নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

সেহরি না খেয়ে রোজা রাখা

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৬





যখন থেকে প্রতিবছর ত্রিশটি রোজা রাখা শুরু করলাম তখন থেকেই প্রায় বছরই এরকম ঘটে যে একদিন কিংবা দুইদিন সেহরি না খেয়ে রোজা রাখা হয়।

গতরাতে সাড়ে তিনটায় সজাগ হওয়ার পর মেয়েকে ওয়াশরুমে নিয়ে যাব কিন্তু সে কিছুতেই উঠছে না তাই ভাবলাম একটু পরে চারটার দিকে অ্যালার্ম বেজে উঠলে আমি উঠবো মেয়েকে উঠাবো কিন্তু যখন এলার্ম দিলো অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম যখন সজাগ হলাম দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে। তো সেহরি না খেয়ে রোজা রাখলাম নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম।

যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন হোস্টেলেও একবার এরকম হয়েছে। হোস্টেলের বয় সবার দরজা নক করে চলে গেছে উঠব উঠব করে একদম শেষ মুহূর্তে উঠে দৌড় দিয়ে ডাইনিং-এ গিয়ে মাত্র দুই নলা(গ্রাস) খাবার খেয়েছি অমনি আজান পড়ে গেছে।

আমি আবার খুব দ্রুত খাবার খেতে পারি তাই শেষ মুহূর্তে উঠলেও খুব দ্রুত খেয়ে নিতে পারি যা অনেকে তাড়াহুড়া করে খেতে পারেনা কিন্তু যখন একদম আযানের পর উঠি তখন তো আর খাওয়ার কোন সুযোগ থাকে না তাই না খেয়ে রোজা রাখতে হয়। এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনাদেরও আছে। এরকম না খেয়ে রোজা রাখার অভিজ্ঞতার কথা শুনতে চা্ই।

মাহে রমজানে সবার বরকত ও কল্যাণ হোক।

ছবি-নেট থেকে নেয়া।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আমারও বেশ কয়েক বার এরকম হয়েছে কবি দা

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন অভিজ্ঞতা কম বেশি সবারই হয় জীবনে। ধন্যবাদ কবি।

২| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৮

ইএম সেলিম আহমেদ বলেছেন: ২ দিন আগে না খেয়ে রোজা ছিলাম। ওদিন ঘুম ভেঙ্গে ছিল ভোর সাড়ে পাঁচ টায়।
আর আজও না খেয়ে রোজা আছি। আজ উঠে দেখি ৬ টা বাজে। 8-|
কিন্তু আজব ব্যাপার হলো সেহেরি করেও যেমন অনুভব হয় সেহেরী না করেও একই। কষ্টের কোনো তারতম্য পেলাম না।

০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রমজান আসলেই আল্লাহর রহমত। তাই নাই সেহেরি না খেলেও কষ্ট তেমন অনুভূত হয়না। ধন্যবাদ অভিজ্ঞতা শেয়ারে।

৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ছোট বোন আজ না খেয়ে রোজা রেখেছে এদের ঘুম ভেঙ্গেছে ছয়টায়

এবার আমাদের এমন হয়নি। তবে একদিন দশ মিনিট বাকি ছিল

আসলেই না খেয়ে রোজা রাখলেও টের পাওয়া যায় না আলহামদুলিল্লাহ

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আল্লাহর অসীম রহমত। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই অভিজ্ঞতা সবারই কম বেশী আছে।
শেষ রাতে প্রচন্ড ঘুম থাকে চোখে।
সেই সময় জেগে উঠে খানাপিনা করা অনেক কঠিন কাজ।

০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারপরেও সবাই চেষ্টা করে যারা মুমিন, যারা মুসলিম। ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩২

নাহল তরকারি বলেছেন: সুন্দর

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: বলতে গেলে সারা জীবন না খেয়েই রোজা রেখেছি আমি। সন্ধ্যায় যা ইফতার খাই তা পরেরদিন পর্যন্ত চলে যায় মনে হয়। হা হা


সেহরীতে আইসক্রিম। এক বাটি ফিরনী বা এমন কিছু ছাড়া অন্য কিছু খেলে বমি পায় আমার। :(

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাই নাকি। তাইতো বলি শায়মাপু এত ছিমছাম থাকে কি করে । ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: এই অভিজ্ঞতা প্রতিটা ধার্মিকের আছে। আমারও আছে।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

মায়াস্পর্শ বলেছেন: ভাই, অনেকদিন পরে আপনার পোস্ট।
আমি প্রত্যেক সেহেরি শুধু একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে সেরে ফেলি। এতে সারাদিন সাচ্ছন্দে এবং আরামে কাটাতে পারি।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে রাখার জন্য ধন্যবাদ। আসলে রোজা রেখে অফিস করে বাকি কাজ কর্ম করে আর ব্লগিং করার ইচ্ছে থাকেনা। খেজুর ফল হলেও খাবার হিসেবে অনেক শক্তিশালী। ধন্যবাদ।

৯| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ম ৪/৫ টা রোজা না রাখলে, না খেয়ে রোজা রাখতে আর সমস্যা হয়না।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভ্যাস হয়ে যায়। ধন্যবাদ।

১০| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ১০:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতীতে এমন অভিজ্ঞতা ছিলো। এবার এখনো হয়নি।

০৪ ঠা এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: এ অভিজ্ঞতা যে আমার নেই, তা নয়। তবে এবারে এখনো হয়নি।
আযানের মিনিট পাঁচেক আগেই কিন্তু সেহরির শেষ সময় অতিক্রান্ত হয়ে যায়।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। প্রথম সতর্ক সাইরেন শুনলেই সাহরি খাওয়া বন্ধ করি দিতে হয়। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.