নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়- ২৮

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৬




রমজানে মেয়ে আমার ইফতার, সেহেরি ও ভোররাত নিয়ে কৌতহল দেখিয়েছে প্রথম দিকে সেটাই আজকের গল্প।


প্রথম দিন যখন আমরা রোজা রাখার জন্য বাবুকে তারাতারি ঘুমিয়ে যাবার জন্য বললাম সে বলল, আমিও ভোররাতে উঠবো। ভোররাত দেখবো। ভোররাত কেমন ? সেহেরি কি ?

তাকে বুঝিয়ে বলা হলো। ভোররাতে যখন তাকে ডেকে তুললাম সে বাহিরের দিকে তাকেয়ে বলল, ভোররাত তো অন্ধকার । আমি উঠবো না, ঘুমাবো।


সকালে যখন তাকে নাস্তা দেওয়া হলো। সে বলল- আমরা নাস্তা খেয়েছি কিনা ?

তার মা বলল আমরাতো রোজা রেখেছি । কিছু খাওয়া যাবেনা।

সে বলল- তাহলে আমিও রোজা, আমিও খাবনা।

তার মা বলল-ছোট মানুষের খেতে হয় । তুমি নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত রোজা রাখবে। তারপর দুপুরে খেয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করবে।

সে বলল-ঠিক আছে।

জাফরিনের চাচতো ভাই তাকে বলল- জাফরিন রোজা রাখছো ? ভাইয়াতো রোজা রাখছি। মেয়ে বলল-আমিও রোজা। না তোমারটা হবেনা তুমি নাস্তা খাইছো।

আম্মু বলছে নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত ছোট মানুষের রোজা হয়।

বাঙ্গি বা তরমুজ কাটে তাকে খেতে দিয়ে জিজ্ঞাস করা হলো- মিষ্টি হয়েছে, ভাল পড়েছে ? সে তখন আমার মুখের কাছে এক পিছ তরমুজ বা বাঙ্গী ধরে খেয়ে দেখতে বলে।

আমি বলি আব্বুতো রোজা রাখছি। সে বলে-ও আমিতো ভুলেই যাই। বাবা মজা হইছে। এভাবে শরবত বানালে মিষ্টি হয়েছে কিনা সেটা মেয়েকে দিয়ে টেস্ট করানো হয়। মিষ্টি হলে বুড়ো আঙ্গুল উঠিয়ে লাইক দেয় আর মিষ্টি কম হলে বুড়ো আঙ্গুল নীচের দিকে দেখিয়ে ডজলাইক দেয়।

গতবার পুরো রোজায় সে পেয়াজু আর ছোলা খেয়েছিল। এবার বেগুনী বা পেয়াজু এখন পর্যন্ত একটাও খায়নি শুধু ছোলা ধুয়ে দিলে খায়।

মেয়ের কান্ড দেখে নিজের ছেলে বেলার রমজানের স্মৃতি মনে পড়ে যায়।

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০২

নীল-দর্পণ বলেছেন: আমি একটা সময় পর্যন্ত ভাবতাম সেহরী মানে মটরশুঁটি দিতে ভুনা তরকারী (তখন শীতে রোজা হতো) । কোন দিন মুরগী রান্না হলে আমি ভোর রাতে উঠে ভাত খেতাম কারন সবার সাথে আমাকেও মাংস ভাত খেতে হবে নইলে আমার ভাগে কম পড়বে যে! :P ঘুম থেকে উঠতাম ঠিকই তবে কেবল কুলি করতাম, চোখে পানি দিলে যদি ঘুম চলে যায় তাই (কত বুদ্ধি নিয়ে ঘুমাতাম তখন) ! =p~
অনেক অনেক আদর রইল আপনার কন্যার জন্যে, আল্লাহ তাঁর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন।

১৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

বাহ! আপনার তো ভাল বুদ্ধি সেই ছোটবেলা থেকেই। আপনার বাবু নিশ্চয় ভাল আছে, দোয়া রইল।

আর আমি ছোট বেলা মনে করতাম শীতকাল মানেই রোজা। কারণ তখন প্রতি বছর শীতেই রোজা শুরু হতো।

আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন।

২| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! শৈশবের রোজার মজা ই আলাদা।পরে বড় হলে এইগুলো ওর কাছে খুবই স্মৃতিময় হয় থাকবে।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে জন্যই লিখে রাখা। ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আপনার কন্যার জন্য ভালোবাসা।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:



বাচ্চাদের প্রথম রোজার সাথে পরিচিত জবার সময়কালটা বড়ই আনন্দের।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: অনেক ভালোবাসা বেবিটার জন্য।

১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৭

অধীতি বলেছেন: অনেক ভালবাসা ওর জন্য। ছোটবেলার কথা মনে পড়ে গেল।

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য জন্য।

৭| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাচ্চাগুলো ঘর আনন্দময় রাখে। আমার বাচ্চাগুলো বড় হয়ে চলেগেছে। আমি এখন একা। মোবাইলে ওদের সাথে কথা হয়। তখন অবশ্য ভালোলাগে।

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবনটা এরকম। ছেলে মেয়ে বড় হলে দূরে চলে যায়। ছেলে মেয়ের ছেলে মেয়ে হয় তারপর তারাও বড় হলে দূরে চলে যায়। ধন্যবাদ ভালো থাকবেন।

৮| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৬

জটিল ভাই বলেছেন:
ছোটবেলা হতে ঘুরে এলাম :)
মামনি কেমন আছে?

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই বিশেষভাবে দোয়া করবেন। ভাল নেই। ভালো থাকুন সুস্থ থাকুন।

৯| ১৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩০

কিরকুট বলেছেন: আপনার মেয়ে যেন থাকে দুধে ভাতে!

১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোয়া কবুল হোক। ধন্যবাদ।

১০| ১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: আমার ছেলে বলে আব্বু আমি রোজা হব :D

১৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা.....বাচ্চাদের এরকম অদ্ভুত আবদার মন ভাল করে দেয়। বাবুর জন্য দোয়া রইল।

১১| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কন্যাকে আল্লাহ নেক হায়াত দান করুন

২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.