নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ঈদের আবেদন ও আনন্দ ছোটবেলায় সবচেয়ে বেশি

২৩ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৪



যতই দিন যাচ্ছে যতই বড় হচ্ছি আমার মনে হচ্ছে ঈদের আনন্দ ততই কমে যাচ্ছে। ছোটবেলায় ঈদের জন্য অপেক্ষা করতাম নতুন জামা জুতার জন্য অপেক্ষায় থাকতাম । কেউ যাতে সেই নতুন জামা জুতো না দেখে ফেলে লুকিয়ে রাখতাম। দেখে ফেললেই বুঝি ঈদের আনন্দ কমে যাবে আহা আমার ছেলেবেলা .....। আমার মনে হয় আমাদের জেনারেশন এর অধিকাংশ ছেলে-মেয়ের ঈদ আনন্দ এরকমই ছিল।

অথচ এখন পরিবার-পরিজন, বাবা-মা, আত্মীয়-স্বজন, শ্বশুর শাশুড়ি সবার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু না কিনলেও খারাপ লাগে না । বরং সবাইকে দিতে পেরেছি সেটাই সবচেয়ে আনন্দের মনে হয়।

আগে আশেপাশে সবার ঘরে ঘরে গিয়ে সেমাই পায়েশ পিঠা খাওয়া হতো। এখনো প্রতি ঘরে ঘরে সেমাই সিন্নি নুডলস পায়েস পিঠাসহ আরো হরেক রকম খাবার রান্না হয়। কিন্তু আগের মত কেউ আর তেমন কারও বাড়িতে যায় না কিংবা ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠে না। আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম এমন সময় বাড়িতে মেহমান আসায় মেয়েকে রেখে চলে এলাম। আমার মেয়েও বন্ধুর ছেলে মেয়ের সাথে ভালো সময় কাটালো। প্রায় ঘন্টাখানেক পর আবার গেলাম। কথা হল, নাস্তা খাওয়া হলো অনেক। ঘুরে ফিরে সেই ছেলেবেলার কথায় ফিরে গেলাম। ওদেরকে বলার পরেও ওরা ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমাদের বাড়ি এলোনা। এভাবেই দিন দিন ঈদ আনন্দ কমে যাচ্ছে। ঈদের আনন্দ কমে না যাক সবার পরিপূর্ণ ঈদ আনন্দ হোক সেই কামনা করি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

ঢাবিয়ান বলেছেন: ঈদ মুবারক। কি কি রান্না করলেন আপনি ও ভাবী মিলে? ছবি দেন :`>

২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। ঈদ মোবারক। গ্রামের বাড়িতে এসেছি সবাই মিলে আনন্দ হয়েছে তাই খাবারদাবারের ছবি তেমন তুলিনি। ভালো থাকবেন।

২| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক!
আমারতো মনে হয় সব বেলার ঈদেরই আলাদা একটা মজা আছে।

২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক। সেটা অবশ্য ঠিক কিন্তু ছোটবেলার মতো আনন্দ পাওয়া যায় না।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

নজসু বলেছেন:


আমারও কেন জানি মনে হয় বয়স বাড়ার সাথে সাথে ঈদের আনন্দটা ফিকে হয়ে আসে।
আমরা ছোটবেলায় ঈদের আনন্দ যেভাবে করেছি, এখনকার বাচ্চারা সেসবের ধারে কাছে নাই।
এখনকার বেশ কিছু ছেলেপেলেরা মুঠোফোন, ইউটিউব আর ফেসবুকে ঈদের আনন্দ শেয়ার করে আনন্দ পায়।
ঘুরে বেড়ানো, হৈ হুল্লোড়, বন্ধু-আত্মীয়ের বাসায় যাওয়া এখন খুব কম সংখ্যক বাচ্চারাই করে।

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই। ঈদ মোবারক । আমাদের মত আনন্দ এখনকার বাচ্চার া ঈদে করে না। অবস্য সময়ের সাথে সব পরিবর্তন হয়ে যায়।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

জটিল ভাই বলেছেন:
এতোসবের পরেও বলতে হয়, "ঈদ মোবারাক"

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

৫| ২৩ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ছোট বেলার আনন্দ বড় বেলায় যায় না পাওয়া।

২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক। যতদিন যাচ্ছে ততই এ ব্যাপারটা উপলব্ধি করছি। ধন্যবাদ।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: শহরের ঈদের চেয়ে গ্রামের ঈদ বেশী সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমারও তাই মনে হয়। ধন্যবাদ।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদ মোবারক!

২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

৮| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩১

নাহল তরকারি বলেছেন: নানা, দাদা, দাদী মৃত্যুর পর। আর নানী অতিরিক্ত বৃদ্ধ হবার পর এখন আর আগের মত মজা লাগে না। ভাল্লাগে না। আবার ডির্ভোস এর পর মনের রোমাঞ্চকর অনুভূতি জিরো হয়ে গেছে। যে ব্যাক্তি ২০১৯ সালে দেখিয়া আবার ২০২৩ সালে দেখেছে সে বলে ওঠবো “এইটা কি সেই নাহল ইমরোজ?”

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নানা নানি যতদিন থাকে ততদিন নানার বাড়ির আনন্দ ও মজা থাকে। আপনি ভাই আবার বিয়ে করুন নতুন করে জীবন শুরু করুন, দেখবেন সবশেষে জীবন আসলেই আনন্দময়। ভাল থাকবেন।

৯| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৭

আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক ভাই।

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঈদ মোবারক।

১০| ২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: অন্যদের আনন্দ থেকে আনন্দ পাবেন।
তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবন আনন্দময় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.