|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
 
পাথর কান্ড শেষ না হতে 
হাঁস কান্ড শুরু
ছাত্র হয়েছে উপদেষ্টা
হতেই পারে সে কারো গুরু।
কে ফাস খেলো আর 
কে হাঁস খেলো তাই নিয়ে মাতামাতি
নীলা মার্কেটের সেই দোকানটা
ভাইরাল এখন রাতারাতি। 
কখন কোনটা ফোকাস হবে
যায় না বলা আগে
সমালোচনা দেখে আসিফ যেন
ফেটে পড়ে রাগে।
হাঁসের মাংস ধনী গরিব 
সবাই খেতে পারে
দোষটা কেন চাপল তবে
উপদেষ্টার ঘারে। 
এত ইস্যু থাকতে কেন
হাঁস নিয়ে পড়ল জাতী
তাইতো আজ বেহাল আমরা
ফুরায় না অন্ধকার রাতি।
ছবি-নেট থেকে নেওয়া।
 ৩০ টি
    	৩০ টি    	 +২/-০
    	+২/-০  ২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৯
২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হাঁস খেতে ভারী মজা
দিয়েন না ভাই কোন সাজা।
ধন্যবাদ।
২|  ২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৭
২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভেবে দেখেন কাদের কাঁচা পয়সা রোজগার বন্ধ হয়েছে ওরা কিন্তু বড্ড পাকা চোর। 
  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:০০
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হুম। তা তো ভাবতেই হবে। ধন্যবাদ।
৩|  ২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৯
২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ অনন্য দায়িত্বশীল আমি, আপনি আমার মন্তব্যই পেস্ট মেরে দিলেন?
  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১৪
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আবার শুরু হলো কপি পেস্ট
কেখা যাক কে হয় বেস্ট।
অন্যার মন্তব্য হুবাহুব মেরা দেওয়া ঠিক নয়। ধন্যবাদ।
৪|  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১১
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক ছড়া
  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১৪
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
ধন্যবাদ।
৫|  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:৫৮
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৩:৫৮
সামরিন হক বলেছেন: লল
  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৪
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৪:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: হা হা...।
৬|  ২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৫:২৬
২১ শে আগস্ট, ২০২৫  বিকাল ৫:২৬
সৈয়দ কুতুব বলেছেন: হাশ তো শুধু বাহানা,
আসলে কারবার তো তহবিলের খানা।
আজ ভিন্ন নামে খবর ওঠে,
কালকে আবার কেলেঙ্কারির পথে। 
প্রতিদিনই তার নাম শোনা যায়,
কখনো ঘুষখোর, কখনো দলিলখাই।
টেন্ডার, বরাদ্দ, চুক্তি, কমিশন,
সবখানেই তার স্বাক্ষরের নিদর্শন। 
হাশ তো শুধু অজুহাত,
আসলে তার চরিত্রে গজায় দুর্নীতির জাত।
দেখে জনতা ভাবে
আজকের নায়ক কালকে আসামী হবে ।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৮
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
যে যায় লঙ্কা সে হয় রাবন
তাইতো জাতীর চোখে বহে শ্রাবণ।
ধন্যবাদ। কাব্যিক মন্তব্যের জন্য।
৭|  ২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৫
২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৬:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বয়স কম, কৌশল পুরোপুরি রপ্ত করতে পারেনি। সময় লাগবে।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৯
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সবাই যদি এরকম করে কোথায় যাবে দেশটা 
ভালো কি খারাপ দেখবো এর শেষ টা।
ধন্যবাদ।
৮|  ২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:১৭
২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:১৭
নজসু বলেছেন: 
দারুণ ব্যঙ্গ কবিতা! সমাজের তুচ্ছ ইস্যুতে মাতামাতির মধ্যে আমাদের আসল সমস্যা আড়াল হয়ে যায়। 
ধন্যবাদ কবি।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৯
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সহমত ভাই। ধন্যবাদ।
৯|  ২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৬
২১ শে আগস্ট, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৬
শায়মা বলেছেন: আমি ভেবেছিলাম আজ তুমি হাসের মাংস রান্না শেখাবে
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০০
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
হাঁসের মাংস রান্না আপু তুমি শিখিয়ে দাও
যত পার পাতিহাস, দেশী হাস নাও।
ধন্যবাদ।
১০|  ২১ শে আগস্ট, ২০২৫  রাত ৯:৩৩
২১ শে আগস্ট, ২০২৫  রাত ৯:৩৩
বিজন রয় বলেছেন: বাহ! দারুন।
আপনি দেখি প্রামানিক ভাইকে হার মানিয়ে দিলেন।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০১
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
প্রামানিক ভাইতো ছড়ায় ব্লগ শ্রেষ্ট। আমি একটু চেষ্টা করলাম।
ধন্যবাদ ভাই আপনাকে।
১১|  ২১ শে আগস্ট, ২০২৫  রাত ১০:০৬
২১ শে আগস্ট, ২০২৫  রাত ১০:০৬
কামাল১৮ বলেছেন: হাঁস খেয়ে ইতিহাস সৃষ্টি করে ফেললো।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০২
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তাইতো দেখছি। ধন্যবাদ।
১২|  ২১ শে আগস্ট, ২০২৫  রাত ১১:৩৫
২১ শে আগস্ট, ২০২৫  রাত ১১:৩৫
আরোগ্য বলেছেন: আবার না হাঁসের দাম বৃদ্ধি পায়।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০২
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শীতকালে হাসের দাম একটু বাড়তি থাকে। ধন্যবাদ।
১৩|  ২২ শে আগস্ট, ২০২৫  রাত ২:৪৮
২২ শে আগস্ট, ২০২৫  রাত ২:৪৮
লোকমানুষ বলেছেন: দারুণ মজা লাগল পড়ে। রাজনীতির এত কাণ্ড বাদ দিয়ে শেষমেশ হাঁসই যে জাতির হট ইস্যু হয়ে যাবে, সেটা কি কেউ ভেবেছিল?!
কবিতাটা একেবারে মুড ফ্রেশ করে দিল।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ।
১৪|  ২২ শে আগস্ট, ২০২৫  সকাল ৯:৫৪
২২ শে আগস্ট, ২০২৫  সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: অনেকদিন হাঁসের মাংস খাই না।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
শীতকালে হাঁসের মাংস খেতে বেশি মজা। ধন্যবাদ।
১৫|  ২২ শে আগস্ট, ২০২৫  সকাল ৯:৫৫
২২ শে আগস্ট, ২০২৫  সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ছড়া কবিতা ভালো হয়েছে।
  ২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
২৪ শে আগস্ট, ২০২৫  সকাল ১১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আবারও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৪
২১ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাইদুল সরকার
থাকে যদি রোজগার,
তিন বেলা রোজকার
হাস খাওয়া দরকার।