নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার যাতনা

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪




তোমার চোখে যে অগ্নি
একদিন আমারও ছিল তা
কেবল আমার ছিল না প্রতিরোধ
তুমি নাও প্রতিশোধ বাধা দেব না।
আলেয়ার পিছে ঘুরে ঘুরে
মিছে মায়ায় মরেছি
তোমার কাননের ফুল হতে গিয়ে
শুধুই অবহেলায় ঝরেছি।

তবুও নদীর জল গড়ায়
সাগরে উঠে কত যে ঢেউ
তোমার বুকে ভালোবাসার মশাল
নতুন করে জ্বেলেছে কেউ

তুমিও অনুভব করবে একদিন
অনাকাঙ্খিত প্রত্যাখানের জ্বালা
নয়ন জলে শুকাবে
গেথেছিলে ভালোবাসার যে মালা।

হৃদয় ভাঙ্গা ঢেউ নিয়ে
কত মানুষ কেঁদে যায় হায়
ভালোবাসার যাতনা কি
তবু কাউকে পুরোপুরি বলা যায় ?


ছবি-নিজের তোলা।



মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক বেদনাসিক্ত মনে হলো কবি দা

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: খুব সুন্দর কবিতা

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: বাহ! আপনি কবিতায় অনেক ভালো।

কবি মহাদেব সাহার কবিতার কথা মনে পড়ল আপনার এই কবিতাটি পড়ে।

কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.