![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
সময়ের স্থির চোখে ফিরে দেখি অতীতে সুখ-দুঃখের দিনগুলো-
ফড়িং এর মত চঞ্চলতা ছিল আমারও, ছিল জলের মত গতি
এখন স্থির হতে শিখেছি তোমাকে পেয়ে।
নক্ষত্রের অপার বিষ্ময় নিয়ে তোমার চোখে অপলক তাকিয়ে থাকি,
কখন যে প্রহর কেটে যায় গ্রহণ লাগা সময়ের
তুমি তা মনে করিয়ে দাও আমায় এক চিমটি আঁচড় কেটে।
স্বপ্নময় সময় উপহার দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি যখন;
একপাশে বৃষ্টি আর একপাশে হলুদ রোদ ঢেকে দেয় দিগন্ত
তখন ঘাসের গালিচায় পাশাপাশি বসে চন্দ্রাবান রাতে,
ভালোলাগার ঘোর না কাটুক জীবন ভর আমাদের।
তোমার বুকের জমিনে ফুটাতে দাও ভালোবাসার কিছু রক্ত গোলাপ
আমার স্মৃতির স্থিতিস্থাপকতা রিবাজ করুক তোমার হৃদয় কূলে
রঙিন ঘুড়ি শরতের বাতাসে স্থিতিশীলতা কেটে কেটে এড়িয়ে যায়
তোমার চুলের মত বেপড়োয়ারা হয়ে উড়ে যাবার লোভ সামলাতে পারেনা।
নাটাই ছেড়ে সুদূরে যাওয়ার সাধ্য যখন নাই, ফিরে আসতে হয়, ভালোবাসতে হয়
মধ্যবৃ্ত্তের বহমান জীবনের দিনগুলো এভাবেই কেটে যায় শঙ্খনীল কারাগারে।
আকাশের মত বিশলতা, সাগরের মত গভীরতা কেবল প্রেমিক মনেই
অমরত্বের আশায় ফুটে উঠে পদ্ম, তারপর ঈশান কোনের বায়ু
ঝড় হয়ে বয়ে যায়, যে আপন সেতো রয়ে যায় হয়না কখনও পর
ভুলে না যাওয়ার বর্মই মহান করে ভালোবসার ধর্ম ও ঐশ্বরিক আনন্দ।
ছবি-নিজের তোলা। আর ফুলগুলো সাজিয়েছে আমার কন্যা জাফরিন।
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
২| ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২২ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: জোরে জোরে পড়লাম। অনেক ভালো লাগল।
কন্যার ফুল সাজানো সুন্দর হয়েছে। তার জন্য স্নেহ ও ভালোবাসা রইল।