নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
দীঘল রাত্রির অমানিশা পেরিয়ে-
ঘাসের গায়ে শিশিরের নূপুর আর কুয়াশার চাদর নিয়ে আসে একটি শীতের সকাল,
মোলায়েম রোদের আশায় বসে থাকে জবুথবু হয়ে আবাল- বৃদ্ধ- বনিতা; কারো হাতে পিঠা,
মুড়ি মুড়কি কারো হাত চায়ের পেয়ালায় ন্যস্ত
কেউবা আগুন পোহাতে অতি ব্যস্ত
পড়শী বাড়ির বউ চড়িয়েছে চুলায় আলু পোস্ত।
দিন শেষে আকাশে হলদে রঙে
একটি মৃত শালিকের কথা পনে পড়ে-
পালকের ভাজে দিনলিপি লিখা হবেনা তার
যে যে চলে গেছে শূন্য করে জীবনের ভার
পৌষের কুয়াশায় ভিজে শীতের সকাল দেখা হবেনা আর।
পৃথিবীর ক্লান্তি শেষে ফড়িং বসে থাকে লাউ মাচায়
জীবন মানে অসমাপ্ত ডায়েরি-
আলো ছায়ায় লুকোচুরি খেলার নেই অবসর,
শীতল হাওয়া আর শিশিরের দখলে পল্লব, বৃক্ষশাখা
অসার হয়ে আসে যেন উড়বার দুটি পাখা
তবুও রাত নামার অপেক্ষায় আঁখি যে স্বপ্নমাখা।
ছবি-দৈনিক যুগান্তরের সৌজন্যে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কবিতা প্রেমি ও কবিতা পাগল মানুষ। অনেক ভালোলাগলো আপনার সুন্দর, গঠনমূলক,অনুপ্রেরণাদায়ক মন্তব্য। শীতের সকালে হৃদয় উষ্ণ হয়ে উঠল। ভাল থাকবেন দাদা।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: মানুষের সব কিছুও অসমাপ্ত থেকে যায়। কারন হুট করে মৃত্যু চলে আসে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: একটি মৃত শালিকের কথা পনে পড়ে
এখানে মনে হয় টাইপো হয়েছে।
বিষণ্ণতায় ঘেরা কবিতা। সুন্দর।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই। এটা টাইপো হয়নি মৃত শালিক ই হবে।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল দাদা...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
আরোগ্য বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো তবে দ্বিতীয় স্তবকে এসে মনটা খারাপ হয়ে গেল।
০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩
বিজন রয় বলেছেন: অনেক ভালো লাগল।
প্রথম লাইন থেকেই হৃদয়ে দাগ দিল কবিতাটি।
আমাদের চিরচেন প্রকৃতি আর জীবনবোধ নিয়ে লেখা কবিতাটি বার বার পড়তে ইচ্ছা করবে।
এরকম কবিতা হলে আমি সারাদিন না খেয়ে তাকতে পারি।
শুভকামনা প্রিয় মাইদুল।