![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সিরিজের প্রথম পর্বে ক্রুসেডের আক্রমণের কারণ এবং ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেম দখলের ঘটনাগুলো পর্যালোচনা করা হয়েছে। ক্রুসেডের উপর এই সিরিজটি এখন ক্রুসেডারদের দ্বারা মুসলিম নগরীগুলো দখলের ঘটনা বর্ণনা করবে।
৯ই আগস্ট, শুক্রবার, ১০৯৯ খ্রিস্টাব্দ। দিনটি ছিল ২৯শে রমজান। আবু সা’দ আল-হারাউই নামক এক সম্মানিত কাজী (বিচারক) বাগদাদের প্রধান মসজিদে আচমকা প্রবেশ করে জনসম্মুখে খাবার খাওয়া শুরু করেন। প্রকৃত ঘটনা হচ্ছে, সবেমাত্র তিনি দামেস্ক থেকে তিন সপ্তাহ সফর শেষে ফিরেছেন এবং জেরুজালেম হারানোর খবর নিয়ে এসেছেন। তিনি ভেবেছিলেন মুসলিমদের চেতনা জাগিয়ে তুলতে রোজার মাসে দিনের বেলায় খাদ্যগ্রহণ সকলের মনোযোগ আকর্ষণে সক্ষম হবে। জেরুজালেম হারানোর খবর শুনে বাগদাদবাসী পবিত্র নগরীর জন্য কাঁদতে আরম্ভ করে। আল-মুজতাজির নামক তরুণ খলিফার সামনে আল-হারাউই তার আর্জি পেশ করলেণ যাতে খলিফা এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। খলিফা ওয়াদা করেন যে তিনি একটি কমিটি গঠন করে সম্ভাব্য পাল্টা আঘাতের পথগুলো খতিয়ে দেখবেন। কিন্তু পরে সেই ওয়াদা শুধু ওয়াদা-ই থেকে যায়।
ক্রুসেডারদের বিশাল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো অবস্থা তখন মুসলিম বিশ্বের ছিলনা। তুর্কি আমিররা প্রায়শই নিজেদের মাঝেই যুদ্ধে লিপ্ত থাকতো, ফলে শহর এবং গ্রাম ধ্বংসাবশেষে পরিণত হচ্ছিল। খলিফার নিজেরই প্রকৃত কোন ক্ষমতা ছিলনা, তুর্কি জেনারেলদের হাতে তিনি ছিলেন নিছকই এক কলের পুতুল। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম বিশ্বের মধ্যে যে ঐক্য ছিল তখন তা অতীতের গল্প বৈ আর কিছুই নয়।
অন্যদিকে ক্রুসেডাররা ছিল শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। তারা ভূমধ্যসাগর উপকূলে চারটি রাজ্য গঠন করে এবং ইউরোপে ফ্রান্স ও জার্মানী যে নীতিতে পরিচালিত হতো সেভাবেই রাজ্যগুলো পরিচালনা করতে থাকে। জেরুজালেম, আন্তাকিয়া ও বৈরুত থেকে মুসলমানদের জাতিগতভাবে নির্মূল করা হলেও বেশীরভাগ আরব (মুসলিম, খ্রিস্টান এবং অর্থোডক্স খ্রিস্টান) গ্রাম্য চাষীরা তাদের নিজ এলাকায় থেকে যায়। শুধুমাত্র জেরুজালেম রাজ্যেই ৩ লক্ষের চেয়েও বেশী আরব বসবাস করত।
এই দখলদারিত্বের এক অনন্য দিক ছিল মুসলিম সংস্কৃতির সাথে ধীরে ধীরে ক্রুসেডারদের আত্মীকরণ। ক্রুসেডপূর্ব শতাব্দীগুলোতে মুসলিম বিশ্ব বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টিশীলতায় অগ্রগামী ছিল। ইউরোপ তখন ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখন মুসলিমদের জীবনযাত্রার মান এমন পর্যায়ে ছিল যা ইউরোপে কল্পনাও করা যেতনা। ক্রুসেডের সমসাময়িক আরব কাহিনীকার উসামাহ ইবন মুনকিজ তার এক রচনায় লিখেছিলেন: “ফ্র্যাঙ্কদের ব্যাপারে যারা জানতো তাদের কাছে ফ্র্যাঙ্করা ছিল পশুর ন্যায় হিংস্র, আগ্রাসী এবং যুদ্ধবাজ এক জাতি, ঠিক যেমনটা শক্তি ও আগ্রাসনের দিক দিয়ে পশুরা মানুষের চেয়ে এগিয়ে থাকে।”
ধীরে ধীরে মুসলিমদের প্রচলিত চর্চাগুলো দখলদার বাহিনীর সংস্কৃতিতে প্রবেশ করা শুরু করে। দুর্গ তৈরীর মতো ইউরোপীয় কিছু কৌশল শেখা ব্যতীত মুসলিমরা ক্রুসেডারদের কাছে তেমন কিছুই শিখেনি, অন্যদিকে ক্রুসেডাররা বরং তাদের মুসলিম প্রজাদের আচরণই নকল করা আরম্ভ করে। মুসলিমদের ঔষধ, ভাষা, কৃষি, প্রযুক্তি এবং গণিত সবই ক্রুসেডের ফলে পশ্চিমে পৌঁছায়। দাবার মতো জনপ্রিয় খেলা যেটি পারস্যে উদ্ভব হয়েছিল, এই সংঘাতের মাধ্যমে ইউরোপে পরিচিতি লাভ করে।
যাই হোক, মুসলিম বিশ্বে ক্রুসেডারদের এ আক্রমণ বহু-ধর্মের পাশাপাশি সহাবস্থানের কাল্পনিক সমাজের ধারে কাছেও কিছু গড়তে সাহায্য করেনি (যার অস্তিত্ব ঠিক তখন মুসলিম স্পেনে ছিল)। বহিরাগত ইউরোপীয়দের হাতে মৃত্যুর আশংকায় সার্বক্ষণিক ভীত থাকতো মুসলিম নাগরিকরা। যেমন, ক্রুসেডারদের সূত্রমতে, তারা ১০৯৮ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সিরিয়ান নগরী মা’ররা তে প্রত্যেক নাগরিককে হত্যা করে, এবং শুধু তাই নয়, হত্যার পর তারা মৃতদেহ ভক্ষণ করতে পর্যন্ত উদ্যত হয়। ফ্র্যাঙ্কদের এধরনের বর্বরতার ঘটনায় ধীরে ধীরে মুসলিম বিশ্বের ঘুম ভাঙ্গতে শুরু করে। তবুও ১১১০ এর দশকে দিকে মুসলিমদের বিজয় তখনও বহু দূরের কথা। ১১৪০ এর দশকে ইমাদ আল-দিন জেন্গির শাসনকালে স্রোতের গতি পরিবর্তন হতে শুরু করে।
অনুবাদ করা হয়েছেঃ The Crusades Part 2: Occupation
৩য় পর্বে রয়েছে ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেমের স্বাধীনতা অর্জনের বিস্তারিত
Sources:
Hodgson, M. (1961). The Venture of Islam . (Vol. 2). Chicago: University of Chicago Press.
Crusades in The New Catholic Encyclopedia, New York: McGraw-Hill Book Company, 1966, Vol. IV
Maalouf, A. (1984). The Crusades Through Arab Eyes. New York: Schocken. (চলবে)
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: ক্রুসেডারদের বর্বরতাই তাদের পরাজয়ের কারন। ১২৯১ সালে তাদের শেষ দুর্গ "আক্রে"র পতন ঘটে। যে পরাজয়ের মাসুল তারা খুব করুনভাবে দিয়েছিল। তাদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন নিপীড়ন। ক্যাথলিক চার্চের সহায়তায় বেশির ভাগ ক্রুসেডারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের পুড়িয়ে মারা হয়। ফ্রান্সের রাজা ফিলিপ তাদেরকে সবচেয়ে বেশী নির্যাতন করেন।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: "মুসলিমদের ঔষধ, ভাষা, কৃষি, প্রযুক্তি এবং গণিত সবই ক্রুসেডের ফলে পশ্চিমে পৌঁছায়। দাবার মতো জনপ্রিয় খেলা যেটি পারস্যে উদ্ভব হয়েছিল, এই সংঘাতের মাধ্যমে ইউরোপে পরিচিতি লাভ করে। "
এটাও ক্রুসেডারদের বিরুদ্ধে সমসাময়িক ক্রীষ্টান দুনিয়ার আরেকটি অভিযোগ ছিল। ক্রুসেডাররা তাদের সংস্কৃতিকে মুসলিম সংস্কৃতির সাথে একীভূত করে ফেলছে। তারা শুকর খাওয়াও বাদ দিয়েছে ইত্যাদি। এভাবে ক্রমেই ক্রুসেডারদের বিরূদ্ধে ক্যাথলিক চার্চে অভোযোগের পাহাড় জমতে শুরু করে।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
রুহুল আমিন খান বলেছেন: প্রথম ক্রুসেড সেলজুকদের ক্রমধর্ধমান রাজ্য বিস্তার ঠেকানো ধর্মীয় আবেগের হলেও পরবর্তিতে তা ইউরোপের দরিদ্র খৃষ্টান ও ধর্ম ব্যাবসায়ী টেম্পলারদের জমিদারী ও সম্পদশালী হবার মাধ্যম ছিলো। ইউরোপে যাদের কোন সম্পদ ছিলো না তারা ক্রুসেডে অংশ নিয়ে অধিকৃত আরব ভূমিতে জমিদারী পেতে শুরু করে। পরবর্তিতে এরা বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে ইউরোপের রাজা সম্রাটদের ইসলামী দুনিয়ার সাথে যুদ্ধ করতে প্ররোচিত করতো। ইউরোপের যুবকদের সমপদ অর্জনের লোভ দেখিয়ে ক্রুসেডে অংশ গ্রহন করতে প্ররোচিত করতো।
তবে ক্রুসেড কে কাউন্টার করতে সালাদ্দিন কে তার ডিজার্ভিং হাইলাইট করা হলেও ক্রুসেড কে কাউন্টার করার ভিত্তি তৈরি করা এমাদউদ্দিন জেংগী তার পুত্র নূরউদ্দিন জেংগীকে তাদের ডিজার্ভিং হাইলাইট করা হয় না। সালাউদ্দিন তার পিতা প্রাজ্ঞ বিচক্ষন নিজাম উদ্দিন, ও তার চাচা দুর্ধর্ষ সেনাপতি আসাদউদ্দিনকে রাজনৈতিক অবস্থান তৈরিতে এই জেংগী পরিবারের ভালো অবদান ছিলো।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
রুহুল আমিন খান বলেছেন: সামনের লিখা গুলোর অপেক্ষায়..................
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
আবু তালেব শেখ বলেছেন: প্রথম উসমানের আগেতো তুর্কিরা যাযাবর ছিল তারা জেনারেল কিভাবে হল?