নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর জনগণকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়ে কি পেল বিএনপি ?
সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি চালিয়ে কি পেল বিএনপি ?
দেশে নির্বাচনী সহিংসতার দায় ভার কি শুধু বিএনপির ?
যে যায় লংকা সে হয় রাবন এ প্রবাদ কি সত্যি হচ্ছে বার বার ?
রাজপথ উত্তপ্ত, জনগণ উত্তপ্ত সেই দিন আর নেই কিন্তু কেন ?
কেউ কাউকে ক্ষমতায় বসাবেনা, অর্জন করে নিতে হবে, আর কবে বুঝবে বিরোধী দলগুলো ?
কেন নির্বাচন মানেই কিছু মানুষের প্রাণ কেড়ে নিতে হবে ?
কেন প্রত্যেক দলের অংশগ্রহণে নির্বাচন হবেনা, এ কেমন গণতন্ত্র দেশ চলছে ?
আমরা কি এমন নির্বাচন চাই ?
আনন্দমুখর পরিবেশে সকলের ভোট গ্রহণ এই স্বপ্নের বাস্তবায়ন চাই ?
ছবি-https://www.risingbd.com/
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও দেশ ভাল চলুক। ধন্যবাদ।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩
নয়ন বড়ুয়া বলেছেন: বিজন দার সাথে একমত। আমরা সবাই কলুর বলদ।
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকাই উত্তম। ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচন বর্জন করে বিএনপি পেল কচু।
এখন খাবে ডলা।
অংশ নিলে কম করে হলেও ৯০/১০০ টা সিট পেত।
সংসদে যেতে পারত।
এখন যাবে গারদে।
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বার বার ভুল করলে সঠিক পথে গন্তব্যে পৌছতে না পারলে প্রতিযোগিতা থেকেও হারিয়ে যাবে একদিন। ধন্যবাদ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
তানভির জুমার বলেছেন: ২০১৮ তে বিএনপি নির্বাচনে গিয়ে কি পেয়েছিল? ১৮তে বিএনপির সাথে অনেক জাতীয় ব্যাক্তিত্বরাও ছিল। তারপর দেখাগেল রাতেই ৬০% ভোট দেওয়া শেষ। নেরা বেল তলায় একবারই যায়।
বিএনপিকে অভিনন্দন এই পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। অংশ নিলে বরং বিএনপির সবাইকে জেল থেকে মুক্তি দিত এটা সরকারেরই কথা। বিএনপি স্বৈরাচারের সাথে হাত মিলায়নি। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেনি। আওয়ামীরা ছাড়া অন্য দলের সবাই বলতেছে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সঠিক সিদ্ধান্ত কিনা তা সময় বলে দেবে ? ধন্যবাদ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০
বাকপ্রবাস বলেছেন: রাজনীতি হল জনগণের জন্য, বিএনপি কি পেল মানে ওদের লাভক্ষতি, নিজেদের লাভক্ষতির ব্যাপার হলে রাজনীতি না করাই ভাল, ভোটে যায়নি, ঠিক আছে, এটা একটা প্রতিবাদ, অনিয়ম হলে যাবে কেন?
জনগণের কথা ভেবে বিএনপি রাজনীতি করলে জনগণই ক্ষমতায় বসাবে, আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবেনা
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন প্রতিবাদ বার বার করা ভাল কিনা সময় এসেছে ভেবে দেখার। ধন্যবাদ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭
মায়াস্পর্শ বলেছেন: বাংলাদেশের সব দেয়াল নরম তুলতুলে। তাই আমরা পিঠ থেকে গেলেও, আরামে হেলান দিয়ে কাটিয়ে দিতে পারি বহুকাল।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিন্তু একদিন টনক নড়বে। ধন্যবাদ।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১
গেঁয়ো ভূত বলেছেন: নির্বাচন বির্জন করে বিএনপি কি পেল?
ভাই, আমি তো পইড়া ফালাইছিলাম নির্বাচন বিসর্জন করে বিএনপি কি পেল? বানানটা মনে হয় কারেকশান করতে হবে।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছুক্ষণ আগে দেখলাম
৪১% ভোট পরেছে-
৫০% ভোট গেলো কথায়
তাহলে কি হলো
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকে ভোটদানে বিরত ছিলেন।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধীরে ধীরে মুসলিম লীগ যাচ্ছে প্রাণের বিএনপি।
দেখতে ভালোই লাগছে।
কেবল এক জন ব্যক্তির অহমিকার কারণে জিয়া সাহেবের স্বপ্নের দলটি বঙ্গোপসাগরের গভীরে ডুবতে যাচ্ছে।
একে টেনে তোলার মতো কোন কান্ডারী নাই।
আফসোস!
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেশের স্বার্থে শক্ত বিরোধী দল থাকা প্রয়োজন।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩
আহলান বলেছেন: নবাব সিরাজ উদ দৌলা ইংরেজদের সাথে হাত মেলাননি বলেই এখনো তিনি বাংলার শেষ স্বাধীন নবাবের পুরো সম্মানটুকু পান। শের এ মহিশুর টিপু সুলতান ইংরেজদের হাতে হাত না মিলিয়ে সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন ... তিনি তার প্রাপ্য সম্মান ঠিকই পাচ্ছেন।
০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজকের দিনই একদিন ইতিহাস হয়ে যাবে।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: উত্তর জানা নাই
০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। জেনে বা লাভ কি ?
১২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচন বর্জন করে বিএনপি এখন জাদুঘরের পথ ধরেছে।
আফসোস!!!
০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: তারাই ভালো বলতে পারবে।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
কথামৃত বলেছেন: নির্বাচনে গেলে কি পেত? কিছুই না! তাই যায় নি। (ব্যক্তিগত মতামত)
০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুধু অপেক্ষা বাড়ল বিরোধীদলের।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪
নীল আকাশ বলেছেন: এই নির্বাচনে এরা ৫% ভোট পেয়েছে কি না সন্দেহ?
কুকুর বেড়াল আর কিছু অমানুষ নামের জানোয়ার ছাড়া কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ ভোট দিতে যায়নি।
জনগন বিএনপির আহবানে সাড়া দিয়ে ভোট দিতে যায়নি।
এত কিছুর পরেও দেশে ৯৫% মানুষ বিএনপির আহবানে সাড়া দিয়েছে।
কুখ্যাত বাকশালের পরে দেশে গনন্ত্রন প্রতিষ্ঠা করেছিল বিএনপি। এরা আজো সেই গনন্ত্রন ও জনগনের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটি গণতান্ত্রীক দেশে শক্ত বিরোধীদল থাকা প্রয়োজন। ধন্যবাদ।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭
রানার ব্লগ বলেছেন: অশ্বডিম্ব
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা..............।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
রানার ব্লগ বলেছেন: দুঃখীত আবার মন্তব্য লিখতে হলো। এই নির্বাচন তারেক বর্জন করেছে। বিএনপির অধিকাংশ নেতা নিরুপায় হয়ে চুপ ছিলো। এই বর্জন রাস্ট্রের জন্য নয় এটা তারেকের পিঠ বাচানোর আর ক্ষমতার স্বাদ না পাবার বর্জন।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একজনের ভুলে সবার বিপদ।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৭
ধুলো মেঘ বলেছেন: বিএনপি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে নিজেরা যে বড় রকমের ছাগল - সেটা প্রমাণ করেছিল। তাই ওই রাস্তায় আর হাটেনি। কি দরকার নির্বাচনে অংশ গ্রহণের নামে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তার চেয়ে জাতে বেঈমান জাতীয় পার্টির পতন দেখা অনেক আনন্দদায়ক মনে হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ধন্যবাদ।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: বিএনপি কিছুই পেলো না।
আগামী পাচ বছরে বিএনপি বিলীন হয়ে যাবে।
১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে হয় না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৫
বিজন রয় বলেছেন: অনেকগুলো প্রশ্ন। কিন্তু কে দেবে তার উত্তর!!
আমরা জনগণ কলুর বলদ।