নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আজকের গল্প হেয়ার স্টাইল ও কাগজের মোবাইল।
সেদিন সন্ধ্যার আগে বাহিরে যাব, মেয়েও বায়না ধরল সেও যাবে। তাকে বললাম চুল বেধে আসো। সে ঝটপট সুন্দর পরিপাটি করে চুল বেধে আসল। আমি বললাম, এত সুন্দর করে চুল বাঁধতে কে শেখালো।
সে হেসে বলল, আমি নিজের আইডিয়া থেকে করেছি। একদিন খালামনি অন্যভাবে করে দিয়েছিল সেটার মত করেছি।
বললাম, সুন্দর হয়েছে তো। এখন থেকে মাকে আর বিরক্ত করনা, তুমি নিজেই নিজের চুল বেঁধে স্টাইল করিও।
সে হেসে মাথা দোলাল, তারপর আমরা বাহিরে গেলাম, হাটলাম, কিছু কিনলাম তারপর ফিরে এলাম।
এ যুগে বাচ্চাদের খাওয়ানো সবচেয়ে কঠিন কাজ। এমন কোন বাচ্চা নেই যে মোবাইল দেখেনা। মোবাইল ছাড়া ভাত খায় না। আমার মেয়ে ও শুধু খাওয়ার সময় মোবাইল চায় এবং মোবাইলে কার্টুন দেখে খাবার খায়(যেটা ঠিক নয়) অন্য সময় খুব কমই মোবাইল হাতে পায়। কাল রাতে শোয়ার আগে বলল, আব্বুও মোবাইল দেয় না, আম্মুও মোবাইল দেয় না। দরকার নেই, আমি নিজেই মোবাইল বানিয়ে ফেলবো।
যেই কথা সেই কাজ, আমার মোবাইলের কাভার নিয়ে কাগজের ওপর রেখে কাঁচি দিয়ে কেটে মোবাইলের আকার বানিয়ে তাতে আবার বিভিন্ন ফিচার একে দিয়েছে। তার পর কোনটা খেলার এ্যাপস, কোনটা কার্টুন আমাকে দেখিয়ে বোঝাচ্ছে। রাতে এটা নিয়ে খেলতে লেখতে ঘুমিয়ে গেল।
মেয়ের এমন বুদ্ধি দেখে ভালো লাগলো। আল্লাহ যেন তাকে নেক হায়াৎ দান করেন। সবাই ভাল থাকবেন, দোয়া করবেন।
২৯ শে মে, ২০২৪ দুপুর ১২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাগতম আমার ব্লগে।
দোয়া করবেন।
ধন্যবাদ ভাই।
২| ২৯ শে মে, ২০২৪ দুপুর ১:৩৫
নজসু বলেছেন:
মাশায়াল্লাহ। আম্মুটার আসলেই অনেক বুদ্ধি। দোয়া রইলো ভাই। অনেক বড় হোক। দীর্ঘায়ু হোক।
২৯ শে মে, ২০২৪ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোয়া কবুল হোক। ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৩| ২৯ শে মে, ২০২৪ দুপুর ১:৫৯
জ্যাক স্মিথ বলেছেন: মোবাইলকে বাচ্চাদের স্ট্যাডি টুলস হিসেবে ব্যবহার করাতে হবে, তবে বিনোদোন এরও প্রয়োজন আছে কিন্তু মোবাইলে আসক্ত যাতে না হয়ে যায় সে দিকে খেয়াল রাখতে হবে।
আপনার মেয়ের জন্য শুভকামনা।
২৯ শে মে, ২০২৪ দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে ছবি আকে, কবিতাও শিখেছে মোবইলে তারপরও মোবাইল যত কম ব্যবহার করবে তত ভাল। ধন্যবাদ।
৪| ২৯ শে মে, ২০২৪ দুপুর ২:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মা মনিটা বড় হয়ে যাচ্ছে মাশা আল্লাহ। একদিন তার জন্ম হবার কথা আলোচনা হয়েছিল সেদিন দোয়া রেখেছিলাম। আজ তার পরিপাটির কথা জানতে পেরে খুশি হয়েছি। অনেক বড় মানুষ হউক, মামনির জন্য শুভ কামনা।
২৯ শে মে, ২০২৪ বিকাল ৩:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোয়া কবুল হোক। ধন্যবাদ পাশে থাকার জন্য। আশা করি আপনার ছেলেরাও ভাল আছে , তারাও বড় হোক, ভাল মানুষ হোক।
৫| ২৯ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেঁধে, বাঁধতে, হয়েছে তো, করো না, হাঁটলাম, দেখে না, খায় না, দেয় না, ওপর, কাঁচি।
৩০ শে মে, ২০২৪ সকাল ৯:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আসলে ঁ ব্যবহার ইচ্ছে করেই করিনি। আর বাকি ভুলগুলো শুধরে নিয়েছি।
৬| ২৯ শে মে, ২০২৪ রাত ৮:৫৯
শেরজা তপন বলেছেন: হাতে আঁকা সেলফোন নিয়ে নিয়মিত খেললে তো বেশ ভাল
৩০ শে মে, ২০২৪ সকাল ৯:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহারে ভাই, এ যুগে এমন বাচ্চা আছে নাকি ? কাগজের ফোন নিয়ে সবসময় লেখবে, সেটা হলে তো ভালই হতো।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৬
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: শুভ এবং সাফল্য মন্ডিত হোক পথচলা।