![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=====================================================================================
-: মা দিবস :-
বাংলাদেশে বড়ই ধুমধামে "মা দিবস" -- "ভালবাসা দিবস" আর ১লা বৈশাখ তথা "বৈশাখী দিবস" পালন করা হয়, আমরা আজীব এক জাতী। যারা বাবা মায়ের ধরে কাছেও থাকেনা, যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যারা বউয়ের ইচ্ছায় বাবা মা থেকে দূরে থাকে বা কষ্ট দেয়, যারা বাবা মাকে গ্রামেগঞ্জে কিংবা শহরের বন্দি ঘরে মাসিক কিছু খরচ দিয়ে বউকে নিয়ে বিশ্ব ভ্রমন করে তারাই মূলত কূঁলঙ্গা, বাবা মায়ের অভীসাপ এবং এই অভীসপ্তরাই বছরে একবার "মা দিবস" পালন করে।
-:ভালবাসা দিবস:-
যেইসব হতভাগা মানুষের সমাজে কূসন্তানের খাতায় নাম লেখাইয়া বাগানে, পাহাড়ে, লেকে, হোটেল মোটেলে গিয়ে কুকুরের মত অবাধ, অবৈধ যৌনাচারে লিপ্ত, যারা পছন্দ ও প্রেমের নামে দেহ ভোগ করে, উলঙ্গ নাইট ক্লাব চালায়, যারা শিক্ষিতের নামে কূশিক্ষায় শিক্ষিত হয়ে লিভটুগেদার করে মূলত তারাই "ভালবাসা দিবস" পালন করে।
-: ১লা বৈশাখ :-
আমরা মাতৃভাষা বংলার আলোকেই বাঙ্গালী। বৈশাখ আমাদের বাংলা বর্ষপঞ্জীর ১ম মাস আর যেদিন থেকে শুরু হবে সেই দিনই ১লা বৈশাখ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান সকল বাংলা ভাষী সকলে জন্যই বাংলা বর্ষপঞ্জী। আজীব বিষয় হইল, বাংলাদেশে বংলা বর্ষপঞ্জীতে কোনো হিসাব নিকাশ হয়না, যারা আজ ১লা বৈশাখ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারাও বছরের মাঝখানে বাংলার কোন্ মাস চলছে হয়ত বলতে পারবেনা, পঞ্জিকা পত্রিকার আশ্রয় নিতে হবে। ঠাকুর বাকুর, বন্দেপাধ্যয়, চট্টপাধ্যয় ইত্যাদির পান্ডিত্যে হিন্দু তথা সনাতনিদের বিশ্বাসের আদলে গড়ে উঠা সাংস্কৃতি দিয়ে আড়াল করা হচ্ছে বাংলার বৃহত্তর জনগোষ্টি মুসলমানের বিশ্বাস এবং কৃষ্টিকে। খুঁজিলে দেখা যাবে, আজ যারা ১লা বৈশাখ নিয়ে ব্যস্ত তারা সারাবছর কোন্ সাংস্কৃতির চাদর পড়ে জীবনাচার করে। নাইট ক্লাবে তো আছেই দেখা যাবে তারা থার্টিফাষ্ট নাইটেও প্রথম সারিতে থাকে, দেখা যাবে এরা হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাসগত সাংস্কৃতিকে ৯২% মুসলমানের জাতীয় সাংস্কৃতি বানাইতে ব্যস্ত হয়ে পড়েছে। মূল কথা হইল এরা প্রকৃতপক্ষে কোনো সাংস্কৃতিতেই বিশ্বাসী নয় বরং যাবতীয় কূসাংস্কৃতিই তাদের সাংস্কৃতি, তারাই আজ ১লা বৈশাখ নিয়ে ব্যস্ত।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: আমরা মাতৃভাষা বংলার আলোকেই বাঙ্গালী। বৈশাখ আমাদের বাংলা বর্ষপঞ্জীর ১ম মাস আর যেদিন থেকে শুরু হবে সেই দিনই ১লা বৈশাখ।