নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জিদান খান, ছাত্র, ইংলিশ ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। প্রাক্তন ছাত্র, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। পরিচয় দেওয়ার মতো আর বিশেষ কিছু নেই।

মোঃ জিদান খান (অয়ন)

জ্ঞানে গুণে মানে আচার- আচরণে চিন্তায় চেতনায় কাজে কর্মে সৃজনশীলতায় অতি দরিদ্র, এই আমি। অবাস্তব জগৎ নিয়ে ভাবতে ভালবাসি; কিন্তু মাঝেমধ্যে কঠিন বাস্তবতা নিয়েও ভাবতে হয়। স্বপ্ন দেখি আকাশসম কিন্তু তার বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা জানা নেই। দেশের অর্জনগুলো যেমন নিজেকে অহংকারী করে তোলে ঠিক তেমনি সমাজের বৈষম্য, নীতিহীনতা, শঠতা অনেক ভাবিয়ে তোলে এই মস্তিষ্ককে। ফেবু আইডি : Md Zidan Khan

মোঃ জিদান খান (অয়ন) › বিস্তারিত পোস্টঃ

প্রিয় অণু

১৩ ই জুন, ২০১৮ ভোর ৫:৩০

নিজের অবস্থান থেকে বার বার হারিয়ে যাচ্ছি, কেনো হারিয়ে যাচ্ছি তা অনুধাবন করতে খুব বেশি সময় লাগে নি। হুম কারণ ওই একটাই আর সে হচ্ছে অণু। অণুর সাথে আমার পরিচয়টা কাকতালীয় ভাবে হলেও, সর্ম্পকের ইতিটা হয়েছে বাস্তবতা মেনেই।

আজ আমার ১৭ নম্বর ইন্টারভিউ ছিলো, হুম ঠিক ধরেছেন ইন্টারভিউ মিস করেছি। কারণটা খুব খামখেয়ালি টাইপ, আমার সব সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজগুলো অণুর কাছে। সে ই নিজ গরচে নিয়েছিল তার পরিচিত কোনো এক বন্ধুর বাবার একটা ফার্ম হাউস আছে সেখানে চাকরি পাইয়ে দেবার উদ্দেশ্যে। এই যাত্রায় সে সফল ঠিকই হতো, যদি কঠিন বাস্তবতাটা একটু দেড়ি করে সামনে আসতো। কঠিন বাস্তবতাটাও কিন্তু অনেক কাকতালীয়ভাবে সামনে এসেছিলো।

আমার ১৫ নম্বর ইন্টারভিউ এর বস নামক চাকরি দাতার শর্ত অনুযায়ী যখন মেডিকেল টেস্ট করলাম তখনই জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার। কয়েক মুহূর্তের জন্য অন্য এক ভুবনে হারিয়ে গেলাম, অণুকে নিয়ে ঝুম বৃষ্টিতে আর হাটা হবে না, তার সেই বকাগুলো আর খেতে হবে না, আর খাবার বিল নিয়ে হৈ চৈ করা হবে না। আমি জানি, অণু যদি জানতো আমার ব্লাড ক্যান্সার, তাহলে সে তার বাবাকে যেভাবে পারুক ম্যানেজ করে আমার চিকিৎসার ব্যবস্থা ঠিকই করা তো। না অনেক হয়েছে আর কারো দয়া নিয়ে এই বৃথা জীবনে বেচে অন্তত থাকতে চাই না।

তাই তো অনেকটা নিবৃত্তে সরে এসেছি, ১ টা মেয়ে গত ৩ টা বছর আমার জন্য অনেক করেছে। তার ১টা ভালো কিছু প্রাপ্য ছিলো, তাই তো নিজেকে সরিয়ে নিয়ে সেই উপহারটা তাকে দিয়ে দিলাম ২ সপ্তাহ হলো। কিন্তু আজ খুব মিস করছি ওকে, ঝুম বৃষ্টি হলেই ওর হাতটা ধরে হাটতে খুব ইচ্ছে করে। আজ বহু কাঙ্ক্ষিত সেই ঝুম বৃষ্টি হচ্ছে যেখানে একা দাঁড়িয়ে ভিজচ্ছি আমি সাথে ভিজচ্ছে কিছু হারানো স্বপ্ন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

প্রথমকথা বলেছেন: হৃদয় দাগ কাটার মত লেখা। ভাল লাগল।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ধন্যবাদ! আপনাদের অনুপ্রেরণাই একমাত্র পাথেয়।

২| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:০৬

কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন। বেশি বেশি মন্তব্য করুন আর সিনিয়র ব্লগারদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তাহলেই খুব তাড়াতাড়ি আপনি সেফ হয়ে যাবেন। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। ধন্যবাদ।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। ব্লগে ঘুরে আসার নিমন্ত্রণ সাদরে গ্রহণ করলাম।

৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: লেখাটাকে আরেকটু সাজিয়ে লেখতে পারতেন। ভাল হয়েছে যথেষ্ট।

বেশি বেশি করে গঠনমূলক মন্তব্য ও লেখা প্রকাশ করুন। লেখার প্রপ্তি যত্নশীল হোন। বেশি করে বই পড়ুন। অত:পর দেখুন কাল্পনিক ভালবাসা আপনাকে ভালবাসেন কিনা! না বাসলে অন্য পথ দেখবেন। আগে ভালবাসা জয়ের জন্য সকল ব্লগারকে ভালবাসুন। "আমরা সকল ব্লগার মিলেই একটা পরিবার" কথাটা মথায় রাখবেন।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: জ্বী পরিবারের সদস্য হিসেবে আপনাদের অনুপ্রেরণা আমাকে যথেষ্ট সাহায্য করবে। ধন্যবাদ অপার।

৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

১ প্যরাগ্রাফে লেখা দেখতে ভালো দেখায় না; এই ধরণের পোষ্টকে গল্পে পরিণত করার চেষ্টা করুন।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: অবশেষে চাঁদগাজী ভাইয়ের মন্তব্য। ধন্যবাদ অপার। চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

৫| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সঠিক সিদ্ধান্ত। জীবন থেমে থাকবে না কারো...

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: জ্বী! জীবন তার আপন গতিতেই চলতে থাকবে। মন্তব্যে ধন্যবাদ অপার।

৬| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার তো ভালোই লাগলো। প্রচুর পড়তে হবে। যেহেতু আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি সুতরাং আপনি যে মেধাবী সেটা বুঝাই যায়। আপনার লেখার মান ভালো। আরো লিখুন। শুভ কামনা।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: জ্বী! ভাই! পথ চলার মাত্র শুরু। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ অপার।

৭| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: সমাজ যাকে নির্বোধ মনে করে, মনে করবে সেই জ্ঞানী। সামাজিক নির্বোধরাই প্রকৃত জ্ঞানীকে নির্বোধ মনে করে।
“সংসারে কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলেনা সে নিশ্চয় ভাল বই লিখবে।”
রবীন্দ্রনাথ ঠাকুর

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: জ্বী ভাই, ঠিক বলেছেন!
মন্তব্যে ধন্যবাদ অপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.