![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো যোগ্যতা নিয়ে আসিনি তোমাদের নিদারুণ উৎসবের দ্রাব্য হওয়ার।
আজ পরম আগ্রহ নিয়েই এসেছি তোমাদের সভ্যতার উনুনের একখন্ড কাঁঠকয়লা হতে।
পিচঢাঁলা পথেই পায়ের তলায় পিষে রেখে এসেছি সমস্ত ইচ্ছের মায়াময় পৃষ্ঠকে।
এসেছি নিজেকে সমর্পণ করতে তোমাদের কাছে।
মুক্তির প্রবল আকাংখায় হাঁটতে হাঁটতে এসে থমকে দাড়িয়েছি ধূসর ধুলোময় প্রান্তরে।
দিকহীন কাতর মরুচারীর মতো অবিরাম খুঁজে চলেছি একটি প্রশান্তির মরুদ্যান...
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭
কলমি কাপ্তেন বলেছেন: কবিতা কখনো কখনো বাহ্যিকভাবে বাস্তবের সাথে মিলে না তবে এর ভিতরটা মিলে যায়। যদিও এটা কবিতা না... এটা শুধু বাস্তবের কঠোরতা থেকে মুক্তির আকাঙ্খা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬
কলমি কাপ্তেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
সোজোন বাদিয়া বলেছেন: কবিতার আমেজটা আছে সুন্দর, কিন্তু বাস্তবের সাথে মেলানো গেল না, কী চাচ্ছেন।