নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৬

১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭



আজকের গল্প ছবি আঁকা নিয়ে।

নারী দিবস-২৪ চলে গেল। ফেসবুকে নারীর বন্দনায় প্রায় সবগুলো পেজ বা গ্রুপে পেস্টে সয়লাপ। আমি ফেসবুক থেকে বেড়িয়ে আনমনে একটি ছবি একেছি। মেয়েও আমার দেখাদেখি আঁকতে শুরু করেছে। আমার ছবিটা দেখে তার প্রশ্ন-

এটাকি মাকে আকছেন ?

না।

তাহলে আমাকে আকছেন ?

না

তাহলে কে ? মডেল।

এবার আমি আর মেয়ের মা হাসতে থাকি । এটা মডেল তোমাকে কে বলল।

আমি জানি। মডেলদের সুন্দর ছবি থকে।


আমি বলি সুন্দর হয়েছে।

অনেক সুন্দর হয়েছে বাবা। এবার ওর আকা ছবি দেখালো।

তারপর নিজের বলল, সুন্দর হয় নাই। আমি কেন সুন্দর করে আঁকতে পারিনা।

পারবে মা। তুমি এখনও অনেক ছোট আস্তে আস্তে আকতে আকতে তুমিও পারবে।

আমাকে বলল রং করতে, আমি বললাম রং করা লাগবেনা, এমনিতেই থাকুক। তারপর সে এটা সাজিয়ে রাখল তার খেলনার সাথে।




ছবি-নিজের আঁকা।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মেয়ের বয়স কত? ওর আঁকা ছবিটাও দেখাতেন।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মেয়ের বয়স সারে পাঁচ। ওরটা সুন্দর না হওয়াতে ও কাটাকাটি করে ফেলেছে তাই ছবিটা দেইনি। ধন্যবাদ।

২| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার 'প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়' পোষ্ট দেখলাম।

১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা। কিছু গল্প জমেছে এখন নিয়মিত পোস্ট দিব। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.