|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
স্বপ্নের পৃথিবীতে তুমি খুশির ঝিলিকে পদ্ম পাতায় জল হলে
 তোমায় ছুঁয়ে দিতে চাই দিগন্তে প্রথম বৃ্ষ্টি পতনের উল্লাসে
 তারপর তোমার নামে উড়িয়ে দেব সাত রাঙ্গা এক ঘুড়ি
তুমি আমার অন্তরে বসত করা স্বপ্নের এক রাঙ্গা পরী
 এক জনমে ফুরাবে না তোমার আমার গল্পে গল্পে জলকেলি
 কলমির সুবাসে  ভরে থাকবে সারাটা দুপুর জলের পুকুর 
তারপর মাছরাঙ্গা মতন ধ্যানে বসে রোদে শুকাব জলের ঘ্রাণ
তুমি চৈতালি মগ্ন দুপুরে দোয়ালের শীষে করবে আকুল
এমন করে কেটে যাবে বেলা দূরের বনে সন্ধ্যার অন্ধকারে 
মিলিয়ে যাবে ছায়া, আকাশ গঙ্গায় নক্ষত্র তারাদের মায়া।
লিলুয়া বাতাসে যেন স্বর্গের গান গেয়ে জ্বলে নিভে জোনাকি
তোমার আমার স্বপ্নের সেই পৃথিবীতে প্রজাপতি শোনাবে
হারিয়ে যাওয়া পান্ডুলিপি থেকে  কবিতার প্রিয় পংক্তিমালা 
সেই পৃথিবীতে থাকবে না কভু প্রেমিক মনে হারানোর বেদনা 
চোখের জল নয় কেবল ভালোবাসার সমাপ্তি হবে ভালোবাসায় 
জীবন জুড়ে আনবে বয়ে এক নতুন প্রেমের সফল যোগফল
 যেখানে নশ্বর পৃথিবীর পর কাঙ্খিত অমরত্বের হাতছানি-
 সেখানে জীবন আর ভালোবাসা অনন্তকালের স্বাক্ষী ও সহযাত্রী
সময়ের সীমানা পেড়িয়ে সেই স্বপ্নের পৃথিবীতে পরিভ্রমণে যাব
স্বপ্নলোকে তোমাকে আমার করে আমাকে তোমার করে পাব।
ছবি সৌজন্যে- একুশে টিভি
 ২০ টি
    	২০ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০১
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ আপনাকে।
২|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:২১
২৩ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:২১
এম ডি মুসা বলেছেন: অসাধারণ কবিতা ছিল ভালো লেগেছে
  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০১
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:০৩
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্যকথা।
  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০২
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাইজান।
৪|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:৪৫
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: মনে প্রেম না থাকলে মনে হয় প্রেমের কবিতা ভাল লাগে না  
 
কবি কবিতা ভাল হয়েছে।
  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০৩
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
মনে প্রেম না থাকলে মনে হয় প্রেমের কবিতা ভাল লাগে না- হতে পারে । 
প্রশংসার জন্য ধন্যবাদ।
৫|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ২:১৫
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ২:১৫
বিজন রয় বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা। এত ভালো লাগল যে অনেক কথা বলতে ইচ্ছা হলো, কিন্তু সময়য়ের তাড়নায় চলে গেলাম।
সময় পেলে কখনো কথা বলবো।
শুভকামনা মাইদুল।
  ২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ২:৪১
২৩ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনেক ধন্যবাদ দাদা। কি বলতে চাইলেন শোনার অপেক্ষায় থাকলাম।
৬|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৩:০৮
২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৩:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে...
  ২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৩:৫১
২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৩:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ দাদা।
৭|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৫:০০
২৩ শে জানুয়ারি, ২০২৪  বিকাল ৫:০০
মিরোরডডল  বলেছেন: 
মাইদুলের ব্যতিক্রমী লেখা ভালো লেগেছে।
  ২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১১
২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
জেনে ভালোলাগলো। ধন্যবাদ।
৮|  ২৩ শে জানুয়ারি, ২০২৪  রাত ৮:৪৬
২৩ শে জানুয়ারি, ২০২৪  রাত ৮:৪৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা। ভাষায় মুগ্ধতা।
  ২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১২
২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৯|  ২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১০:৫৪
২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
  ২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১৩
২৪ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০|  ২৪ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:০৪
২৪ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। 
ভালো থাকুন।
  ২৪ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:১৩
২৪ শে জানুয়ারি, ২০২৪  দুপুর ১২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আপনিও ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১৯
২৩ শে জানুয়ারি, ২০২৪  সকাল ১১:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: কি সুন্দর রোমান্টিক কাব্যিক কবি দা
ভাল থাকবেন