নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে তিন শিশু সন্তানকে নিয়ে কৃত্তিনাশা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সালমা বেগম নামে এক গৃহবধূ।
রোববার (৫ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশু সন্তান আনিকা (৩) ও সোলেমানকে (১) জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন সালমা বেগম ও সাত বছরের ছেলে সন্তান সাহাবীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর আগে নড়িয়ার ভোজেস্বর ইউনিয়নের পাঁচক এলাকার লোকমান ছৈয়ালের মেয়ে সালমা বেগমের সঙ্গে জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শাজাহান মাদবরের ছেলে আজবাহার মাদবরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সালমা বেগমের শাশুড়ি মিলি বেগম ও ননদ কলির সঙ্গে বনিবনা হচ্ছিল না। এই নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার রাতে এসব বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হলে রোববার সকালে তিন সন্তান সাহাবীর, আনিকা ও সোলেমানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন সালমা।
ছোট দুই শিশুর পরনে ডায়াপার থাকায় তারা ভেসে ছিল পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদী থেকে আনিকা ও সোলেমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিখোঁজ সালমা বেগম ও ছেলে সাহাবীকে উদ্ধার করতে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ সালমা বেগমের মামা লিটন ছৈয়াল অভিযোগ করে বলেন, আমার ভাগনিকে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করতেন। শনিবার (৪ নভেম্বর) রাতে তারা আমার ভাগনিকে মারধর করেন। এই ক্ষোভে তিন সন্তানসহ নদীতে ঝাঁপ দেন সালমা।
তবে সালমা বেগমের স্বামী আজবাহার মাদবর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্ত্রীর সঙ্গে কারো ঝামেলা ছিল না। কেন ও আমার বাচ্চাদের নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে তাও জানি না। কয়েকদিন ধরে ওর মাথায় সমস্যা হচ্ছিল তাই ভেবেছিলাম ফকির দেখাব।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি সালমা নামের এক গৃহবধূ পারিবারিক কলহের কারণে তিন শিশু সন্তানসহ নদীতে ঝাঁপ দিয়েছেন। দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও মা ও আরেক সন্তান নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
বেঁচে যাওয়া বাচ্চা দুটিকে দেখতে শত শত মানুষ ভীর করছে ঐ বাড়িতে। সমাজে ও দেশের মানুষের সহনশীলতা মনে হয় দিন দিন কমে যাচ্ছে।
সূত্র ও ছবি ঃ https://www.banglanews24.com/
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।
২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাচ্চা দুটি মা হারা হলো।দুঃখজনক। ধন্যবাদ।
৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বনিবনা না হলে ৩ খানা আদম সন্তান কেমন পয়দা করলো আল্লাহর এই বান্দা আর বান্দী!
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যু কোন সমাধান নয়।
৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমরা আসলে প্রতিনিয়ত একটা বিমর্ষ সময়ের দিকে এগোচ্ছি ।
প্রেম-বিয়ে-সংসার নিয়ে আমাদের এত এত ছেলেমানুষি কাজ থাকে যার কারণে আসলে সবচেয়ে বেশি পোহাতে হয় শিশুদের । বেঁচে তো শিশু দুটো " মা নেই " এই ব্যথা নিয়ে আজীবন ভুগবে !!
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিশু দুটির জন্য সবচেয়ে খারাপ লাগছে। ধন্যবাদ।
৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: বনিবনা না হলে বাপের বাড়ি চলে গেলেই হতো। এভাবে মরার পথ বেছে নেওয়া ঠিক হয়নি।
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাপেড় বাড়ি গেল বাবা মা বলত, স্বামীতো ভাল, একটু মানিয়ে নিলেই তো হয়। ওনার মানসকি সমস্যা ছিল কিনা সেটা দেখার বিষয়।
৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
শায়মা বলেছেন: মাথায় আসলেও সমস্যা হয়েছিলো মনে হয়। কেউ যখন সমস্যা সমাধানের কোনো উপায় খুঁজে পায় না তখনই আত্মহত্যার আশ্রয় নেয়।
আহারে বেচারা তার মনে হয় কেউ ছিলো না আশে পাশে যার থেকে এতটুকু জীবনের আশ্বাস পায়!
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। কেউ একটু আশা ভরশা দিলে হয়তো এমনটা হতো না। ধন্যবাদ।
৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: খবরটা টিভিতে দেখেছি খুবি খারাপ লাগল
এ সময়টা কি না ঘটছে ------------
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন দিন অনেক অঘটন ঘটছে।
৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৭
মৃতের সহিত কথোপকথন বলেছেন: প্রতেকেরই আত্মহত্যা করার পূর্ণঅধিকার আছে। সবাই সেটা করতে পারে না কারণ সাহস নেই। আমি আত্মহত্যা সমর্থন করি। মৃত্যুই একমাত্র শান্তির পথ।
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আইডির সাথে মিল রেখে মন্তব্য করেছেন, মৃত্যু কখনো সমাধান নয়।
৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা
০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অত্যন্ত দুঃখজনক।
১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: আমার মনে হয়, যারা আত্মহত্যা করে তারা মৃত্যুর কিছু মুহূর্ত আগে ভাবে, "হায়!! যদি বাঁচতে পারতাম!!"
যাদের ভাবার সুযোগ থাকে না তাদের কথা আালাদা।
২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ মুহুর্তে হয়তো ভাবে বাচাঁর জন্য কিন্তু তখন আর ফিরে আসার উপায় থাকেনা। ধন্যবাদ।
১১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত মর্মান্তিক!
ডার্ক ম্যান, নিবর্হণ নির্ঘোষ ও শায়মার মন্তব্যগুলো ভালো লেগেছে।
০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭
ডার্ক ম্যান বলেছেন: বিয়ের ১০ বছর পরও ম্যাচুরিটির অভাব।
বনিবনা না হলে সংসার থেকে সরে যাবে, দুনিয়া থেকে না।