নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাবা মেয়ের ফটোগ্রাফি

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪


-------------------------------------------


---------------------------------------------


-------------------------------------------------



সাপ্তাহিক বিরতিসহ ০৯ দিনের ছুটি পেয়েছি আমাদের অফিসের বসের আন্তরিকতায় ও আমার ব্যক্তিগত কাজে জরুরী প্রয়োজনে। গ্রামের বাড়ি, শ্বশুরবাড়ি, ঢাকা, কুমিল্লা দৌড়াদৌড়ি করতেই ছুটি প্রায় শেষ।



তবুও বেশ ভাল সময় কেটেছে, কাজও শেষ হয়েছে।



যা হোক এর মধ্যই কিছু ছবি তুলেছি আমার মেয়েও সাথে ছিল সেও কিছু ছবি উঠিয়েছে।



তো এসব ছবি ও ছবির পিছনের গল্পই আজ শেয়ার করবো।



---------------

প্রথমেই গাছ থেকে সংগ্রহ করা জলপাই এর ছবি। আমি গাছ থেকে পেড়েছি আর মেয়ে তা কুড়িয়ে সাহায্য করেছে।






বাড়ির পুরাতন ঘরে আমাদের কলেজ লাইফে পড়ার সময় দাবা ও দাবার গুটি পেয়ে মেয়েতো খুশি। তাকে কিভাবে এটা খেলতে হয় সেটা দেখালাম। সে এগুলো সাজিয়ে একটি ছবি তুলে ফেলল।





মেয়ে কি নিয়ে যে কান্না শুরু করল। তাকে কান্না থামাদে ছোট শাখা নদীতে নিয়ে গেলাম। সে নদীর পানির কাছে গিয়ে হাত দিয়ে পানি ছুয়ে দিল।




ফিরতি পথে সে কিছু কলমী ফুল তুলে আনল। সেটা আবার সাজিয়ে ছবি তুলেছে।




নদীর পথে রাস্তায় কাকগুলো জড়ো হয়েছে কারেন্টের তারে। তখন প্রায় সন্ধ্যা হয় হয় অবস্থা। পাখিরা কেন জড়ো হয়েছে মেয়ে জিজ্ঞেস করতেই বললাম মিটিং করছে পাখিরা।




বাড়ির সব বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেছে এবার দিনের বেলায় তার খেলার সাথী নেই তাই বিরক্ত করেছে বেশি। আমার বোনের পরিবার বাড়িতে আসলে বোনের ছেলেকে পেয়ে মেয়ে আমার বেজায় খুশী। দিন রাত খেলা আর দুষ্টমি। কোন ফাকে যে তার ভাই জারিফের ছবি তুলেছে জানিনা। পরে মাবাইলে ছবি দেখে বুঝেছি এটা তার কাজ।




মেয়ে কোথা থেকে ফুল পাতা ছিড়ে আনল, আমি সেটা সাজিয়ে ছবি তুললাম।




মেয়ে চাদরের ফুলের ছবি উঠিয়েছে সেটাও রেখে দিলাম ডিলেট না করে।



ঝড়ের পরে উঠান ও আশ পাশের অবস্থা যা হয়েছে-



মন্তব্য ২০ টি রেটিং +৯/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: সুন্দর!! ভালো লাগা! :)

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো। বিছানার চাদর, মাটির রাস্তা কিছুই বাদ দেন নি।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। অনেক কিছু বাদ গেছে।

৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভালোই তো লাগল।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: খুব সুন্দর।
অনেক ভালোলাগা
অনেক ভালোবাসা।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা।

৫| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

শেরজা তপন বলেছেন: ছোট ছোট খুশী আনন্দ আর ভাল লাগার ছবি

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক যেন তাই। ধন্যবাদ।

৬| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার সব ছবিগুলো।

২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

বিজন রয় বলেছেন: বাহ! সুন্দর সুখের জীবন। এভাবেই কাটুক।

আপনার সকলের জন্য শুভকামনা।

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুখে থাকুন । ধন্যবাদ।

৮| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: মেয়েকে নিয়ে কিছু সুন্দর সময় কাটানোর সুন্দর ছবিসমগ্র দেখে খুব ভালো লাগল। + +

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ২১ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার মেয়ের হাতে তোলা ছবি
ও ছবির জন্য অবজেক্ট নির্বাচন সুন্দর হয়েছে ।
শাখা নদীর পানি কি স্বচ্ছ না ইদানিংকার
বর্জ ও কিটনাশকের প্রভাবে দুষনযুক্ত,
কামনা করি নদীটির পানি যেন থাকে
দুষনমুক্ত , এটা আপনার এলাকার
জিবনী শক্তি বলেই মনে হয় ।
আপনি ও আপনার মেয়ের জন্য

শুভেচ্ছা রইল ।

২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রশংসার জন্য ধন্যবাদ। না নদীতে কোন দূষন নেই। পানি স্বচ্ছ। এই নদীতে অনেক সাতার কেটেছি, অনেক স্মৃতি রয়েছে।

১০| ২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ। অনেক কিছু বাদ গেছে।

যা যা বাদ গেছে পরের পোষ্টে দিয়ে দিবেন।

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখা যাক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.