![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে। ( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়? ১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত ! ( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা , সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।
১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!
২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
ফিজিক্স, কেমেস্ট্রী, এস্ট্রোনোমী, অংক ইত্যাদির ন্যায় কোরানেও অনার্স কোর্স চালু করা যেতে পারে।
আরবেরা বিজ্ঞানের যেসব বিষয় জেনেছিলেন, ও পরে চর্চা করেছিলেন, সেগুলো গ্রীকদের থেকে এসেছিল মিশরে ও আরবে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬
ইসলাম কিংডম বলেছেন: ফরাসি দার্শনিক "রিনে জীনো" বলেছেন: " আমি আল কোরআনে প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কিত আয়াতসমূহ গবেষণা করে দেখেছি যে, এসব আয়াত আমাদের আধুনিক জ্ঞানের সাথে পুরোপুরি প্রযোজ্য। আমি বিশ্বাস করেছি যে, হাজার বছর পূর্বে মুহাম্মদ মানবজাতির থেকে কোন শিক্ষকের সাহায্য ছাড়াই স্পষ্ট সত্য নিয়ে আগমন করেছিলেন। যে কোন বিজ্ঞানী বা শিল্পী তার জ্ঞানের সাথে কোরআনের সংশ্লিষ্ট আয়াতসমূহ তুলনা করে, যেমনিভাবে আমি করেছি, তবে নিঃসন্দেহে সে কোরআনের বশ্যতা স্বীকার করবে, যদি সে বিবেকসম্পন্ন হয় এবং হীন উদ্দেশ্য থেকে মুক্ত হয় "।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোরআন বলেছে;
মুসলমান বেকুবরা সেখানেই সীমাবদ্ধ ছিল, কেন বলেছে কি জন্য বলেছে, এর উদ্দেশ্যে কি তা কোন দিন খোঁজ করেনি। পিঠে নিয়ে শুধু বহনই করেছে কিন্তু ভিতরে কি আছে তার কি স্বাদ সেটা মুসলমান বেকুবরা চেঁখে দেখেনি।
সেটি দেখেছে কারা?
ইহুদি, নাসারা, কাফেরেরা।
আবার এক শ্রেণি আছে, আমেরিকা কিছু আবিস্কার করলে সেটি কোরআনের সাথে মিলিয়ে উচ্ছাস প্রকাশ করে।
যা করণ তা ত’ আম্রেরিকাই করল, তোরা করলি কি?
এখানে যতগুলো আবিস্কারের কথা বলা হয়েছে সবগুলো করেছে ইহুদি-নাসারা, কাফের রা। এগুলো কোরআনের সাথে মিলে গেছে। ভালো।
কিন্তু আমার কথা হলো, তোরা সারা জীবন কোরআনের পন্ডিত, জ্ঞানী, আলেম, বাকী বিল্লাহ্- ফানা ফিল্লাহ দাবী করলি, তাহলে তোরা করলি টা কি?
ঘোড়ার খাস কাটছ?
যারা বিগত দিনে কোরআনের পন্ডিত দাবী করেছে তাদের মুখে ছাই দিতে হয় ছাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
ফিজিক্স, কেমেস্ট্রী, এস্রোনোমী, অংক ইত্যাদির ন্যায় কোরানেও অনার্স কোর্স চালু করা যেতে পারে।