নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অতীত আয়না

১৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৬





মনের ভেতর কেমন এক অজানা হীম শীত নেমে পড়ে
ঠিক কুয়াশা নয়, একটা আতঙ্ক যেন খামচে ধরে বুকের বা পাশে
বাতাসে ফিসফিস করে মনে হয় কেউ ডাকছে নাম ধরে
অথচ আমাকে ডাকার মত এখন কেউ নেই, কখনো কি কেউ ছিল ?
মাঝে মাঝে এই প্রশ্নের উত্তর পাইনা, কিন্তু অতীত বেদনার অন্ধকার ফুড়ে
তোমার মুখের মৃদু হাসি সমস্ত ভাবনা আড়াল করে দেয়
তখন এই সব প্রশ্ন অবান্তর মনে হয় আর বড্ড হাসি পায়,
হলুদ পাতা ঝড়ে গেলে পাশে থাকা সবুজ পাতার অনুভূতির মত।

তোমাকে হারানোর পর কবে কোথায় ঠিক কিভাবে যেন আমার আলো নিভে গেছে-
নিঃশব্দে শিশির ঝড়ে পড়ার মত বুঝতে পারিনা,
সেই দিনটি স্মরণে এলে মনে পড়ে কিছু কথা, কিছু গান, কবিতা, রং, পাতা, গন্ধ ......
আমাকে দূরাগত অতীতে নিয়ে যায় আমি তখন অন্ধ কূপে পতিত হই।
উফ! নিশ্বাস নিতে পারিনা আর কোন পথ পাই না ফিরে আসার,
আতঙ্কটা তখন ঘাপটি মেরে বসে থাকে আমাকে মৃত্যুর প্রহর গুনতে বাধ্য করে ।
একটি নারী এভাবেই কি পুরুষ জীবন ধ্বংস করে, মস্তিষ্কর ভিতর এই প্রশ্ন তোলপাড় করে,
নাহ! এখনও সময় আছে সব ঝেড়ে মুছে নতুন পথের পথিক হওয়ার,
সাফল্য ছিনিতে আনতে আবার ঝড়ের মুখোমুখি হওয়ার।



ছবি-নিজের তোলা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.