|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
গতকাল রাতে কন্যার সাথে প্রতিযোগিতা হল- সে এক থেকে বিশ পর্যন্ত অংকে ও কথায় লিখে দেখাবে আর আমি তার রাতের খাবাড়ে বেগুন ভাজায় নতুনত্ব আনবো।
সে লিখা শুরু করে দিল। আমিও আমার কাজ শুরু করলাম।
প্রথমে ৬-৮টি মাঝাড়ি চিংড়ি খোসা ছাড়িয়ে শীল পাটায় থেতলে/পিষে নিতে হবে, অথবা হামান দিস্তায় থেতলে নিতে হবে, এবার একটি বড় সাইজের পেয়াজ কুচি করে সেটাও থেতলে/পিষে নিতে হবে। 
এবার ০১টি বেগুন চাক চাক কেটে নিতে হবে এবং বেগুনের ভিতরের নরম অংশ ছুরির সাহায্যে গোল করে বের করে নিতে হবে। এবং বেগুনের এই নরম অংশটাও শীল পাটায় থেতলে/পিষে নিতে হবে, অথবা হামান দিস্তায় থেতলে নিতে হবে। এবার সব কিছু একসাথে ভাল করে মেখে সাথে রসুন বাটা, গুরা মরিচ, হলুদ গুরা, ধনিয়া গুরা ও লবন দিয়ে নিন। 
চুলাতে মিডিয়াম আচের চেয়ে একটু কম রেখে কড়াইতে তেল গরম হলে প্রথমে বেগুনের ফাকা চাকগুলো দিয়ে তাতে সমস্তকিছুর মিশ্রন বা পুর দিয়ে বেগুনের ফাকা অংশ ভরে দিন চামুচের মাধ্যমে এবং এপিট ওপিট ভেজে তুলে নিন। গরম গরম ভাতের সাথে দারুন লাগে।
মেয়ে তার লেখা দেখালো আগে পরে আমার রান্না শেষ হলো। মেয়ে বগুন ভাজা খেয়ে বলে বাবা, এত মজা কেন ? আমি হেসে বলি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়েছি সাথে তাই এত মজা হয়েছে। 
রোজ রোজ সাধারণ বেগুন ভাজার চেয়ে পুরভরা বেগুন ভাজা অনেক মজাদার।
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৩৯
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
না ভাই, ওটার ভিতর পুর দেওয়া হয় নাই কারণ পুর শেষ হয়ে গিয়েছে তাই ওটা ওভাবেই ভেজেছি। ধন্যবাদ।
২|  ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৫১
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর রান্নাবান্না
ভাত খাবো আনি থাল
বেগুন ভাজি ঝাল------
  ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৪০
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বাহ ! এই মধ্যহ্নে ঠিক যখন অফিসে ভাত খেত বসবো তখন আপনার এই কাব্যিক মন্তব্য মন ছুয়ে গেলো।ধন্যবাদ।
৩|  ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:০৭
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:০৭
আরোগ্য বলেছেন: বাহ্ ভালোই তো আইডিয়া। বেগুন ভাজায় নতুনত্ব। মামনির জন্য রইলো দোয়া।
  ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৪১
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। ভালো থাকুন।
৪|  ১৪ ই আগস্ট, ২০২৫  বিকাল ৫:২০
১৪ ই আগস্ট, ২০২৫  বিকাল ৫:২০
নতুন মেসাইয়া বলেছেন: 
মেয়েকে রোজ রোজ বেগুন ভাজী খাওয়ালে, মেয়ের অবস্হা কি হবে?
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪০
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
রোজ রোজ কেন বেগুন ভাজা খাওয়া হবে। মাসে এক দুবার খাওয়া হয় আবার কোন কোন মাসে হয়না। ধন্যবাদ।
৫|  ১৪ ই আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৬:২৩
১৪ ই আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৬:২৩
প্রামানিক বলেছেন: মুখোরোচক খাবার
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪০
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ঠিক বলেছেন। ধন্যবাদ।
৬|  ১৪ ই আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৮
১৪ ই আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৮
ঢাবিয়ান বলেছেন: আপনার কন্যার খুশি করতে আপনার প্রয়াস ভাল লেগেছে।
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪১
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ভালোলাগা এবং তা ব্লগে প্রকাশ কারার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
৭|  ১৪ ই আগস্ট, ২০২৫  রাত ১০:৩৯
১৪ ই আগস্ট, ২০২৫  রাত ১০:৩৯
শায়মা বলেছেন: বাপরে!!! 
এমন রেসিপি আগে দেখিনি তো!!!
নিশ্চয় মজাদার!!!
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪২
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
একবার ট্রাই করুন, দারুন মজার। ধন্যবাদ আপু।
৮|  ১৪ ই আগস্ট, ২০২৫  রাত ১০:৫৯
১৪ ই আগস্ট, ২০২৫  রাত ১০:৫৯
বিজন রয় বলেছেন: হা হা হা .............. আবার এটা নিয়ে পোস্ট দিলেন কেন?
লেখার আর কিছু কি নেই।
কবিতা কিংবা গল্প?
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪২
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অবশ্যই আছে। গল্প, কবিতা সবই তো দেই এবং দিব। ধন্যবাদ ভাই।
৯|  ১৫ ই আগস্ট, ২০২৫  রাত ১:০৫
১৫ ই আগস্ট, ২০২৫  রাত ১:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অ্যালার্জিযুক্ত খাবার।
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৩
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বেগুন মোটেও ভালো নয়। ধন্যবাদ।
১০|  ১৫ ই আগস্ট, ২০২৫  সকাল ১০:১০
১৫ ই আগস্ট, ২০২৫  সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: আমি বাজি ধরে বলতে পারি, পুরো ঢাকা শহরের মধ্যে আমাদের বাসার বেগুন ভাজা সবচেয়ে ভালো।
  ১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৩
১৭ ই আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তাই নাকি। একদিন খেতে হবে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৩৬
১৪ ই আগস্ট, ২০২৫  দুপুর ১২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা আংটির তো দেখা যাচ্ছে ওটার ভিতরটা কি আগেই খেয়েছেন?