![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
আমার আঁকা ছবি।
কন্যার আঁকা ছবি।
বাবা আর কন্যার ছবি আঁকার গল্প-
একটি প্রতিযোগিতার জন্য ছবি আঁকবো। প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছিনা সময় প্রায় শেষের পথে তার উপর আমার জল রংগুলো দেখি শুকিয়ে গেছে, কোনটা শেষ হয়ে গেছে, তুলি গুলিও কেমন শক্ত হয়ে ফেকাসে হয়ে পড়েছে। যখন ভাবছি আর ছবি আঁকা হবেনা, তখন মেয়ে তার চাচ্চুর কাছ থেকে পাওয়া বিদেশী রংপেন্সিল নিয়ে হাজির তবুও যেন আমি ছবি আঁকি।
শেষ পর্যন্ত আ্ঁকলাম। আমার আঁকা ছবি কন্যার বেশ পছন্দ হলো এখন সে ও আমার মত ছবি আকবে, আমার ছবি দেখে সেও চেষ্ট করলো। সে নিখুতভাবে গোল বৃত্ত আকবে কিভাবে, তার আইডিয়া বের করতে সময় লাগলো না, আড়ং ডেইরির টক দই এর কৌটার ঢাকনা এনে গোল বৃত্ত একে ফেলল, তার বুদ্ধি দেখে আমি আর আমার স্ত্রী কিছুট অবাক হলাম এবং হাসলামও। বলতে বাধ্য হলাম তুই পারিসও বটে। আলহামদুলিল্লাহ, আমার ছবি দেখে দেখে সে একে ফেলল তার মত করে। তারপর ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে দিলো এবং আমার দেখাদেখি তার নামও লিখলো।
ভবিষ্যতে চেষ্টা করলে সেও ভাল আঁকিয়ে হবে। এর আগে সে মেরিল বেবি থেকে ছবি একে পুরস্কার পেয়েছে।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। দোয়া করবেন কন্যার জন্য।
মেরিল বেবি থেকে পাওয়া পুরস্কার।
১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: লাইফ ইজ বিউটিফুল।