নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প মেয়ে ও আমার গান প্যারোডি করা।
পুরাতন বাসার নিচে ছিল কয়েকটি দোকান ছিল সেখানে একটি দোকানে নিয়মিত গান বাজানো হতো। তো আমার মেয়ে বারান্দায় খেলার সময় হয়তো সেই গান শুনে থাকবে।
একদিন নতুন বাসায় আসার পর সে বলল, বাবা পুরান বাসার নিচের দোকানে যে একটা গান বাজতো সেটা কি তোমার মনে আছে ।আমি বললাম, অনেকগুলো গানইতো বাজতো। কোনটার কথা বলছ ? তখন সে একটু ভেবে বলল, বাবা আমায় ডাকতেছে..... আমি জিজ্ঞেস করলাম এই গানটার কথা তোমার মনে আছে ?
সে তখন স মুচকি হেসে মাথা নেড়ে বলল হাঁ মনে আছে। তখন আমি তাকে গানটি গেয়ে মনে করিয়ে দিলাম-
পানি গড় গড়াইয়া পরতাছে
বাবা আমায় ডাকতাছে
পানি গড় গড়াইয়া পরতাছে
বাবা আমায় ডাকতাছে
আয়রে মানিক আমার
বুকে আয় বাবা…
তখন সে গুনগুন করে গাইল তারপর আমি দুষ্টুমি করে গাইলাম-
পানি গড় গড়াইয়া পরতাছে
জাফরিন আমায় ডাকতাছে
আয়রে জাফরিন আমার বুকে আয়.......।
তখন সেও প্যারোটি করে বলল-
পানি গড় গড়াইয়া পরতাছে
মাইদুল আমায় ডাকতাছে
আয়রে মাইদুল আমার বুকে আয়......।
তার গান শুনে আমি জিভে কামড় দিলাম তখন সে বলল, বাবা কি হইছে ? আমি বললাম, বাবার নাম এভাবে বলতে হয় না। সে বলল, তুমিও তো আমার নাম বলছো গানের মধ্যে। কথা শুনে তখন আমি হাসতেছি আমার দেখাদেখি কন্যাও হাসলো।
আরেকদিন তোমাকে চাই শুধু তোমাকে চাই গানটার এই লাইনটাই শুধু সে কয়েকবার গাইলো। বললাম বাকিটা পারো না। সে বলল না। এতটুকুই শুনছি। বাকিটা শুনি নাই তাই পারিনা। তখন আমি তাকে আরো একটা লাইন শেখালাম।
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই....।
সে শিখে গেল গানটা। তখন আমি আবার প্যারোডি করলাম
জাফরিনকে চাই শুধু জাফরিন কে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই .....
সেও তখন বলল-
বাবাকে চাই শুধু বাবাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই .......।
আমরা বেশি উপভোগ করলাম এভাবে কয়েকটা গান। এর মধ্যে কন্যার মা শুনে বলল, কি শিখাচ্ছে মেয়েকে এগুলো! আমি বললাম আরে এগুলো তো জাস্ট বিনোদন।
তারপর সে আরেকটা গজল শিখল আমার কাছ থেকে।
দুনিয়া সুন্দর
মানুষ সুন্দর
আসমান সুন্দর
জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লা..........
বেশ কদিন সে এটা গাইতে গাইতে মোটামুটি পুরোটাই শিখে ফেলল।
এভাবে চলতে থাকুক আনন্দে, আহলাদে, ভালোবাসায় দিনগুলো । ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবারা আর তাদের সন্তানরা।
ছবি-মেয়ে যখন আলগা নখ বানায়।
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনি শান্তিতে ও সুখে থাকুন কন্যাদের নিয়ে।
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: পানি গড়-গড়াইয়া পড়তাছে,
বাজান আমায় ডাকতাছে" -----------------
আহারে -------
বাবা- মেয়ের সম্পর্ক!!!!!!!!!!!!!!!!!
আপনি ভাগ্যবান ভাইজান
তাইতো প্রতিদিন আপনাদের মাঝে তৈরী হচছে একটি করে গল্প, আর আমি হতভাগা আছি দুই বানর ছানা নিয়ে যেখানে কোন গল্প তৈরী হয়না । হয় শুধু পেরেশানী-
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান।
আপনার ঘরে গল্প তৈরি হচ্ছে কিন্তু সেগুলো হয়তো অন্য রকম তাই লিখছেন না(হয়ত কন্যা থাকলে লিখতেন।)
সন্তান আছে বলেই না পেরেশানী, হয়রানী এবং আরও অনেক ভাললাগা তৈরী হচ্ছে একবার ভাবুন যাদের নেই তাদের কি কষ্ট !
ধন্যবাদ । ভাল থাকবেন।
৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫০
করুণাধারা বলেছেন: চমৎকার গল্প!
শুভকামনা জাফরিনের জন্য।
৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৪| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৯
বাউন্ডেলে বলেছেন: বাবা-মেয়ের জন্য একরাশ ভালোবাসা।
৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার জন্য শুভ কামনা। ধন্যবাদ।
৫| ৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩১
ঢাবিয়ান বলেছেন: বেশ লাগল বাবা মেয়ের দ্বেত সঙ্গীত
৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন ভাই।
৬| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
জীবন আনন্দময়।
৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার জীবন সুন্দর ও আনন্দময় হোক। ধন্যবাদ।
৭| ৩০ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: বাবা মেয়ের সম্পর্ক সব সময় এমন আন্তরিক হয়ে থাকে। আমার আব্বা মারা যাবার পর এই বুড়ো বয়সেও আমি কয়েক মাস পর্যন্ত ডিপ্রেশনে ছিলাম। আমি এখনো ভুলতে পারি না আব্বার স্নেহ মাখা সেই সব দিনের কথা মাইদুল সরকার। খুব ভালো লাগলো আপনার লেখাটি।
+
৩১ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপু। আসলেই মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে আর বাবারাতো মেয়ে অন্তপ্রাণ। ওপারে ভাল থাকুন আপনার বাবা। কখনো ভুলা যায় না বাবা মাকে। শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: সুন্দর সম্পর্ক।