ।
১১| ২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩১
মনিরা সুলতানা বলেছেন: শ্রদ্ধা শিল্পীর প্রতি।
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১২| ২২ শে মার্চ, ২০২৩ রাত ৯:০৪
অর্ক বলেছেন: জেন্ডার জেনে কি হবে ভাই? ভুল হলে হোক, ক্ষতি কি! এটায় এতো গুরুত্ব দেয়া কেনো? অনেককিছু জানা হলো তাঁর সম্পর্কে। আপনার লেখায় উল্লেখিত ভাস্কর্যগুলোর সবই বোধহয় দেখা। ভালো লগলো পড়ে।
শুভেচ্ছা থাকলো।
২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবু জানা থাকা ভালো। ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
১৩| ২২ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৮
দারাশিকো বলেছেন: উনি নারী সেটা আগেই জানতাম। কিন্তু উনার ছবি দেখে একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম।
২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনার যৌবনকালের ছবি দেখলে বিভ্রান্ত না হয়ে উপায় নেই। ধন্যবাদ।
১৪| ২২ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩১
করুণাধারা বলেছেন: শামীম শিকদার কে নিয়ে লেখাটি ভালো লেগেছে।
আমি অবশ্য সবসময় জানতাম যে, শামীম শিকদার মহিলা।
২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। সুস্থ্য থাকুন।
১৫| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ৩:৩২
কামাল১৮ বলেছেন: কয়েকবার তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে অনেক।প্রচুর সিগারেট খেতো।বড় ৰাইয়ের মতো নিষেধ করতাম।
২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল উপদেশ দিয়েছেন। ধন্যবাদ।
১৬| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
১৭| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:২০
সোহানী বলেছেন: লিখাটার শিরোনাম আর কিছু মন্তব্য দেখে অবাক হলাম যে শামীম সিকদার এর জেন্ডার জানা নেই অনেকের।
নাম যাই হোক, তিনি একজন অসাধারন ব্যাক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার ও যে গেছে উনাকে চেনার কথা অবশ্যই।
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা আপু এটাই বাস্তবতা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৭
শাওন আহমাদ বলেছেন: আমি নিজেই আজ জেনেছি একজন মেয়ের নাম শামীন আর ভাস্কর শামীম একজন মেয়ে।