![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা মানুষের কোন না কোন সমস্যা।
এই দেশে ভিক্ষুক আর শত কোটি টাকার মালিক ছাড়া সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
লাখে লাখে ছাত্র ছাত্রী পাশ করে বের হচ্ছে। কর্মসংস্থান নেই।
বেঁচে থাকার জন্য যা দরকার তা দিতে না পারলে একটা মানুষের সেই অধিকার আছে সেটা যেভাবে হোক করে নেওয়ার।
Everything is fair in "Love" & "War" কথাটা ১০০ ভাগ সত্যি।
জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র।
আপনি বেঁচে থাকার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য যদি ক্রাইম করতে হয়, সেটাও হালাল। আগে নিজে বাঁচা জরুরি, এরপরে সমাজ। কারন আপনি না খেতে পেয়ে মরলে সমাজ আসবে না।
দেশ বাঁচানোর জন্য আর্মি বানানো হয়। আপনি নিজের দেশের আর্মিকে সালাম দেন, অন্য দেশের আর্মিকে গালি দেন। কিসের জন্য? এটাই বাস্তবতা।
গোয়েন্দারা একটা নীতি মেনে চলেন, "দেশ বাঁচানোর জন্য আমার যাই করতে হবে সেটাই সঠিক। যাই করি না কেন তাই ঠিক। সেটা যাই হোক না কেন।"
এই কথার প্রমান আমি নিজে প্রতিটা সাইবার ওয়ারের অভিজ্ঞতা থেকে পেয়েছি।
তবে দেশটার ১২ টা বাজিয়ে দিয়ে যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তাদের জন্য দুটি লাইনঃ
If YOU dont let us dream..
We wont let YOU sleep......
©somewhere in net ltd.