নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

একজন মানবিক বাড়িওয়ালা আলম সাহেব

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৫




আলম সাহেব একজন বাড়িওয়ালা হিসেবে বেশ মানবিক মানুষ। অনেক বাড়িওয়ালার ধন আছে মন নেই। অনেকের আবার মন আছে ধন নেই কিন্তু আমাদের বাড়িওয়ালা আলম সাহেব ধনে,মনে, জনে পরিপূর্ণ।

রমজানের প্রথম দিনে তিনি তার বিল্ডিংয়ের ২০ ভাড়াটিয়া ফ্যামিলিকে রমজানের তোহফা পাঠিয়েছেন।

সেই তোহফায় ছিল এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি সয়াবিন তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আটা ও একটি ফ্যামিলি প্যাক নুডুলস।

প্রতি বছর রমজানে তিনি এই উদারতা দেখিয়ে থাকেন। ভারাটিয়ারা অবশ্য একদিন ওনাকে ইফতারি পাঠিয়ে ধন্য করেন।

শুধু রমজান নয় কোরবানীর ঈদেও তিনি তার জবাইকৃত গরু থেকে প্রতিটি ফ্ল্যাটের জন্য দুই কেজি মাংস পাঠিয়ে দেন। যারা গ্রামের বাড়িতে চলে যায় ঈদ করতে তাদের মাংস তিনি ফ্রিজে ফ্রিজাপ করে রেখে দেন পরে ভাড়াটিয়ারা ফিরলে সাথে সাথে দিয়ে দেন।

শুধু তাই নয় বছরের কোন কোন দিনে ওনার গ্রামের বাড়িতে মেজবানের আয়োজন করা হলে সাতকানিয়া থেকে তিনি সেই রান্না করা মাংস ও অন্যান্য খাবার ওনার সব ভারাটিয়াদের সমান হারে বিতরণ করেন।

যেখানে শহরের প্রতিটি বাড়িওয়ালা ৫ তারিখ কিংবা ১০ তারিখের মধ্যে প্রতি মাসের ভাড়া পেমেন্টের জন্য বাধ্য বাধকতা জারী করেন। সেখানে তিনি মাসের ৩০ তারিখ পর্যন্ত যেকোনো সময় ভাড়া গ্রহণ করেন।

পানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে নেই কোন অভিযোগ।

এর কারণটা উনি আমাকে ব্যাখ্যা করেছিলেন একদিন। তিনি বলেছিলেন সবার তো সব মাস সমান যায়না। সবাই তো আর টাইম মতো সেলারিও পায় না তাই ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন ওনার বাসা ভাড়া পেলেই হল। এই যে উদারতা, এই যে মন মানসিকতা ইদানিং বাংলাদেশে কমে আসছে।

এ রকম দরদী ও মানবিক বাড়িওয়ালা দেশের প্রতিটি শহরে প্রয়োজন।



ছবি- অনলাইন থেকে নেয়া।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: অর্থ্যাত সমাজে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে।
খারাপ মানুষেরা ভালো মানুষদের কাছ থেকে কিছু শিখে না।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যাঁ ভাই সমাজে ভালো মানুষ মন্দ মানুষ দুটিই আছে। ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম বাড়িওয়ালার বাসা কেউ সহজে দরকার না হলে ছাড়েও না...

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৩| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২

অধীতি বলেছেন: কিছু মানুষ ভালো থেকে যায়। এরকম বাড়িওয়ালা পাওয়া ভাগ্যের ব্যাপার।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ধন্যবাদ।

৪| ২৮ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: এমন মানবিক বাড়িওয়ালা সত্যিই এই জমানায় মিলা দুষ্কর!!

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: তা অবশ্য ঠিক । তবে হাতেগোনা দুই একজন আছেন বটে। ধন্যবাদ।

৫| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,




তিনি যদি আপনার বাড়ীওয়ালা হন তবে আপনি ভাগ্যবান। এরকম বাড়ীওয়ালা খুব একটা দেখা যায়না। শেষ লাইনটির জন্যে বলতে হয় ---
" আমাদের দেশে কবে
এরকম বাড়ীওয়ালা হবে! "

সহব্লগার রাজীব নুর এর মন্তব্যে সহমত।

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সত্যিই ভাগ্যবান আমি। ধন্যবাদ।

কবে হবে জানিনা। তবে সমাজে এরকম মানুষ সব সময় দু’একজন থেকে যায় আড়ালে। ধন্যবাদ।

৬| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন।ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: এই জন্যই সমাজ এখনো টিকে আছে । আমরা এখনো পুরাপুরি পচে যাই নাই !! একজন ভাড়াটিয়ার পক্ষ থেকে আপনার বাড়িওয়ালা কে আমার সালাম জানাবেন !!

২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ধন্যবাদ ভাই। এরকম মানুষ টিকে থাকুক সমাজে, দেশে দেশে।

৮| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দোয়া রইলো এমন বাড়িওয়ালার জন্য।

৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ।

৯| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমি বাড়িওলা হলে একজন মানবিক বাড়িওলা হতাম।

৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুনে ভাললাগলো।

১০| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩০

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্। কতোইনা সুন্দর আমাদের ইসলাম যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি!
আপনি ধন্য এমন বাড়িওয়ালা পেয়ে। আর বাড়িওয়ালা ধন্য আপনার মত কৃতজ্ঞ ভাড়াটিয়া পেয়ে।

০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! কি সুন্দর করে বললেন ভাই। ধন্যবাদ।

ইসলামের চেয়ে সুন্দর , শান্তির বিধান আর কোথাও নেই।

১১| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪

অংকন সৈকত বলেছেন: বেশিরভাগ বাড়িওয়ালা ভাল। আবার অনেক বাড়ির মালিক পরিস্থিতির স্বীকার হয়ে ভাড়াটিয়ার সাথে বিরূপ আচরণ করে থাকেন ।

০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ কেউ আছেন বেশি বিরক্ত করেন ভাড়াটিয়াদের। ধন্যবাদ।

১২| ৩১ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০২

খায়রুল আহসান বলেছেন: বাহ, খুবই ভালো মানুষ তো আপনাদের বাড়িওয়ালা আলম সাহেব! চমৎকৃত হ'লাম তার মহানুভবতার কথা জেনে। আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে উত্তম বিনিময় দান করুন!
জটিল ভাই বলেছেন:
“মাশাল্লাহ্। কতোইনা সুন্দর আমাদের ইসলাম যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি!
আপনি ধন্য এমন বাড়িওয়ালা পেয়ে। আর বাড়িওয়ালা ধন্য আপনার মত কৃতজ্ঞ ভাড়াটিয়া পেয়ে”
- একমত।

০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমিন। ধন্যবাদ আপনাকে। হ্যা জটিল ভাই সুন্দর বলেছেন। ভাল থাকুন।

১৩| ৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:০৪

করুণাধারা বলেছেন: আপনার বাড়িওয়ালার কথা জেনে ভালো লাগলো। আমার মনে হয় ওনার সব ভাড়াটিয়ারাও ভালমানুষ, তাদের একজন আপনি।

০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.