|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মোঃ মাইদুল সরকার
মোঃ মাইদুল সরকার
	একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
 
  
আলুর নাকি দাম কম
এই না কথা শুনে
হাশেম আলী বাজারে গিয়ে
নিচ্ছে আলু গুনে গুনে।
হাসেম আলী বেজায় কৃপণ
করেনা তেমন খরচ টাকা
মাথায় তার নেই এক গোছা চুল
পুরো মাথা পরচুলায় ঢাকা।
আলু দোলমা, আলু সিদ্ধ,আলাু ভাজা 
প্রতিদিন আর কত খাওয়া যায়
পেটে যেন আলুর চর পরেছে
হাশেম আলীর মরতে বাকি হায় !
ভাত খাইয়া মোটা হলে
মাইনষে খোটা দিবে
আলু খেয়ে কৃপন আলী
পেশী শক্ত করে নিবে। 
দুন্দুল, ঝিঙ্গে, পোটল দামি বেশি
আলুর কেজি মাত্র বিশ
তাইনা দেখে মহা সুখে
হাসেম আলু দিচ্ছে শীষ।
সব কিছুর এমন মূল্য বৃদ্ধি
সস্তা কেবল গোল আলু
হাসেম আলীর মুখে ফেনা
ডাকছে কেবল খালু, খালু।
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৩
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সিন্ডিকেট ও আরও অনেক কারণে দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়। ধন্যবাদ।
২|  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১২:৫০
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১২:৫০
নজসু বলেছেন: 
হাশেম আলী হয়তো আলুর এম্বাসেডর হয়ে যাবে একদিন!   
  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৪
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
তাইতো দেখছি। ধন্যবাদ। ভাই।
৩|  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১:২২
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১:২২
সৈয়দ কুতুব বলেছেন: আলু আমার আলু ওগো আলুয় জীবন ভরা....
  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৫
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আলুময় তরকারি জীবন। ধন্যবাদ।
৪|  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১:৩২
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা আলূ, আলুর ঘাটি বেশ মজা।
  ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৫
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
সহমত । ধন্যবাদ ভাই। আশা করি ভালো আছেন।
৫|  ২৪ শে আগস্ট, ২০২৫  বিকাল ৫:০৯
২৪ শে আগস্ট, ২০২৫  বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: কিছু মাস আগে অনেকেই বলতো ইউনুস সরকার সবজির দাম কমিয়েছে, এখন বলছে না।
  ২৫ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩০
২৫ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এখন আবার বেড়ে গেছে। ধন্যবাদ।
৬|  ২৪ শে আগস্ট, ২০২৫  রাত ৮:০২
২৪ শে আগস্ট, ২০২৫  রাত ৮:০২
শেরজা তপন বলেছেন: আলুতে আলুময় ছড়া  বেশ
 বেশ
  ২৫ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩০
২৫ শে আগস্ট, ২০২৫  দুপুর ২:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
অনেক ধন্যবাদ ভাই।
৭|  ২৫ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:০৬
২৫ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: হ্যা মাঝে দিয়ে আলু ৭০/৮০ টাকা হয়ে গিয়েছিলো। এখন অনেকদিন ধরে ২৫ টাকা।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৪৭
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
এবার একমাত্র সস্তা সব্জি আলু। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১২:৪৬
২৪ শে আগস্ট, ২০২৫  দুপুর ১২:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলার মসনদে যে বসে সেই দ্রব্য মূল্যের কাছে হার মানে।