নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

--একটি পদত্যাগ পত্র--

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১০




আমি আজ পদত্যাগ করেছি—
আয়নার সামনে দাঁড়িয়ে মুখোশ পরা থেকে,
কাঁধে চাপা নীতির ভার,
প্রতিশ্রুতি নামক কাগজে সই দেয়া মিথ্যে প্রতিশ্রুতি থেকে।
সেই চেয়ারটা, জানো?
যেখানে বসে আমি সিদ্ধান্ত নিই,
সেই চেয়ারটা আমি ফাঁকা করে এলাম—
কারণ অনেকদিন ধরেই
সিদ্ধান্তগুলো আমার নিজের ছিল না।
আমি আজ পদত্যাগ করেছি
সম্মানিত হওয়ার সেই অলিখিত শর্ত থেকে—
যেখানে ‘না’ বলার অধিকারটুকুও চুরি হয়ে যায়।
আমি চুপ করে থেকেছি অনেক,
আজ আর নয়।
আজ আমার মৌনতা দিয়েই লিখে দিলাম
একটি দীর্ঘ, শব্দহীন, সফল পদত্যাগপত্র।
আমি আজ পদত্যাগ করেছি—
অন্তর্দাহের জলন্ত চিঠি থেকে,
অভিমান চাপা দিয়ে হাসির অভিনয় থেকে,
নিজেকে ভুলে অন্যের ছবি আঁকার কাজ থেকে।
আজ আমি ফিরছি—
একান্ত নিজের সেই নির্জন ঘরে,
যেখানে দেয়ালের রং মনের মতো,
আর সময় চলে নিজের ছন্দে।
না, আমি পালিয়ে যাচ্ছি না,
আমি মুক্ত হচ্ছি—
একটি বন্ধ দরজা খুলে দিয়ে
নিজের মত করে বাঁচার অধিকারে ফিরে যাচ্ছি।
আমি আজ পদত্যাগ করেছি—
নিজের ভেতরের সেই চুপচাপ অফিসঘর থেকে,
যেখানে প্রতিদিন বসত সভা—
ভয়, দ্বিধা আর অসমাপ্ত প্রশ্নের।
আমি লিখে দিলাম এক নিঃশব্দ পদত্যাগপত্র,
নিজের মনকে বললাম—
"আর নয়, এবার একটু নিঃশ্বাস চাই।
তুমি তো আমাকে কখনোই ছুটি দাওনি!"
সেই তর্ক—
"তুই পারবি না", "তুই ব্যর্থ",
এইসব কণ্ঠ, যাদের জন্ম আমারই ভেতর,
তাদের আজ বরখাস্ত করেছি—
তাদের নাম নেই, পদ নেই, দায়িত্ব নেই আর।
আমি আজ পদত্যাগ করেছি—
নিজেকে প্রতিদিন প্রমাণ করার পণ থেকে,
অপরের চোখে ভালো লাগার মোহ থেকে,
সেই প্রতিযোগিতা থেকে,
যেখানে আমার নাম থাকলেও
আমার মন ছিল না কখনও।


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর এক অনুভূতি কবি দা ভাল থাকবেন

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: আমারও খুব ইচ্ছে করে সব কিছু থেকে পদত্যাগ করে একাকী নিজের মত করে বাঁচতে।কিন্তু দায়িত্ব কর্তব্য সেটা হতে দেয়না।
তবে বেঁচে থাকলে এক সময় নিজের মত করে নিজের ভাল লাগা নিয়ে বাঁচতে চেষ্টা করব।
কবিতা অনেক ভাল লেগেছে ভাই।+++

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমাজ, সংসার এর কথা চিন্তা করে অনেকেই আর পদত্যাগ করতে পারে না। তবে নিজের মত করে সত্য নিয়ে বাঁচা জরুরী। ধন্যবাদ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.